নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মা...

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

বাঁশবাগানে কানাবগীর
ডিম ফুটেছে দুই
চুপটি করে যেই বলেছি
একটুখানি ছুঁই?

বলল বগী অবাক হয়ে
ছুঁইলে আমার জানা
একটি হবে বোবা আর
একটি হবে কানা।

দিতে পারো আমার হাতে
একটু আদর করি
দুষ্টু ওরা, ভীষণ পাজি
লাফিয়ে যাবে পড়ি।

ছানা দুটি তুলে ধরো
দেখুক সারা বন
বলল বগী, কেমনে তুলি
ওজন কয়েক টন!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


এটা হয়তো বাচ্ছাদের জন্য বিরাট হিট হতে পার!

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: এটা চাঁদগাজী ভাইকে যে কেনো হিট করতে পারলো না বুঝতে পারছি না আমি।

ভালবাসা রইল।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



আমার খুবই ভালো লেগেছে; কিন্তু বাচ্চাদের জগতে পাখীরা আরো বিরাট বিষয়, পাখীরা কথা বলে, আনন্দ করে!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
ভাল না লেগে উপায় নেই ভাই।
কারণ প্রতিটি মানুষের ভেতরেই বাস করে শিশু। মাথাচাড়া দিলে আমরা ধমক মেরে চুপ করে দিই।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মজা পেয়েছি।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমিও খুশি।
ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার নুতন ছড়া? খুব সুন্দর। তবে শুধু বচ্চারা নয়,আমরা বা বাবারা মজা পেয়েছি। ভাল থাকুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। কারণ সকল মানুষের ভেতরেই শিশু আছে।
শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: বাহ ! অনেক ভালো লাগা ভাইয়া।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব ভাল লাগল।
আমার প্রীতি নিন।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



ভালো লাগবে ছানা দুটি
উড়তে শিখবে যখন,
পাখীর কলতানে হবে
মুখরিত তখন।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন কবি।
ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছড়া, ভালো লাগলো খুব। আমারও মনে হল প্রথম মন্তব্যের মতো।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগারই কথা। সকলের ভেতরেই একটা শিশু বসবাস করে যে!
শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: এইবার লেখার সাথে ছবি পেলাম না কেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্যামরাটা ভাল নেই পড়ে আছে, নষ্ট
পড়ে নেন কোনোমতে হয় হোক কষ্ট!!

৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ধন্যবাদ গ্রহণ করুন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: মা তার সন্তানদের হাতছাড়া না করার জন্য কত অজুহাত দাঁড় করাতে পারে।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.