নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

থাপ্পড়

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

এক থাপ্পড়ে বাড়িছাড়া
দুই থাপ্পড়ে দেশ
তিন থাপ্পড়ে ঘুম পাড়ামু
পারলে ছিঁড়িস কেশ!

হাতের ডগায় থাপ্পড় নিয়ে
ঘুরছে থাবড় আলি
বললে কিছু লাভের মাঝে
মাগনা খাবেন গালি

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

তারেক_মাহমুদ বলেছেন: আহা বেশ বেশ

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
বেশ বেশ বলায় ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই কেশ-টেশ ছেড়ার দরকার নেই এমনিতেই কবিতা ভালো হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
কেশ না ছিঁড়লে বুঝি কবিতা এত ভাল হয়?
শুভেচ্ছা রইল।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: থাপড় আলী থাপড় মারবে তো বুঝলাম। কিন্তু কাকে কেন থাপড় মারবে সেটা তো বুঝলাম না!

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: থাবড়ালির কামতো থাপ্পড় মারা। কারণ কী আবার!

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

*** হিমুরাইজ *** বলেছেন: আরেকটু বড় করতে পারতেন ভাইয়া।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: থাবড় আলির রাগটা কার ওপর? ছড়া ভালো হয়েছে।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

আসিক ইসলাম বলেছেন: অসাধারন

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো ।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: অনেক দিন পোষ্টের সাথে ছবি দেন।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

কাওসার চৌধুরী বলেছেন:


থাপ্পড় থেরাপিটা যুগোপযোগী হয়েছে।
বরাবরের মত সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.