নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ছাগল পাগল সমাচার

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩


গাছের আগায় ছাগল দেখে পাগল হাসে ফিক
রটে গেলো এই ঘটনা গাঁয়ের চারিদিক।
আসছে মানুষ হনহনিয়ে বলছে হ্যারে হ্যারে
যাবে কোথায় ছাগলটা ভাই সবুজ মাটি ছেড়ে!
ওমনি হঠাৎ ভ্যাঁ ভ্যাঁ করে বলছে ছাগল, গাছে
এটাতো ভাই মামুলি বিষয় আরো খবর আছে।
বল তো খুলে খবর কী কী জলদী সবার কাছে
বলল ছাগল, উঠতে পারি পাকা আমের গাছে।










মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


হাসিখুশীর ছড়া/কবিতায় আপনার জনপ্রিয়তা আরো বাড়বে।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: জ্ঞানীর মন্তব্যেও অনেক কিছু থাকে।
"হাসিখুশির ছড়া" আমার খুব পছন্দ হয়েছে। এই নামে একটা ছড়ার বইয়ের নাম করলে কেমন হয়?
নিশ্চই ভাল হয়। মনে রেখে দিলাম।
জনপ্রিয়তা হয়তো হবে। আপনাদের ভাল লাগলে আমি অনেক আনন্দ পাই।
আমার শুভেচ্ছা নিন।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: বাহ ছাগল আম গাছেও উঠতে পারে।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছাগলকে আমগাছে তুলতে গিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেল না।
ধন্যবাদ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন,

পাহাড়ি/আফ্রিকান ছাগলরা গাছে ওঠার ওস্তাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেন বাংলাদেশেরগুলো বুঝি উঠতে পারে না?
শুভেচ্ছা নিন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: মনোরমের কী দেখেছেন রাজীব ভাই?
শুভেচ্ছা রইল।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কাওসার চৌধুরী বলেছেন:


বরাবরের মতো সুন্দর কাব্য।
তবে কেন যেন মনে হচ্ছে, আগে ছবিটি দেখে ভাল লেগেছে তাই কবিতাটি লেখেছেন।
ছবিটা কিন্তু চমৎকার।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। আগে ছবি পরে ছড়া।
মনোবিজ্ঞানীর মতই বলে ফেললেন ভাই। অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায়

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: পাগলা কাজলে নাকি?
ভাল থাকুক পাগলেরা।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:


এটা আসলে অনুমান থেকে বলা। জাননই তো একজন ফালতু ভাবুক মানুষ আমি।
আরেকটি কথা......... এই মত্র সেফ হলাম।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: অভিনন্দন।
আপনি ফালতু ভাবুক না, খুব বুদ্ধিমান ভাবুক।
আপনার অনুমান ঠিক আছে।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

জুন বলেছেন: ছাগল কাব্যে অনেক ভালোলাগা রইলো ।
আপনার ছড়া/কবিতা বরাবরের মতই শ্রুতিমধুর ।
+

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্যে আমি আনন্দিত।
আমার শুভেচ্ছা নিন।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা খুব মজাদার কবিতা। হা হা হা খুব মজাদার কবিতা।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: তোফা ছবি পেলেন কই?
পরে মনে হলো ইডিট করা।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লিখেছেন বরাবরের মতোই। সাম্প্রতিক বর্জন সংক্রান্ত কিছু ঘটনার সাথে বেশ মানিয়ে যায় দেখি :(

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আরে ভাই আপনি আবার এটা কী ফিট করলেন।
হাহহা হাহহা।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

ওমেরা বলেছেন: পাগল - ছাগলের ছড় ভালই লাগল ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমরা সবাই কোন না কোন সময় পাগল থাকি।
ধন্যবাদ।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০৩

জগতারন বলেছেন:
আমার কাছে ছড়া ভালো লেগেছে;

কারনঃ
ছড়া কিখাই হয় ছোট্টদের উদ্দেশ্য করে। আর
ছোটরা ছড়া পড়ার আগেই দেখে নেয় ছিবি;
ছবি ভালো লাগলে ছড়াও ভালো লাগে।
তাই কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ঠিক বলেছেন। লেখার সাথে ছবি দিতে পারলে বিষয়টা খুব উপভোগ্য হয়ে ওঠে।
চেষ্টা করি ছবি দিতে কিন্তু সকল সময় সম্ভব হয় না।
ধন্যবাদ।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ তাজুল বলেছেন: সামনে জ্যৈষ্ঠমাস! :`>

কবিতা সুন্দর হয়েছে

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

শামচুল হক বলেছেন: দারুণ লাগল।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.