নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মেঘ

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

আকাশ থেকে ধীরে ধীরে
মেঘ নেমেছে বনে
সবুজ বনের কচি পাতার
সুখ লেগেছে মনে।

দূরের পাহাড় যায় না দেখা
মেঘে মেঘে ঢাকা
সবুজ পাতার অবুজ মনে
মেঘের কাজল আঁকা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "সবুজ পাতার অবুজ মনে""
শ্রদ্ধেয়, শব্দ চয়ন কি অবুজ হবে? নাকি অবুঝ হবে??

ছোট ছড়া হলে, দুই-তিনটা একসাথে দিতে পারেন। পড়তে ভালই লাগে। :)

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: সবার মনেই মেঘ জমে, তা অনেক সময় আবেগ থেকে হয় আবার কখনো কষ্ট থেকে হয়। মেঘমুক্ত হোক মানুষের মন। জীবন হোক আনন্দময়।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

ইমরান আল হাদী বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

আকিব হাসান জাভেদ বলেছেন: ছোাট কবিতায় ছোট প্রাণ। ভালো লাগলো কবিতা।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:




আপনার দৃষ্টির মাঝে কি পাহাড় আছে, নাকি কল্পনা ? লাইন কয়টি ভালোই লাগলো

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: লাইনগুলো ভালোই লাগলো।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আহা খুব সুন্দর।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি অভিভূত!
আমার কয়েক লাইনের ছড়া যে আপনাদের ভাল লাগে সত্যিই এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া।
পাঠক ছাড়া লেখক অস্তিত্বহীন হয়ে পড়ে। সৃষ্টি যাদের জন্য তারা যদি না পড়েন তো লেখার কোনো মানে হয় না।
আপনাদের মন্তব্যের জবাব সময় মতো দিতে পারি না বলে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়।
আশা করি আমার এ ব্যর্থতা ক্ষমার চোখে দেখবেন।
সকলের জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.