নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ঘাম

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২


তাঁরাই বড় আপন আমার
সেরা বন্ধু মানি
খাবার দিতে আমার মুখে
টানছে হালের ঘানি।

নাই বলে কি দুইটা গরু
থাকবে বসে ঘরে?
ওদের ঘামে ফোটে ফুল
তপ্ত বালুচরে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমি আনন্দিত।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার স্যার। ছবিটা কবিতার সাথে মিলে গেছে।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমারও ভাল লাগছে। এই ভাল লাগাটাই ত সাহিত্য।
শুভেচ্ছা রইল।

৩| ০১ লা মে, ২০১৮ রাত ১:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। দারুণ বলেছেন। যারা অতীত এবং বিপদের বন্ধু বা মা, বাবাকে ভুলে যায়, তাদেরকে মানুষ বলি কিভাবে?

০১ লা মে, ২০১৮ সকাল ৯:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ঠিকই বলেছেন।
ধন্যবাদ।

৪| ০১ লা মে, ২০১৮ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া, বেগম জিয়া, এরশাদ, রওশন এরশাদ, শেখ হাসিনা এই অর্থনীতি চালু করেছে; আদম বেপারীরা হয়েছে বিলিওনিয়ার, মানুষ হয়েছে গরু।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকই বলেছেন।
সিস্টেমগুলো চালু করে তারা
রাস্তা করেছে সরু
গরু-ছাগলেরা ধনী হয়ে গেলো
মানুষ হয়েছে ...

৫| ০১ লা মে, ২০১৮ রাত ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য শেকড়ের মানুষদের নিয়ে,
মুগ্ধতা জানবেন কাব্যকথায়।

শুভকামনা আপনার জন্য,




নিত্যই ফসল ফলায় মাঠে
ভিজায় ঘামে শরীর,
রোদবৃষ্টি আর ঝড়তুফানে
সুখ যে নাই অস্থির!

আমরা সবাই শহরে থাকি
দেখাই বাবুগিরি,
তাদের জন্য কেউনা ভাবি
খাটছে দিবারাতি।

শ্রমটা নিচ্ছে রাষ্ট্র তাদের
দেয়-না সুনজর,
ঠিকি বড়াই দেখি খাদ্যের
কৃষকে নাই কদর।

তারাই আসল মানুষ ও'ভাই
মোদের অন্নদাতা,
তাদের কোন নাই জুড়ি নাই
লিখে শেষ হবেনা।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি তো চমৎকার ছড়া কবিতা লিখেন ভাই।
কিছু সমস্যা আছে আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
আমার প্রীতি নিন।

৬| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:৩৫

সৈয়দ তাজুল বলেছেন: তারা তাদের অধিকার ফুরে পাক।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: অধিকার কে দিবে বলুন
কেড়ে নিই খালি খালি
তাদের কামাই খাই আর
সুযোগ পেলেই গালি।

৭| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া, বেগম জিয়া, এরশাদ, রওশন এরশাদ, শেখ হাসিনা এই অর্থনীতি চালু করেছে; আদম বেপারীরা হয়েছে বিলিওনিয়ার, মানুষ হয়েছে গরু।


একদম বাস্তব এবং মহান সত্য মন্তব্য করেছেন।

৮| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:০৫

সৈয়দ তাজুল বলেছেন: একটা মনেরমত কথা বলছেন!

৯| ০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.