নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যলিপি

০১ লা মে, ২০১৮ দুপুর ১:৫৮



হাতুড়ি পিটিয়ে পাথর ভাঙে
ভাঙে না নিয়ম প্রথা
শ্লোগান মিছিলে ভাগ্য বদলে
বলে যাই রূপকথা!!

অতঃপর তারা হাতুড়ি পিটায়
কঠিন পাথর বুকে
পেছনে পড়ে শ্রমিকেরা কাঁদে
আমরা চলি সম্মুখে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ দুপুর ২:০০

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন।

০১ লা মে, ২০১৮ দুপুর ২:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় কবি।

২| ০১ লা মে, ২০১৮ দুপুর ২:১৭

আবু আফিয়া বলেছেন: শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পাবে এটাই প্রত্যাশা,
ধন্যবাদ

৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই"

৪| ০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: মহান মে দিবসে যথার্থই উপস্থাপন।ভাল লাগলো কবি ভাই।

আপনাকে অনেক অনেক ভাল লাগা।

৫| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:২৬

কাওসার চৌধুরী বলেছেন: বরাবরের মতোই চমৎকার। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।

৬| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:৫৪

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

৭| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, রওশনেরা যতটুকু ব্যয় করে, অতটুকু আয় করার মত মেধার লোক নন, এরা ১৭ কোটীট জন্য আয় করতে পারবে?

৮| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব।

৯| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে,
কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়?
কতদিন তুষ্ট থাকবে আর
অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?
মনের কথা ব্যক্ত করবে
ক্ষীণ অস্পষ্ট কেঁউ-কেঁউ শব্দে?
ক্ষুদিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন?
ঝুলে পড়া তোমার জিভ,
শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কাল?
মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে
কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুদা আর গলার শিকলকে?
কতক্ষণ নাড়তে থাকবে লেজ?
তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো,
অস্বীকার করো বশ্যতাকে।
চলো, শুকনো হাড়ের বদলে
সন্ধান করি তাজা রক্তের,
তৈরী হোক লাল আগুনে ঝল্সানো আমাদের খাদ্য।
শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক
সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।

সুকান্ত ভট্টাচার্য, ১লা মে-র কবিতা

১০| ০১ লা মে, ২০১৮ রাত ১১:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্যগুলো পড়ে যারপরনাই উৎসাহ বোধ করছি।
আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই।
ভাল থাকুন এই কামনা সকল সময়ের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.