নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কই যাবে কই?

০২ রা মে, ২০১৮ সকাল ১০:৫৭


পুকুরের কই
করে হই চই
থাকবে না এখানে পড়ে
মন তার চায়
দূরে চলে যায়
মেঘ বৃষ্টি ও ঝড়ে।

হেঁটে হেঁটে যায় পুকুরের কই
সাগর বহু দূরে
পাখা যদি হয় কি যে নির্ভয়
যাবে সে উড়ে।

কাক চিল আর বকেরা এসে
বলল এবার চল
দেখাব তোকে নদী ও পাহাড়
সাগরের অথই জল।

তারপর সে চিলের পেটে
সাগরের দেখা পেলো
পুকুরের কই করে হই চই
জীবন এলোমেলো।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! পুকুরের কৈ এর পরিনতি কভু্ূনা হয় কারো।

অনেক ভাল লাগা কবি ভাইকে।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: পুকুরের মাছ পুকুরেই থাক
সাগরে যাবি কেন?
এখন তোমার সবই গেলো
ভাতের সাথে ফেন।

২| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩৫

মৌরি হক দোলা বলেছেন: তারপর সে চিলের পেটে
সাগরের দেখা পেলো
পুকুরের কই করে হই চই
জীবন এলোমেলো।


খুব ভালো লাগল......শুভকামনা রইল......

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন তাড়াতাড়ি।

৩| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৪২

সনেট কবি বলেছেন: সুন্দর ছড়া।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৪৯

আখেনাটেন বলেছেন: গ্রামে এই কইদের বৃষ্টির দিনে পুকুরপাড়ে ধরার মজার অভিজ্ঞতা রয়েছে আমার। অন্য রকম ফিলিংস। একটা ধরে ছোট গর্ত করে রেখে আসি আরেকটা ধরতে। গিয়ে দেখি আগেরটা গর্ত থেকে আবার উঠে পায়চারি শুরু করেছে। ঝুম বৃষ্টির মাঝে এ যেন সাপ-লুডু খেলা। :D

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
অল্পকথায় শৈশবের গল্পটা বলেছেন। ভাল লাগল খুব।
আমার প্রীতি নিন।

৫| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০৪

শামচুল হক বলেছেন: ভালো লাগল কৈ-এর ছড়া।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।

৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৪

কাওসার চৌধুরী বলেছেন: ছড়াটি সুন্দর। শুধু শুধু কৈ বেচারাকে কেন চিলের পেটে ট্রান্সফার করলেন!!! মনে হচ্ছে কৈ টা আপনার পুকুরের। এজন্য প্রস্তান করাটা মেনে নিতে পারেন নাই। তাই শোকে ছড়াটি লেখেছেন!!!

০২ রা মে, ২০১৮ দুপুর ১:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি বড়ো জ্যোতিষী ভাই
সবই বলেন ঠিক
গোপন কথা প্রকাশ পেলো
ফর্সা চতুর্দিক।

৭| ০২ রা মে, ২০১৮ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: মটরশূটি দিয়ে কই মাছের ঝোল। আহা অতি মনোরম।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: খাবারের যতো রেসিপি আছে সবই দেখি জানা
কইয়ের সাথে মটরশূটি খেয়ে যান একটানা।

৮| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


বজ্র বৃষ্টির সময় কই মাছ পুকুর ও জলাশয় বদলায়; সেই সময় মানুষ কই মাছ ও অন্যান্য মাছ ধরে, এটার অবশান হওয়ার দরকার; মাছ প্রজনের জন্য জলাশয় বদলায়।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রজননের কথা শুনলে তো আরো রক্ষা নাই।
মাছের পোনা ধরার জাল নিয়ে ঘোরে পাবলিক।
শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৭

শামছুর রহমান বলেছেন: অনেক সুন্দর একটি আবিষ্কার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.