নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মা

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:১৪

মাকে নিয়ে এত বাড়াবাড়ি কেনো?
মা হওয়া খুব সম্ভব;
একদিন আমি মায়ের ভূমিকায়
নিজেকে রেখে দেখলাম
দিন শেষে দেখি হিসেব মিলিয়ে
মা-হওয়া অসম্ভব!!

জগতের যত কঠিন কর্ম মায়ের হাতেই চলে
হাতের মুঠোয় স্বর্গ-নরক মায়ের চরণ তলে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:১৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
"জগতের সব কঠিন কর্ম মায়ের হাতেই চলে
হাতের মুঠোয় স্বর্গ নরক মায়ের চরণ তলে।"

এই কথাটির আমি সম্পূর্ণ একমত।

২| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

কামরুননাহার কলি বলেছেন: হুম মা ছাড়া কারো কি দুনিয়া টা চলে, একেবারে না। মা ছাড়া কেউ চলতে পারে না।

৪| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৯

রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে =

৫| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

খালেদা শাম্মী বলেছেন: অসাধারন। ভাল লেগেছে।

৬| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

আবু আফিয়া বলেছেন: বিশ্বের সকল মায়ের প্রতি রইল আন্তরিক ভালোবাসা

৭| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

কাওসার চৌধুরী বলেছেন: মা দিবসের চমৎকার কবিতা। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

৮| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: হৃদয়গ্রাহী।

৯| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

বিপরীত বাক বলেছেন:

আজকালের বাঙাল মা গুলো যা মাল না ! এসব মা-টা গুলোর চাহিদা-টাহিদা, খাই-খায়েশ, চাটা-চাটি, খাবলা দিয়া খাওয়ার টেন্ডেন্সি, সুবিধাবাদিতা, পরকিয়া, খোচাখুচি (লাইক ইন্ডিয়ান সিরিয়াল)------- এমনি কি আর আমি বলি এদেশে ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ না করে বরং দ্বিগুণ তিনগুণ করে দেয়া দরকার এদেশের বর্তমান প্রজন্মের মা মাগী গুলোর জন্য, কেননা এগুলোই বর্তমান মা মাগী গুলোর আসল রুপ।

এসবের সাথে আমাদের সেই যুগের সেই আমলে সেই শুদ্ধতা’র, সেই মুগ্ধতার, সেই মমতার, সেই সরলতা’র, সেই ভালবাসার, সেই শ্রদ্ধার, -------------------------- ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞---------------- মা’দের তুলনা করে বরং ‘মা’ শব্দ উচ্চারণের অপমান করছেন।

তার উপর আবার মা দিবস ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.