নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এই ছবির ক্যাপশান কী হতে পারে!

১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫১

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

টারজান০০০০৭ বলেছেন: "খাইছি তোরে "

২| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা!!!

৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "কে বে তুই??"X(

৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: তোর এত বড় সাহস!!!!!!

তোর কত্ত বড় বল!!!!!!!!!!!! :P

৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০১

অনুতপ্ত হৃদয় বলেছেন: তর এত বড় সাহস!

৬| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: তুই বড় বলে ভাবিস না আমি তোর অনেক ছোট

নোট: আমি খালি গায়ে বিদ্রোহী করা ছেলেটির পক্ষে কথা বলছি এবং তার পক্ষে আছি ।।

৭| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: এক্কেরে কাইটটা লামু :P

৮| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জা‌নে মাইরা ফেলবাম

৯| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

দিলের্‌ আড্ডা বলেছেন: হাহাহা,,,,,,,,ছবিটা দেখে মজা পেলাম।

১০| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: শার্ট পরিহিত ছেলে : শালাকে এক ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিমু।
খালি গায়ের ছেলে : ফেলাই দে তো দেহি, তোর কত্ত সাহস???

১১| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

জোকস বলেছেন: কিরে, তুই নাকি আমার ডারলিং এর সাথে পেরেম করতি চাস???

১২| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩

কানিজ রিনা বলেছেন: ওই তোর বাপের নাম বুলাইয়া দিমু।

১৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: এই ভাবে ছোট ছেলেপেলেদের হিংসা না সেখানোই ভাল।

এরা বড় হলে কথার আগে হাত বেশি চলবে।

১৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

আমি গল্পের প্লট পরিবর্তন করে দিচ্ছি: -
এখানে খালি গায়ের ছেলেটির নাম সলিম তার বড় ভাই শাট পেন্ট পড়া তার নাম কলিম, বাবা জালাল মিয়া খালে বিলে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আজ ১৯ মে ২০১৮ শনিবার জালাল মিয়া অসুস্থ থাকায় মাছ ধরার জন্য আসতে পারেন নি, বড় ভাই কলিম সকালে জীর্ণ মলিন শার্ট পেন্ট পরে স্কুলে চলে গেছে আর ছোট ভাই সলিম ঘরের রান্নার যোগান দিতে ছিপ বর্শি নিয়ে বাড়ির পাশের খালে বসে আছে এখন বেলা দুপুর ১২:৩০ কলিম বাড়ী ফেরার সাথে সাথে মা সাবিনা বেগম হাঁক দেন ও বাবা কলিম, সলিম তো সেই সক্কালে গেছে দুইটা মাছ ধরতে এখুনি আইলো না যে বাপ খোজ নিবি ক্ষণ - - - -

কলিম খালের পারে এসে শুধায় কিরে সলিম মাছ পাইছস বাড়ীতে তো বাবা মায় দাদী না খাইয়া থাকবো রে, সলিম রোদ্রে খড়াতাপে পুড়ে রাগে দুঃখে জানায় মাছ নাই পোনা ও নাই - কলিম বলে উঠে চল মাছ কিভাবে ধরতে হয় আইজ আমি শিখাবো, বাপ দাদার কম্ম কিছু তো জানি ব্যাটা মন খারাপ করিস কেনরে, আয় - বাড়ীতে গামলায় চাড় করা আছে এক খাড়ি মাছ যদি আইজকা না ধরি তয় বাপের ব্যাটা না - সলিম ও সমস্বরে চিৎকার করে উঠে “এক খাড়ি মাছ যদি না ধরি তয় বাপের ব্যাটা না” !!!



১৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবির ক্যাপশান:- “এক খাড়ি মাছ যদি না ধরি তয় বাপের ব্যাটা না”

১৬| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্প ছবির সাথে মিলে নাই !!
যা হোক ক্যাপশনটি হবে
কেউ কারে নাহি ডরে সমানে সমান

১৭| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: B+
B+

১৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাবনার বিষয়

১৯| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় আজও খুব ভাল ছড়া হয়েছে। হা গা হা

শুভ কামনা কবিকে।

২০| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শার্ট পরা - আমার এলাকায় মাছ ধরতে ট্যাক্স দেয়া লাগবে
খালি গা - এই পৃথিবীর কোন শক্তি নেই আমাকে এখন বাধা দিতে পারবে...

২১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


"আমারে চিনস?"

২২| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জোকস বলেছেন: চাঁদগাজী ভাইরে একটা পেলাচ।

২৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নায়লা রহমান বলেছেন: ;)

২৪| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:২৫

পবন সরকার বলেছেন:

২৫| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০১

মাহফুজ বলেছেন: তুই স্কুলে যাইয়া বিদ্যান হ যা...মাছ ধরাধরির কামে নাক গলাইতে আসবিনা কয় দিলাম।তালি পরে খুব খারাপ হয়া যাবানি কয়া দিলাম

২৬| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:১৮

আবু আফিয়া বলেছেন: ছোট বয়সে কত কিছুই না ঘটে, ঘটে যাওয়া এমনই কোন ঘটনা

২৭| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন:




-তোরে ধাক্কাইয়া পুকুরে ফালামু!
- পারলে ফালা দেখি!

২৮| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ছবিটা চরম।

২৯| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিটা দিয়ে ক্যাপশান চেয়েছিলাম মানুষের চিন্তা আর কল্পনার ভিন্নতা দেখার জন্য।
একই বিষয়ে একেকজনের মন্তব্য বা চিন্তার প্রকাশ একেক রকমের।
এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। সবাইকে আমার শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই। ভাল থাকবেন।

৩০| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৪

সিসৃক্ষু বলেছেন: (হা হা হা হা হা...)

৩১| ২১ শে মে, ২০১৮ রাত ১২:১৩

টোনাল্ড ড্রাম্প বলেছেন: মাঝে মাঝে চাঁদগাজী ভাইকে অনেক কাঠখোট্টা টাইপের মনে হয় কিন্তু আজকের কমেন্ট এ ওনাকে ওনার খোলস থেকে বের হয়ে আসছেন মনে হলো যাউগ্গা উনারে প্লাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.