নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

লড়াই

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬

মূল্য বাড়ে;
লাগাম ধরে দিচ্ছি জোরে টান
দাম কমে না,
লাগাম ছিঁড়ে টুকরো কয়েকখান।
নকল ভেজাল নিচ্ছি দামে কিনে
আসল জিনিস কয়জনে আর চিনে!
গরিব-দুখী, ভেজাল-নকল করছে যখন লড়াই
কার উনুনে আগুন জ্বলে কার বা গরম কড়াই!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০

কাইকর বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন সুন্দর করে।ধন্যবাদ আপনাকে। ব্লগার হিসেবে আমি নতুন।সময় লেলে আমার ব্লগে ঘুরে আসবেন।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
আমি অবশ্যই দেখতে যাব কাইকর এর ঘরে।

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে, জনগণ অসহায় । সুন্দর ছড়া।লাইক দিলাম।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভেচ্ছা নিন।

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন:
ছড়াতে বাস্তবতা খুব নিরেটভাবে তুলে ধরেছেন।
আসলে এসব নিয়ে অনেকে ভাবেই না।

ভাল লাগলো খুব
প্লাস+++

২১ শে মে, ২০১৮ দুপুর ১:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: বিন্দুর মন্তব্যে সিন্দুর বাস।
উৎসাহ বোধ করছি। ধন্যবাদ নিন।

৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

জোকস বলেছেন: রমযান মাস, ব্যাবসায়ীদের গোডাউনে পচা-ধচা মাল পরিস্কার করার মাস X(

৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: লড়াই করে কি আর হবে
বাচতে হবে তাই
খাটি হোক ভেজাল হোক
খাবার খেতে চাই :(
ছন্দে ছন্দে ধরেছেন তুলে, দারুন বাস্তবতা
আপনার কবিতায় পেতে চাই এমন আরও কথা :P

৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫

প্রথমকথা বলেছেন: ভীষণ ভাল লেগেছে প্রিয় ভাই, মুগ্ধ।

৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬

নীল মনি বলেছেন: সত্যি কথাগুলো বলে দিলেন অবলীলায়।
লেখায় +++

৮| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবির আজ অন্য লড়াই , পড়ে বিষম খেয়ে, ছুটতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লাম যে জোড়ে।

শুভ কামনা কবিকে।

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

কাওসার চৌধুরী বলেছেন: যাদের এক্সট্রা ইনকাম আছে, দাম তাদের কাছে কোন ব্যাপার না।

১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে মিলিয়ে লিখেন কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.