নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শূণ্যস্থান পূরণ করুন (উভয় প্রশ্নের মান সমান)

২৩ শে মে, ২০১৮ রাত ৯:১৭


১.
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
.....................................................।

২.
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
.......................................................।




ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৩

পবন সরকার বলেছেন: ১.
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
শিশুদের মনের মাঝে আনন্দের ফুল ফুটুক।

২.
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
ঘুম ভাঙার পর পন্ডিত মশাই আসল ভীষণ তেড়ে।

গুরু, ছড়ার মিল দিতে পেরেছি কিনা একটু বইলেন।

২| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রথমটা ঝক্কাস।
২য়টা ছন্দ-মাত্রায় অক্কাস।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩০

পবন সরকার বলেছেন: যাত্রা করেই মাত্রা নিয়ে পড়লাম বড় ফান্দে
চিপায় পড়ে পবন সরকার গলা ছেড়ে কান্দে।

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: এইবার দেখি ঠিক আছে। ঘটনা কী??

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

সনেট কবি বলেছেন: দারুণ

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি ফেল করেছেন স্যার।
সনেট কবি দারুন বলে পালিয়েছে।
আবার আসেন এবং শূণ্যস্থান পূরণ করে দিয়ে যান।

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


ছবিটা বাংলাদেশের জন্য বেশ দুর্লভ

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছন্দ মেলেনি। আপনি ফেল করেছেন স্যার।
পুনরায় চেষ্টা করুন।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫১

কাইকর বলেছেন: আমাদের অবস্থা আজ কোথায় গিয়ে দারিয়েছে! শিক্ষকরা যদি এমন হয়, তাহলে ছাত্ররা কেমন হবে? ছাত্ররা কি শিখবে? তারা কি আদৌ প্রকৃত শিক্ষা পেয়ে বড় হবে! এইরকম শিক্ষকদের কারণেই আজ কিছু কিছু ছাত্র মনুষত্ব হারাচ্ছে।

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: কইলাম কি আর কাইকর এসে দিয়ে গেল এক ভাষণ।
তয় ভাষণটা খারাপ হয় নাই।

৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০১

অনুতপ্ত হৃদয় বলেছেন: ১.শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
গুরুর শিক্ষা শুরু হোক পায়ের গন্ধ নিয়ে।

২. দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
গুম হতে উঠেই স্যার কান মলে দেয় মেপে

আবোল তাবোল ছন্দ

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছন্দ ভাল না মিললেও মিশ্রছন্দে ভালই লেগেছে।
শুভেচ্ছা নিন।

১০| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০২

শিখণ্ডী বলেছেন: শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
নাক ধরিসে কেহ তোরা যতই গন্ধ ছুটুক B-)

দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
কেননা স্যারের জিনিস বেরুল জায়গা মত ছিঁড়ে |-)

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রথমটা তো ঠিকই আছিল পরেরটায় গিয়ে তাড়াহুড়ো করেছেন। শুভেচ্ছা।

১১| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০২

কাইকর বলেছেন: হা হা হা।দুঃখিত ভাষণ দেবার জন্য।আপনি অনেক সিনিয়র তাই আমার গল্প পড়ে ভাল খারাপ যাই মন্তব্য করেন না কেন অনুপ্রেরণা পাই।সময় পেলে গল্প পড়ে আসবেন।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: নারে ছোট ভাই। মজা করেছি।

১২| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১০

ঢাকার লোক বলেছেন: ১) ছাত্ররা কেউ চায়না আজ স্যারের ঘুম ছুটুক
২) লাফ দে উঠে হাঁকলো স্যার "দুষ্টটা কে রে ?"

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন তোহ।

১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১.
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
দুষ্টু ছেলে সুযোগ পেলে দুষ্টুমিতে মাতুক!

২.
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
হচকচিয়ে ডাস্টার নিয়ে স্যার আসেন তেড়ে!

১৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি এমনেও ফেল, সেমনেও ফেল B:-/

১৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫৩

মাআইপা বলেছেন: শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
চরণধুলির মূল্য কত এবার সবাই বুঝুক।


দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
শিখবে কি আর বাচ্চাগুলো পেলে এমন স্যারে

১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:০৮

সনেট কবি বলেছেন: শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
পায়ের গন্ধে কারো চোখে নিদ্রাফুল না ফুটুক।
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
খেঁকিয়ে স্যার বলেন এমন কেরি গেলি বেড়ে?

১৭| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: প্রাইমারী স্কুলের শিক্ষকরা এমনই হয়। তারা ঘুমায়। ছাত্রদের দিয়ে হাত পা টিপায়। তুই তুকারি করে কথা বলে।

১৮| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আসলে সবাই কবি।
কেউ লেখে কেউ লেখে না।
কয়েকজন তো খুব চমৎকার মিল করেছেন ছন্দে। জানি চর্চা নেই তবুও ভাল করেছেন।
সকলের ভেতরেই কমবেশি প্রতিভা ও সৃজনশীলতা রয়েছে। শুধু প্রকাশের অপেক্ষা।
আর অপেক্ষা নয়। আজই শুরু করে দেন ছড়া ও কবিতা লেখা। ভাল করবেন আশা করি।
সকলের জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.