নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই: খুকী যাবে মেঘের বাড়ি, লেখক: বিএম বরকতউল্লাহ্, চিত্রায়ণ: উজ্জ্বল কুমার মজুমদার, প্রকাশক: বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল), স্টল: ৫৮৮-৫৮৯, মূল্য: ১৭০ টাকা
আকাশে মেঘ দেখে খুশিতে লাফিয়ে উঠলো খুকী। সে হাসিমুখে বললো, এই মেঘ তোমরা কই যাও এমন করে? আমাদের বাড়ি চলে আসতে পারো না? এই দেখো আমাদের ঘর। এই যে সাদা উঠোন। এই যে আমাদের গাছ, পুকুর আর ফসলের মাঠ। তোমরা চলে আসো আমাদের বাড়ি।
এ কথা শুনে এক টুকরো মেঘ নিচে নেমে এলো। শুরু হলো মেঘ ও খুকীর কথোপকথন। খুকী আর কী কী বললো মেঘকে? মেঘ কি খুকীকে নিয়ে আকাশে উড়ে বেড়িয়েছিলো! এ কাহিনী নিয়েই বই ‘খুকী যাবে মেঘের বাড়ি’।
বই: ঘ্যাঙ আর মিয়াঁও, লেখক: বিএম বরকতউল্লাহ্, চিত্রায়ণ: শামিউর রহমান নয়ন, প্রকাশক: বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল), স্টল: ৫৮৮-৫৮৯, মূল্য: ১৭০ টাকা
ডোবার ধারে কোলা ব্যাঙের মেলা বসেছে। এরা ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকাডাকি করছে। তাদের গলা বেলুনের মতো ফুলে উঠছে। ব্যাঙের ডাক শুনে একটি বিড়ালছানা ছুটে গেলো ডোবার ধারে, ছানাটি ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকতে চাইলো। আওয়াজ হলো ‘মিয়াঁও’। হা হা হা। মজার এ গল্পটি নিয়ে বই ‘ঘ্যাঙ আর মিয়াঁও’।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: জি, গল্পের বই।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: মজার বই। শিশুরা আগ্রহ নিয়ে পড়বে।
অথবা বড়্রা পড়বে, পড়ে শিশুদের শুনাবে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাচ্চারা গল্পের বই বড়তে খুব মজা পায়।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০০
নেওয়াজ আলি বলেছেন: মেয়েদের জন্য কিনতে চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: এগুলো কি গল্পের বই, আমার মেয়ে বায়না ধরেছে তাকে গল্পের বই কিনে দিতে হবে।