নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

একটি বিমান হাইজ্যাক --এক বিমান সেবিকা এবং একটি biopic

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

সময় :সেপ্টেম্বর ৫, ১৯৮৬ --২.৩০ a .m , স্থান: মুম্বাই এর সাহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

এই মাত্র Pan Am Flight 73 -- মার্কিন যুক্তরাষ্ট এর একটি Pan American World Airways Boeing 747-121 বিমান মুম্বাই এর সাহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করলো Newyork এর জন.এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর উদ্দেশ্যে। চার ইঞ্জিনের এই বিশাল বিমান টিতে রয়েছে ১৪ টি দেশের ৩৬০ জন যাত্রী এবং ১৯ জন কেবিন ক্রু । এরাও বিভিন্ন দেশের নাগরিক। কেবিন ক্রু দের টীম লিডার ২৩ বছর বয়সী নীরজা ভানট -মডেলিং ছেড়ে কয়েক বছর আগে হয়েছেন বিমান সেবিকা। নীরজা আদতে চন্ডিগড় এর অধিবাসী হলেও তার পড়াশুনো মুম্বাই এ। বিমান টির মুখ্য বৈমানিক ক্যাপ্টেন উইলিয়াম কিয়ানকা মার্কিন যুক্তরাষ্ট্র এর নাগরিক। তাঁর সাথে ককপিট এ আছেন এক সহযোগী বিমান চালক এবং এক ফ্লাইট ইঞ্জিনিয়ার। Newyork যাত্রা পথে বিমান টি থামবে পাকিস্তানের করাচী এবং জার্মানি এর ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরে। দু ঘন্টার মধ্যে বিমান টির করাচী এয়ারপোর্ট এ অবতরণ করার কথা।


সময় :সেপ্টেম্বর ৫, ১৯৮৬ --৬.০০ a .m , স্থান: করাচী এয়ারপোর্ট ,পাকিস্তান

Pan Am Flight 73 তৈরি হচ্ছে উড়ানের জন্য। এর আগে বিমানটি যথা সময়ে করাচি তে অবতরণ করে ছিলো , কিছু পাকিস্তানি যাত্রী নেমে গেছেন এবং সমসংখ্যক যাত্রী বিমান টিতে আরোহন করেছেন। বিমান টির সিঁড়ি সরিয়ে নেবার ব্যবস্থা করা হচ্ছে। .......হঠাত গুলির শব্দ। চার জন সন্ত্রাসবাদী দখল নিল বিমান টির দুটি গেট , হাতে তাদের অটোমেটিক এসল্ট রাইফেল , গ্রেনেড এবং প্রত্যেকের পরনে explosive জ্যাকেট। সন্ত্রাস বাদী দলের নেতা যাত্রী দের নির্দেশ দিল তাদের যেন মাথা নিচে এবং হাত ওপরে থাকে। প্রথমে কেউ বুঝতে পারে না কেন বিমান টি hijack করা হয়েছে , সন্ত্রাসবাদী রাই বা কারা এবং তারা কি চায়। বিমানের ভিতর সবাই ভীত এবং সন্ত্রস্ত ,বাচ্ছারা কান্না জুড়ে দিয়েছে , এক অসম্ভব ভয়ের পরিস্থিতি কেবিনের ভিতরে।






এই মুহুর্তে বিমান সেবিকা দলের নেত্রী নীরজা ভানট ছুটে গেল সবথেকে কাছের ইন্টারকম টির দিকে এবং সাঙ্কেতিক ভাষায় ককপিট এ বসা পাইলট কে জানালো বিমান ছিনতাই এর খবর এবং অনুরোধ করলো ককপিট এর দরজা যেন ভিতর থেকে বন্ধ রাখা হয়। কিন্তু হায় তখন সে কি জানত যে পাইলট , সহকারী পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার বিমানের ৩৬০ জন যাত্রী এবং ১৯ জন কেবিন ক্রু কে ছেড়ে কাপুরুষের মতো ককপিট ছেড়ে পালিয়ে যাবে?

মধ্য প্রাচ্যের আবু জিন্দাল গোষ্ঠির চার জন সন্ত্রাসবাদী চায় বিমানটিকে সাইপ্রাস এ উড়িয়ে নিয়ে যেতে যেখানে নাকি তাদের কিছু সহযোগী বন্দী জেলে আছে। সেখানে বিমানের যাত্রী দের মুক্তিপণ হিসাবে ব্যবহার করে সহযোগীদের মুক্তি এবং অর্থ চায়।

সন্ত্রাসবাদী রা যখন জানতে পারল বিমানটির পাইলট গেছে পালিয়ে তখন তারা রুদ্র মূর্তি ধারণ করলো , বিমান সেবিকা দের আরবী তে গালিগালাজ শুরু করলো এবং বিমানের ভিতরে চালালো এলোপাথারি গুলি। তারা দাবি করলো পাইলটের ততক্ষনাত ফেরত আসার এবং তারা যে সিরিয়াস তা বোঝানোর জন্য রাকেশ কুমার নামী এক যাত্রী কে হত্যা করে বিমানের বাইরে ফেলে দিল। তারা নীরজা ছাড়া বাকি সব বিমান সেবিকার হাত বেঁধে দিলো এবং নিরজা কে হুকুম করলো সব যাত্রীর পাসপোর্ট একসাথে করতে।

এ ছাড়াও নীরজা কে মুক্ত রাখার আরো একটা কারণ ছিল , পাইলট এর অবর্তমানে তারা চাইছিল নিরজা PAN Am বিমান এবং করাচী এয়ারপোর্ট এর আধিকারিকদের অনুরোধ করে যেন পাইলট কে ককপিট এ ফেরত পাঠানো হয়।

নীরজা যাত্রীদের পাসপোর্ট জমা করার সময় বুঝতে পারল সন্ত্রাসবাদীরা মূলত আমেরিকান পাসপোর্ট ধারীদের আলাদা করে তাদের হত্যা করতে চায়। সে অধিকাংশ মার্কিন পাসপোর্ট বিমানের ভিতর একটি জায়গায় লুকিয়ে ফেলে।

ছিনতাই হওয়ার ১৭ ঘন্টা পরে বিমানটির জ্বালানি শেষ হয়ে যায় , তার ফলে বিমানটির ভিতর সমস্ত লাইট বন্ধ হয় এবং ঘন অন্ধকার নেমে আসে। এই সুযোগে নীরজা একজন যাত্রী কে বিমানের অপাত্কালীন দরজা খোলার একটি নির্দেশিকা একটি মাগাজিনের ভিতরে ভরে হস্তান্তর করে। যাত্রী টি ওই নির্দেশিকা পরে দরজাটি খুলে ফেলে যদিও দরজার সাথেসাথে chute টি খোলে না। অনেক যাত্রী ওই দরজা দিয়ে ১৫ ফিট নিচে ঝাঁপিয়ে পরে। অন্ধকারের সুযোগে নীরজা অন্যদিকের একটি দরজাও খুলতে সক্ষম হয় এবং সৌভাগ্য ক্রমে এই দরজার chute টি ঠিক মত খুলে যায়। অনেক যাত্রী সে দরজা দিয়ে পালাতে সক্ষম হয়।

সে মুহুর্তে নীরজা যখন শিশুদের বার করছিল তখন সন্ত্রাসবাদী রা পুরো ঘটনা বুঝতে পারে এবং বিমানের ভিতর এলোপাথারি গুলি চালাতে শুরু করে।

এক জন সন্ত্রাস বাদী নিরজার কাছে এসে তার চুলের মুঠি ধরে এবং পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি করে। নিরজার প্রাণহীন রক্তাক্ত দেহ বিমানের ভিতর লুটিয়ে পড়ে। এর ঠিক এক মিনিট আগে নীরজা তিন টি শিশু কে দরজার বাইরে বার করে ছিল।

ঠিক সেই সময় পাকিস্তানি কমান্ডো রা বিমানের ভিতর ঢুকে এটিকে মুক্ত করে। কিন্তু ততক্ষণে নিরজা সহ ২০ জনের হত্যা হয়েছে এবং ১০০ জনের ও অধিক যাত্রী সাংঘাতিক ভাবে জখম হয়েছেন ।

নীরজাও পারত কোনো এক সুযোগে বিমানটি থেকে যাত্রী দের আগে নিজে পলায়ন করতে , যেমন টি বিমানটির পাইলট , কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার করে ছিলো কিন্তু ....তাহলে এই কাহানি লেখা হত না। নিরজার biopic তৈরী হত না। সে হত না ভারতের কনিষ্ঠ তম অশোক চক্র recipient . অশোক চক্র ভারতের সর্বোচ gallantry পুরস্কার । ...."Her loyalties to the passengers of the aircraft in distress will forever be a lasting tribute to the finest qualities of the human spirit" ----মরণোত্তর তাকে দেয়া পদকে এই কথাগুলি স্বর্ণ অক্ষরে লেখা আছে।


পাকিস্তান সরকার তাকে দেয় Tamgha-e-Insaniyat (pakistan) , মার্কিন সরকার দেয় Justice for Crimes Award (America).

নীরজা ভানট এর biopic Neerja এ অভিনয় করেছেন সোনাম কাপূর।


মন্তব্য ৩৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

ব্লগ ৪১৬ বলেছেন: স্যালুট নীরজা কে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

পথে-ঘাটে বলেছেন: হে সাহসী নারী, যুগে যুগে তোমাকে চাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

সোজোন বাদিয়া বলেছেন: অনেক আগে জানা উচিত ছিল কিন্তু জানা হয় নি। আপনি জানালেন তাই অসংখ্য ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

মিতু রহমান বলেছেন: ছবিটা দেখার ইচ্ছে আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

শাহাদাত হোসেন বলেছেন: মুভির কথা শুনেছিলাম কিন্তু এর পিছনে কাহিনীটি জানা ছিলো না ।শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

নতুন বলেছেন: গতকালই ছবিটির ট্রেলার দেখলাম... আজ পুরোটা জানা হলো। ধন্যবাদ আপনাকে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মুভিটা দেখবো দেখবো করে আর দেখাই হয় নি। তবে ভাবছি, সুযোগ বুঝে এবার দেখেই ফেলবো!
রিভিউ ভাল্লাগছে!
শুভ কামনা!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
এটি কিনতু মুভির রিভিউ না।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

মোঃ আলামিন বলেছেন: মুভিটা কি পাওয়া যাবে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: মুভিটি কিছুদিন আগে release হয়েছে । দুঃখিত আমার কাছে কোন লিংক নেই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সত্যি !একেই বলে মানুষের মত জীবন। স্বার্থপরের মত বেঁচে থাকার মানেই নেই। পোস্টের জন্য ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৭

অশোক বলেছেন: আগে জানতাম। আবারো পড়লাম।

ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

অন্তঃপুরবাসিনী বলেছেন: দুঃসাহসী বিমান সেবিকা!!!

পথে-ঘাটে বলেছেন: হে সাহসী নারী, যুগে যুগে তোমাকে চাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

প্রামানিক বলেছেন: দুঃসাহসী বিমান সেবিকা। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: "Her loyalties to the passengers of the aircraft in distress will forever be a lasting tribute to the finest qualities of the human spirit"

পাকিস্তান সরকার তাকে দেয় Tamgha-e-Insaniyat (pakistan) , মার্কিন সরকার দেয় Justice for Crimes Award (America).

সকল পদকের উর্ধে তার আত্মত্যাগ। অনন্য উদাহারন হয়ে কাল কালান্তরে বেঁচে রইবেন অনুপ্রেরণা এবং উপমা হয়ে।

তাঁকে অভিবাদন জানিয়ে আমরাই মহত্ত্ব শেখার প্রেরণা পাব। অভিবাদন নীরজা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: অভিবাদন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ নিস্বার্থ ভাবে মানুষের উপকার করে, নিজেদের সম্পদ, সর্বশক্তি ব্যয় করে মানবতাকে বাচায়, প্র‌য়জনে নিজের জীবন বিপন্ন করে হলেও মানুষের জীবন বাঁচায়।
আর কিছু ধার্মিক নামের মানুষ সোয়াব ও স্বর্গ লাভের আশায় আত্নঘাতি হতে প্রতি শুক্রবার মানুষ সহ নিজেকে মারতে পেটে বোমা বেঁধে মসজিদে বা বাজারে ঢুকে যায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: নত মস্তকে শ্রদ্ধা...!

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শ্রদ্ধা জানাই মহিয়সী নারীকে।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

অন্ধ জনা বলেছেন: Click This Link

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: এই পোস্ট পড়ে স্বতঃপ্রণোদিত হলাম। পোস্টে প্লাস+
অনেক অজানা তথ্য জানা হলো। ধন্যবাদ এই পোস্টের জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: হা: হা:
আমি তো ভুলেই গিয়েছিলাম ,আপনার মন্তব্য পড়ে উত্তর দিতে গিয়ে পোস্ট টা মনে পড়লো। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ খায়রুল আহসান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.