নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

জোকার নায়েক ( Boot Be Upon Him ) উবাচঃ

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪



জোকার নায়েক (Boot Be Upon Him ) উবাচঃ

সংগীত

ইসলামে সংগীত হারাম। Musical Instrument হারাম। মুমিন গন কেউ যেন ভুলেও হারমোনিয়াম, সেতার , সরোদ , গিটার, তবলা ইত্যাদি বাজাবেন না বা বাজানো শিখবেন না। রোমান্টিক বা ফিল্মি গান একেবারেই না না। এগুলি আপনাকে আল্লার থেকে অনেক অনেক দূরে নিয়ে চলে যাবে। তবে হাঁ ড্রাম বাজাতে পারেন কিন্তু একদিক খোলা হতে হবে......ডুম.. .ডুম ..ডুম ডুম ডুম .... ।

জোকার নায়েক এর জ্ঞানের আলোতে উদ্ভাসিত মুমিনরা জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দিন । এ গুলি বাজাতে বাদ্য যন্ত্র ব্যবহার হয়। নিজ নিজ দেশ যখন ক্রিকেট খেলতে যাবে তখন জাতীয় সংগীত বাজলে কানে আঙ্গুল দিন। অবশ্যই তার আগে আপনাকে জানতে হবে কাফির খৃস্টান দের আবিস্কার করা ক্রিকেট খেলা আপনাকে আল্লার আরও কাছে নিয়ে আসবে না অনেক অনেক দূরে ঠেলে দেবে।

ড্যান্স :

খবরদার না। একদম শরিয়া বিরোধী। জাহান্নাম নিশ্চিত। মহিলারা নাচ শিখবেন ? আপনারা না precious কমোডিটি ? আপনারা কি হিজাব করেন না ? আপনারা কি জানেন না নাচ হিজাব বিরোধি ? তবে হ্যাঁ বন্ধ ঘরে মহিলারা নিজ নিজ স্বামীর সাথে নাচ করতে পারেন।

জোকার নায়েকের ছাগলামী এখানে দেখুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.