নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

মূক এবং বধির পরিচালিত একটি অন্যরকম রেস্তোরাঁ –মিরচি ও মাইম

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩


৮০ সীটের এই রেস্তোরাঁ টি ২৭ জন মূক এবং বধির ছেলে মেয়ে দ্বারা পরিচালিত।

এটিতে প্রবেশ করার মুখে একঝাঁক ঝকঝকে ছেলে মেয়ে আপনাকে মাথা ঝুঁকিয়ে সাদরে অভ্যর্থনা করবে এবং আপনার রিসার্ভ করা নির্ধারিত বসার জায়গাটি দেখিয়ে দেবে।
যদি আপনার আগে থেকে রিজারভেশন করা না থাকে ,সমস্যা নেই আপনি মাথা নেড়ে ভিতরে প্রবেশ করে যান।


আসুন ,বসুন।
এই আপনার মেন্যুকার্ড -এই ভাবে অর্ডার দিয়ে দিন।

খাবার হাজির। শুরু করে দিন।
বিল কি বেশি হয়ে গেলো? যাগগে -কভি কভি এয়সা চলতা হ্যায়।

এটি মুম্বাইএর Powai নামক জায়গায় অবস্থিত। কখনো মুম্বাই এলে এখানে একবার ঘুরে যেতে পারেন ,নিশ্চিত এক অন্য অভিজ্ঞতা হবে।
"I’ve always believed that it is important to generate wealth for society at large and what better way than to start with, by employing those differently-abled."-রেস্তোরাঁ টির মালিক প্রশান্ত ইসার এর উক্তি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১২

সুমন কর বলেছেন: ভালো কাজ।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ সুমন কর ।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার উদ্যোগ।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ হাসান মাহবুব ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০

ভ্রমরের ডানা বলেছেন: ভাল পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.