নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

A Wednesday

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩


কোন এক বুধবার , সময় দুপুর /বিকাল ২-৬ টা।
পুলিশ কমিশনার এর কাছে ফোন। শহরের বিভিন্ন জায়গায় বম্ব প্ল্যান্ট করা আছে। যেকোন সময় মৃত্যু হতে পারে অসংখ্য নিরীহ মানুষের। এটা রোধ করার একটাই অপশন , ফোনের অপর প্রান্তের ব্যক্তিটির দাবী মতো জেলে বন্দী চার জন সন্ত্রাসবাদীকে এখনি মুক্তি দিতে হবে। কি করবে পুলিশ কমিশনার অথবা সরকার?

ভারতে অনেক সন্ত্রাসী হামলা হয়েছে ,প্রাণ গেছে অনেক নিরীহ মানুষের। যেকোন হামলার পর সাধারণ মানুষ গর্জে ওঠে , সন্ত্রাসী ধরা পড়লে তাকে ফাঁসী দিতে চায় নিকটবর্তী ল্যাম্পপোস্টে। কিন্তু দেশের সরকার তা হতে দিতে পারে না, কারণ সেটা হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। সন্ত্রাসবাদীও "মানুষ" ,তার আছে "মানবাধিকার"। সুতরাং সে পাবে বেনিফিট অফ ডিউ প্রসেস অফ ল। তার অপরাধের আইনি বিচার শুরু হবে , আইনজীবী নিয়োগের ক্ষমতা না থাকলে দেশের সরকার তাকে আইনি সহায়তা দেবে --লোয়ার কোর্ট , স্পেশাল কোর্ট ,হাই কোর্ট ,সুপ্রিম কোর্ট ,রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ইত্যাদি প্রভৃতি তে কেটে যাবে ১০,১৫ বা ২০ বছর। নিরীহ সাধারণ মানুষের কাছে বিচারের বাণী নীরবে ,নিভৃতে কেঁদে যাবে। কি করবে একজন সাধারণ মানুষ -আ স্টুপিড কমন ম্যান যে হারিয়েছে বন্ধু-বান্ধব অথবা আত্মীয় স্বজন কে ?

২০০৮ সালে মাত্র পাঁচ কোটি রুপী তে তৈরী এই মুভিটা টিপিকাল অন্য বলিউড মুভিগুলোর থেকে আলাদা। গাছের ডাল ধরে নায়িকার কোমড় জড়িয়ে নায়কের কোন রোমান্স নেই। এমনকি মুভিটির কেন্দ্রীয় চরিত্রটির কোন নামও নেই , হি ইস জাস্ট এ স্টুপিড কমন ম্যান।

মুভিটির মুখ্যভুমিকা গুলিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ এবং অনুপম খের।

অনেকেই হয়তো এটা দেখেছেন ,অনেকে হয়তো দেখেন নি। ইউটিউবে মুভি টা দেখতে পারেন ,লিংক এখানে। নেটএ আরো খোঁজাখুজি করলে এরথেকে বেটার কোয়ালিটি প্রিন্ট উইথ সাব টাইটেল পেতে পারেন।মুভি টা মোটামুটি দেড় ঘণ্টার। তো আর কী ? আজ বুধবারে সময় করে দেখে নিন সম্পূর্ণ অন্য ধরনের মুভি - A Wednesday .

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো মুভি! দেখেছি।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩

ঋদ্ধি বলেছেন: মুভিটা দেখেছি সম্ভাবত দু'বছর আগে। বেশ ভাল লেগেছিল। যদিও সন্ত্রাসবাদ, আতংকবাদ কখনই সমর্থণযোগ্য নয় তবুও ক্ষোভের প্রতিক্রিয়ার সাথে ভিন্নমত আছে। ভাল লাগার আরেকটি বড় কারন মুভিটিতে প্রেমের প্যানপ্যানানী নাই।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: -------ক্ষোভের প্রতিক্রিয়ার সাথে ভিন্নমত আছে। -----------
সহমত ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ ঋদ্ধি ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: চমৎকার একটা মুভি ।
এই বছরেও চমৎকার একটা মুভি তৈরি হয়েছে এরকম । মাদারী নামে ।
তবে A Wednesday বেশি ভাল !

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ অপু তানভীর ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

অগ্নি সারথি বলেছেন: আগ্রহী। ফুরসত খুজতাসি!

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ অগ্নি সারথি ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো ছবি।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

প্রণব দেবনাথ বলেছেন: ভালো মুভি।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ প্রণব দেবনাথ ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা সিনেমা।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ হাসান মাহবুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.