নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগই দেখি বেশী হিট -- তবে আর কী ফটোই দেখুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

১)আধুনিক যুগ : আয়না নেই ?ওয়েবক্যাম দিয়ে কাজ চালিয়ে নিন।


২) যদি হও সুজন ,তেঁতুল পাতায় নয় জন।


৩) সময় জানা নিয়ে কথা .....


৪)এই আই ফোন হোল্ডারটা কেমন?


৫) জীব দিয়েছেন যিনি পরিবহণ দেবেন তিনি ....


৬) সিট চুরি গেছে , চাকা তো আছে -- চালান গাড়ী ......


৭) ভবিষ্যতের তেন্ডুলকার , গো -কূলে বাড়িছে সে.......


৮) ড্রাইভিং স্কুল আর কেন যাবেন ,এখানেই শিখুন .......

৯) একঢিলে দুই পাখি.....

১০) সে দিন দুজনে দুলেছিনু ......


দেখলেন তো? এবার তালি বাজান , না বাজালে আমি শাপ দেব , পরের জন্মে লোকের বাড়ী বাড়ী গিয়ে বাজাতে হবে ! বাজান তালি !!!

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: বাজালাম তালি.............ছবিগুলো অর্থপূর্ণ এবং মজার।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: খালি তালি ?হাসিটা কোথায় গেল সুমন দাদা।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহাহাহা। হাসতে হাসতে শেষ!!!


বাইকটা পুরাই অস্থির। ফ্যামিলিতে সদস্য আরো বাড়লে আশা করি বস্তার সংখ্যা আরো বাড়বে। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ---হাহাহাহাহা। হাসতে হাসতে শেষ!!---
ব্যস ,ব্যস দিগন্ত বিদীর্ণ না হয়ে যায় দেখবেন ভাই। তালিটা কালকে বাজাবেন?বেশ তাই সই।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: পুরাই তালি। হুজুরের বস্তা বাইক ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ---পুরাই তালি।-----
সাথে পুরা হাসিও চলুক প্রামানিক ভাই।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মজার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ---হাঃ হাঃ হাঃ। মজার।--
আর আমার পাওনা তালিটা?

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

জনৈক অচম ভুত বলেছেন: তালি দিতে দিতে হাতের তালু ফাটিয়ে ফেলছিলাম আরেকটু হলেই। :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ভুতের হাসি দেখাবে নাকি?

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

কালসৃষ্টি বলেছেন: তালি তো অবশ্যই হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: -কালসৃষ্টি বলেছেন: তালি তো অবশ্যই হবে।--
হাসিটা কি কাল সৃষ্টি হবে? তবে তাই হোক..

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হা হা হা হা

রোজ রোজ কি হাসতে হাসতে আমি ইন্নানিল্লাহ হয়ে যাবো নাকি!

ঘড়িটার বুদ্ধি কি যে ক্রিয়েটিভ!!!!

আমি ভাবছি এখনি আমার দেওয়ালের অর্ধেক ঘড়ি ভেঙ্গে আমি এই রকম ক্রিয়েটিভ ঘড়ি বানাবো!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ----রোজ রোজ কি হাসতে হাসতে....--------
পঅঅসটো দেখতে পেলাম আপনি হাসির চোটে উল্টে গেলেন কিন্তু তালি বাজালেন না। চিটিং করলে খেলবো না......
জোকস আপার্ট , মন্তব্যের জন্য ধন্যবাদ শায়মা দিদি। ভালো থাকবেন।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

খোলা মনের কথা বলেছেন: মানুষ এতো ক্রিয়েটিভ হয় কেন রে ভাইয়ু।

ভবিষ্যতের তেন্ডুলকারের মনে হয় গরুর ক্রিয়েটিভ স্ট্যাপ দেখে মজা পেলাম। আচ্ছা ঐ স্ট্যাপে লাগলে আউট হবে, না গরুর হাম্বা বলতে হবে। এক ঢিলে দুপাখি আর কি, স্ট্যাপ হিসেবে কাজ করলো বোনাস হিসেবে আম্পায়ার..... =p~ =p~ =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ভবিষতের তেন্ডুলকর গো-কুলে ক্রিকেট খেলছে।শুধু স্টাম্পে বল লাগলে আউট না। ..গরুকেও হাম্বা বলতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ খোলা মনের কথা ভাই ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল। ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনার বিদ্যুৎ চমকের মতো সংক্ষিপ্ত মন্তব্য ভালো লাগলো বিদ্যুৎ ভাই।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এখানে এতো বিনোদন কেনে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: --এখানে এতো বিনোদন কেনে?..
নইলে তপস্যা ছেড়ে সাধু বাবা আসবে কেনে?

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

ই জাহিদ বলেছেন: ভাল লাগলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ----ভাল লাগলো...
লাগলো তাহলে?

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

গেম চেঞ্জার বলেছেন: =p~ =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: তালি না দিলে আপনার সাথে গেম খেলবো না...ঠিক আছে পরে বাজিয়েন।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

অভি চৌধুরী বলেছেন: হুম অনেক মজার পোস্ট।
ধন্যবাদ শেয়ার করার জন্য

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: অভি কভি তালি মারো .......
কমেন্ট করার জন্য ধন্যবাদ ব্রাদার।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক হাত মাউসে ছিল তো। তাই তালি দিতে পারিনি। এই যে এখন দিলাম। =p~

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

আরণ্যক রাখাল বলেছেন: হে হে।
তালিয়া :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

শামচুল হক বলেছেন: মজার পোষ্ট

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবি গুলো মজার। :)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

পথহারা মানব বলেছেন: জীব দিয়েছেন যিনি পরিবহণ দেবেন তিনি ....
হা হা হা....এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে।

শুধু মজারই ছিল না, অনেক ক্রিয়েটিভও ছিল।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: ফাটাফাটি কালেকশন।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: তালিয়া হপে......চলুক ফটু ব্লগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.