নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

মুরগীটা কেন রাস্তা পার হলো ???

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৫


প্লেটো : মুরগীটার কোন মহৎ উদ্দেশ্য ছিল।
এরিষ্টটল : মুরগীর স্বভাব রাস্তা পার হওয়া।
সক্রেটিস : মুরগী কেন রাস্তা পার হয় এটা নিয়ে গভীর ভাবে ভাবতে হবে।
কার্ল মার্ক্স : মুরগীর রাস্তা পার হওয়া একটা ঐতিহাসিক অবশ্যম্ভাবী ঘটনা।
আর্নেস্ট হেমিংওয়ে : বৃষ্টিতে মরার জন্য।
মাইলস ডেভিস : মুরগীটা একটা "মাদার -ফা..."।
আইনস্টাইন: মুরগীটা রাস্তা পার হয়ে ছিল না রাস্তা মুরগীর পায়ের নিচে সরে গিয়েছিল এটা বুঝতে "ফ্রেম অফ রেফারেন্স" বুঝতে হবে।
বুদ্ধ : এই ধরণের প্রশ্ন করা মানুষের মুরগী স্বভাবের পরিচয়।
মোহাম্মদ : মুরগী হালাল না হারাম এটা আগে ভাবতে হবে।
রামকৃষ্ণ : পৃথিবীতে যা কিছু হয় সবই মায়া।
এমারসন : মুরগীটা রাস্তা পার হয়নি ,রাস্তাকে ছাপিয়ে গিয়েছিল।
চার্লস ডিকেন্স : এই রাস্তাটা মুরগীর আগে পার হওয়া সমস্ত রাস্তার থেকে ভাল ছিল।
শেক্সপীয়ার : নরম পাখী শক্ত রাস্তা কেন পার হয় ?
ডারউইন : সময়ের সাথে সাথে প্রাকৃতিক নির্বাচনের ফলে মুরগীরা জীনগত ভাবে রাস্তা পার হওয়ার জন্য বিবর্তিত হয়েছে।
সিগমুন্ড ফ্রয়েড : ঘটনা হল মুরগীর রাস্তা পার হওয়ার আলোচনা অবদমিত যৌন চেতনার প্রকাশ।
মার্টিন লুথার কিং : আমি এমন পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মুরগীর রাস্তা পার হওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
অলিভার স্টোন : প্রশ্ন এটা নয় কি মুরগী কেন রাস্তা পার হল ,প্রশ্ন এটাই কি মুরগীর রাস্তা পার হওয়া দেখতে গিয়ে আমরা আর কার কার রাস্তা পার হওয়া দেখলাম না।
বিল গেটস : আমি সদ্যই অফিস -চিকেন ২০০০ রিলিজ করেছি যেটা ব্যবহার করলে আপনি চিন্তা মুক্ত হয়ে রাস্তা পার হতে পারবেন।
বিল ক্লিনটন : রাস্তা পার হওয়ার সময় মুরগীটা যে সংগ্রাম করছিল আমি তার ব্যথা অনুভব করতে পারি।
মনিকা লিউনস্কি : মুরগীটার ওই ব্যথাই একমাত্র ব্যথা নয়।
বিল ক্লিনটন : সেটা নির্ভর করে মুরগী বলতে আমরা কী বুঝি।

(ইন্টারনেট সংগ্রহ )

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২

সানজিদা আয়েশা শিফা বলেছেন: মার্টিন লুথার কিং : আমি এমন পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মুরগীর রাস্তা পার হওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।

এটাই মূল কথা হওয়া উচিত তাই না :)

মজার পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: মজার পোস্ট পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

কলাবাগান১ বলেছেন: ব্লগার চাদগাজী ভাই কি বলেন সেটা জানার ইচ্ছে রইল

১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "ব্লগার চাদগাজী ভাই কি বলেন সেটা জানার ইচ্ছে রইল"
চাঁদগাজী : জাতির সামর্থ্য ছিল মুরগীটাকে ট্রেনিং দেওয়ার এবং দানাপানি দেওয়ার। কিন্তু জাতি তা না করায় মুরগীটা মনের দুঃখে কোঁকর -কো করতে করতে রাস্তা পার হয়েছিল।

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৯

বাবাজান বলেছেন: আবালতাবুল... মজার পোস্ট নামে অনেকে কমেন্ট করেছে

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: যেমন আবালতাবুল পোস্টে আপনিও করলেন।

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



মুরগীটি খামার থেকে পালিয়ে যাচ্ছে, স্বাধীনতার আশায়।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: স্বাধীনতা হীনতায় কে বাঁচতে চায় রে কে বাঁচতে চায় ?

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:১৭

শেখ মিজান বলেছেন: বাবুরাম সাপুড়ে, কি প্রশ্ন বাপুরে?
দুটি বিষয় লক্ষ্যনীয়- ১। প্রশ্ন করার ক্ষমতা ২। প্রশ্নের মর্ম না বুঝে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা।
প্রশ্নকরার ক্ষমতা অর্জণ করা অত্যান্ত কঠিন কাজ, বিশ্বের যাহা কিছু সুন্দর ও শৈল্পিক সৃষ্টি, সব ১নং গুনের কারণে সম্ভব হয়েছে। তবে জেনেটিক ভাবে ৮০% প্রশ্ন করার ক্ষমতা ও সাহস রাখেন না। তারা ভিরু ও প্রশ্ন এড়িয়ে যেতে ভালোবাসেন।

মুরগি কেন রাস্তা পার হচ্ছে?
____ বেজি ম্যাম, বারাক ওবামা, ইউনুস চাচা অথবা এরশাদ কাকু ভালো বলতে পারতেন।

আমি ভাবছি পেছনের কথা, রাস্তা পার হওয়ার ২ ঘন্টা এই মরুগী যে ডিম দিয়েছে,
ঐ ডিমটি ফুটলে স্ত্রী নাকি পুরুষ বাচ্চা তৈরী হবে?

এই চিন্তায় ঘুম হারাম ...।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "ঐ ডিমটি ফুটলে স্ত্রী নাকি পুরুষ বাচ্চা তৈরী হবে।"
এইটা গবেষণার বিষয়।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:২৭

সায়েদা সোহেলী বলেছেন: আহারে বেচারা মুরগী , একটু মনের আনন্দে রাস্তা টাও পাড় হতে পারলো না !!! সোস্টের শিরোনাম য়ে গেলো !!! :((

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: খুব ভালো কমেন্ট করেছেন। আইনস্টাইনের পরেই আপনার টা আসবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.