নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

Who knows ? Only God knows ??

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

শ্রীনিবাসন রামানুজন কে পৃথিবীর এক শ্রেষ্ট গণিতজ্ঞ মানা হয়। মাত্র ৩৩ বছরের জীবনে তাঁকে বলা হত জিনিয়াস । সাধারণ মানুষরা নয় , তারা কিছু বুঝতো না , তাঁকে জিনিয়াস বলত পৃথিবী বিখ্যাত ম্যাথমেটিশিয়ানরা। তাঁর সম্পর্কে বই লেখা হয়েছিল : দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। ইন্টার মিডিয়েট পরীক্ষায় অংকে তাঁর মার্কস ছিল মাত্র ৫৭% ।

মহাত্মা গান্ধী দশম শ্রেণীতে ইতিহাসে ফেল করেছিলেন। লন্ডন থেকে ব্যারিস্টারী পাশ করার পর বসে বসে মাছি মারতেন। জীবনের প্রথম কেস এক বিধবা মহিলার হয়ে লড়েন। বম্বে হাইকোর্টে জজের সামনে সওয়াল করতে উঠে কোর্ট ভর্তি লোক দেখে তাঁর মুখ শুকিয়ে যায় ,হাঁটু কাঁপতে থাকে , কী বলতে হবে ভুলে যান। জজ বলেন : কেস ডিসমিসড। বিধবা মহিলাকে ফিসের টাকা ফেরত দেন।

ইতিহাসে ফেল করা মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে কোন ইতিহাস বই লেখা হয় না। জজের সামনে বলতে উঠে হাঁটু কাঁপতে থাকা গান্ধী হয়ে ওঠেন আসমুদ্র -হিমাচল ভারতের নেতা , শুধু কী ভারতের ? আইনস্টাইন বলে ছিলেন ........."Generations to come....... will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”

কলকাতার এক কেরানী এবং বোম্বেতে এক হবু ট্যাক্সি ড্রাইভার অমিতাভ বচ্চন হয়ে যান স্টার অফ দ্য মিলিয়েনিয়াম

দশম শ্রেণীতে অংকে ফেল করা , আফ্রিকায় পেট্রল পাম্প এটেন্ডেন্ট এক কিশোর ধীরুভাই আম্বানীর প্রতিষ্ঠিত কম্পানি রিলায়েন্সের মার্কেট ক্যাপ পৃথিবীর অনেক দেশের জিডিপির থেকে বেশি।

জীবনের কোন স্তরে গিয়ে এবং কেন লক্ষ কোটি সাধারণের মধ্যে এক- আধজন হয়ে যায় অসাধারণ? অর্ডিনারি থেকে এক্সট্রা-অর্ডিনারি ?
অসাধারণএর এই অথবা এক্সট্রা -অর্ডিনারীর এই এক্সট্রা কোথা থেকে আসে ? ভাগ্য ? ঈশ্বরের কৃপা ? মেহনত ? সুযোগের সদ্ব্যাবহার ? Who Knows ? নাকি খালি God Knows ??

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


চেস্টা ও সুযোগ, এই দুটোর সমন্ময়

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: চেষ্টা অনেকেই করে , সুযোগও অনেকেই পায় , এই দুয়ের সমন্বয়ও অনেকেরই হয় , কিন্তু এক্সট্রা অর্ডিনারি এদের সবাই হয় না , কেন? যারা ঈশ্বর মানে তারা বলে ঈশ্বরের কৃপা , অন্যরা বলে X ফ্যাক্টর।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

জাহিদ হাসান বলেছেন: চেষ্টাও দরকার, সুযোগও লাগবে।
শিরোনামটি ভালো লাগে নি। ইশ্বর অন্য একটি টপিক।
মানুষের ভাগ্য ইশ্বর মানুষের হাতেই ছেড়েছেন।
কর্মফল সবারই ভোগ করতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: চেষ্টা /সুযোগ অনেকেই করে/পায়। কিন্তু এই অনেকের সবাই অসাধারণ হয়ে ওঠে না। এর কারণ কি ?

"শিরোনামটি ভালো লাগে নি। ইশ্বর অন্য একটি টপিক।"

আসলে আমাদের সমাজ জীবনে যে জিনিসের আমরা ব্যাখ্যা জানি না বা দিতে পারিনা সেখানে আমরা বলি God Knows /ভগবান /আল্লাহ জানে। এই অর্থেই খালি God Knows ?? কথাটি ব্যবহার হয়েছে।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

এই আমি রবীন বলেছেন: আমাদের কাছে যখন যথেষ্ট ইনফো থাকে না, তখন আমরা বলি, God Knows. বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে এটা এখন জন্মের আগে জানা যায়। এমনকি ভ্রুণ ‘এনালাইসিস’ করেও ছেলে কি মেয়ে এটা বলা যায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

জেন রসি বলেছেন: আমি বিভিন্ন সময় বেশ কিছু বিষয়ে ফেল করেছিলাম। তার মানে আমার সফল হওয়ার সম্ভাবনাও বেশী। হাহাহা :P

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: নামের আগে একটা এক্সট্রা যোগ করলে সম্ভাবনা ০.৮ থেকে ১ হইতে পারে !

মানে বুঝতেই তো পারছেন অর্ডিনারী আর এক্সট্রা অর্ডিনারীর পার্থক্য তো শুধুই ওই এক্সট্রা !

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

অপ্‌সরা বলেছেন: তোমরা গড নিয়ে এত কিছু বলছো দেখো গড তোমাদেরকে কি করে !!!!!!! :(


@ বাবুরাম সাপুড়ে ভাইয়া, চাঁদগাজীভাইয়া, জাহিদভাইয়া, রবীনভাইয়া আর জিনিভাইয়া!!!!!!!!!




:P

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: দেখো গড তোমাদেরকে কি করে !!!!!!!
এই সেরেছে ,ভয় ধরিয়ে দেন কেন দিদি ? আমি বাপু কিছু লিখি নি।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

অপ্‌সরা বলেছেন: হুম গড খেপে গেলে কিন্তু ফেইল থেকে আর পাস করাবে না!!!!!!!


ওদের করেছেন করেছেন!!!!!!!!!



তাই বলে সবার করবে এমন কথা নাই!!!!!!!!!!!!!!!!! :P

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমি নামের আগে এক্সট্রা লাগিয়ে নিয়েছি । ওটাই আমার X ফ্যাক্টর। আমি পাস !

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৬

প্রবাসী দেশী বলেছেন: রাইট ওয়ে রাইট পাথ এ চেস্টা, সুযোগ ও অধ্যবসায় , সমন্ময়ে রাইট টাইমিং করে রাইট ক্লিক করতে পারলে ১ ইন এ মিলিয়ন এ একটা সুযোগ হয় কারো এই এক্সট্রা -অর্ডিনারী হবার।gates ...buffett দেড় দেখলে তো তাই বলে মনে হয় । সব অসাধারণ রাই কিন্তু সাধারণ , সব সাধারণ রা কিন্তু অসাধারণ নন। ..তাই আগে সাধারণ হতে শিখি , অসাধারণ হবাটা হয় তো সময় ই করে দেবে বা মিলিয়ে দেবে।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "সব অসাধারণ রাই কিন্তু সাধারণ , সব সাধারণ রা কিন্তু অসাধারণ নন। "
এইডা ঠিক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.