নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

এই পোস্ট নির্বাচিত পাতায় যাবেই যাবে !!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২


আমি দেখছি হালকা-পুলকা পোস্ট মডারেটরদের বেশী পছন্দ। সিধা নির্বাচিত পাতায় পাঠিয়ে দেয়। পাঠকগণও লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দেয়। তাই মজার কিছু ট্রাই করা যাক।

১) উগান্ডা দেশের বুগান্ডা রাজ্যের লোকজন লুগান্ডা ভাষায় কথা বলে।

২) দাবা খেলতে ভালোবাসেন ? প্রথম ১০ টি চাল কতরকম ভাবে দিতে পারেন? কম্পিউটর মহাশয় পারে ১৬৯,৫১৮,৮২৯,১০০,৫৪৪,০০০,০০০,০০০,০০০,০০০ এত রকম ভাবে।

৩) একটা খবরের কাগজের পাতাকে যদি ৫০ বার ভাঁজ করা যায় , সেটা কত মোটা হবে? মানে কত ইঞ্চি বা কত ফুট ?
এই দূরত্ব চাঁদ ছুতে পারবে। গানিতিক ভাবে প্রমান করতে পারি।

৪) ফিঙ্গার প্রিন্ট সবাইকার ইউনিক ,আর কি ইউনিক ? হ্যাঁ , আমাদের সবাইকার টাং প্রিন্টও ইউনিক। তাহলে পরেরবার মোবাইল কানেকশন /পাসপোর্ট ইত্যাদির জন্য জিভ দিয়ে কাজ চলতে পারে।

৫) অনেকেরই অনেকরকম ফোবিয়া থাকে। এই গুলো কার কার আছে হাত তোলেন।
নোমো -ফোবিয়া : মোবাইল ফোনের সিগন্যাল হারানোর ফোবিয়া।
কলিজাইনেপ-ফোবিয়া : সুন্দরী মহিলা দেখে ভয় পাওয়ার ফোবিয়া।
ফোবো -ফোবিয়া : ফোবিয়া হওয়ার ফোবিয়া।

৬) গড়পড়তা মহিলারা পুরুষদের থেকে দ্বিগুণ বেশী চোখ পিট -পিট করে কিছু দেখার সময়।

৭) কিছু প্রজাতির পুরুষ সিংহ দিনে ৫০ বার পর্যন্ত সঙ্গম করতে পারে তার সঙ্গিনীদের সাথে।বাপরে বাপ, এমনি এমনিই বনের রাজা !

৮) এই মুহুর্তে পৃথিবীর প্রায় ২০ কোটি মানুষ অভুক্ত দিন কাটায় কিন্তু প্রতিদিন পৃথিবীর প্রায় ২০% খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয় অথবা নষ্ট হয়।

৯) পৃথিবীতে প্রতি মানুষের জন্য প্রায় ১৬ লক্ষ পিঁপড়ে আছে।

১০) গড়পড়তা এক বছরে এক সাধারন মানুষ খাদ্যের সাথে সাথে ১২ টি ইয়ে ..মানে হিন্দি চুল খেয়ে ফেলে। ওয়াক থু !

বাকী পরে হইবেক।

এখন তাহলে হয়ে যাক দশটা লাইক আর বিশটা কমেন্ট !!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: তবুও যাক নির্বাচিত পাতায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: প্রথম পাতাতেই নেই! টাইম স্ট্যাম্প সিকোয়েন্স অনুযায়ী এটার ৬ নম্বর পেজে থাকার কথা , মানে মানে অন্যানো ব্লগারের আমার ঠিক আগে এবং পরে দেওয়া পোস্ট আছে , কিন্তু এটা নেই। মডারেটর কি হঠিয়ে দিয়েছেন?মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

আহা রুবন বলেছেন: বেশ মজার! শেষে এসে ছ্যাড়াব্যাড়া করলেন!! X(

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: শেষে এসে কোনটা?খাদ্যের সাথে সাথে ১২ টি ইয়ে.....? এটা ফ্যাক্ট। আমাদের আরো হাইজেনিক হতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: প্রাণ খুলে হাসা স্বাস্থ্যের পক্ষে ভালো।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

জেন রসি বলেছেন: হাহাহা.... বুঝা যাচ্ছে নির্বাচিত পাতা নিয়ে আপনার আক্ষেপ আছে। তবে আমার একটা প্রশ্ন আছে। ভারী পোস্ট কাকে বলে? মানে পোস্টে কি থাকলে আপনি তাকে ভারী পোস্ট বলবেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ------আপনার আক্ষেপ আছে.
আক্ষেপ তো কত কিছু নিয়েই রে ভাই। ..বস্তুগত , ভাবগত ........
কিন্তু কবি আবার গেয়ে গেছেন --সব পেলে নষ্ট জীবন। .. কি যে করি!

যে পোস্ট পড়ার পর হেসে উড়িয়ে দেয়া যায় তাই হালকা -পুলকা আরকি !

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

অপ্‌সরা বলেছেন: আহারে ভাইয়া আমি এইমাত্র ৪ টা দিলাম তোমার অবশ্যসম্ভাবী ভবিষ্যবাণী মডুভাইয়ারা নাকচ করিয়া দিলো!!!!!!!!!!:(

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: মডুরা বায়াসড। আমার হালকা -পুলকা পোস্ট কে ফু মেরে উড়িয়ে দিলো।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

অপ্‌সরা বলেছেন: আহালে ভাইয়া!!!!!!!!! :P

২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমার পরের পোস্ট মডুরা নির্বাচিত পাতায় স্থান দিয়েছে। আমি তো সবসময়ই বলি মডুরা খুব ভালো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.