নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

সময় এখানে থমকে গেছে ৭০,০০০ বছর আগে .....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬



সময় এখানে থমকে গেছে ৭০,০০০ বছর আগে।

হ্যাঁ , ঠিক পড়েছেন। পৃথিবীর এই জনজাতির জন্য সময় থেমে আছে এই আন্দামানে। এরা জারোয়া -- এই আধুনিক আমাদের পূর্বপুরুষ। বর্তমান আমাদের এই আধুনিক ,তথাকথিত সভ্য ,শিক্ষিত ,চাঁদে ,মঙ্গলে উপগ্রহ পাঠানো , কম্পিউটার -ইন্টারনেট চালানো উত্তর পুরুষদের থেকে তাদের দূরত্ব লক্ষ আলোকবর্ষ। প্রকৃতির অংশ হয়ে গভীর জঙ্গলে তারা বেঁচে আছে একই ভাবে হাজার হাজার বছর ধরে আন্দামানের জঙ্গলে। সংখ্যায় তারা মাত্র ৩৫০-৪০০।


এনথ্রোপোলজিস্টরা অনুমান করেন প্রায় ৬৫-৭০ হাজার বছর আগে আফ্রিকার কোনো গহীন জঙ্গল থেকে যে কোন কারণে বা যেকোন ভাবে সমুদ্রে ভাসতে ভাসতে তারা আসে আন্দামানে। আফ্রিকা থেকে আন্দামান এই হাজার হাজার কি.মি পথ তারা কি ভাবে পাড়ি দিয়ে ছিল ,তাদের সংখ্যা তখন কত ছিল তার কোন তথ্য নেই কারও কাছে।


হাজার হাজার বছর ধরে তারা বাস করছে একই ভাবে। আধুনিক মানুষের পোশাক -পরিচ্ছদ তাদের কাছে অজানা , জঙ্গলে গাছের পাতা বা ছাল দিয়ে বানানো তাদের পরিধান , অধিকাংশ সময়ে তারা সম্পুর্ণ উলঙ্গ থাকতে পছন্দ করে। তারা hunter -gatherer , বন্য শূকর ,হরিণ , লিজার্ড এবং সামুদ্রিক মাছ এবং কচ্ছপ শিকার করে। সভ্য জগৎ এবং তার সভ্য মানুষদের তারা পছন্দ করে না , তীর -ধনুক নিয়ে তেড়ে যায়।



জারোয়াদের বর্তমান বাসস্থান :



এরা বাস করে সংরক্ষিত বনাঞ্চল , প্রায় ৯০০ বর্গ কিলোমিটার বিস্তৃত আন্দামান দ্বীপের জারোয়া রিসার্ভ ফরেস্টে। আন্দামান দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে আছে এর প্রধান শহর পোর্ট -ব্লেয়ার। এটি ভারতীয় নেভীর একটি বেস। বেশ কয়েক বছর আগে আন্দামান প্রশাসন নির্বুদ্ধিতার চরম পরিচয় দিয়ে উন্নয়নের নামে পোর্ট -ব্লেয়ার এবং উত্তর আন্দামান মধ্যে তৈরী করে এক সংযোগ কারী রাস্তা -আন্দামান ট্রাঙ্ক রোড যার প্রায় ৬০ কি.মি গেছে জারোয়া রিসার্ভ ফরেস্টের ভিতর দিয়ে।


এই ট্রাঙ্ক রোড বিভিষীকা নিয়ে আসে জারোয়াদের আদিম ,প্রাকৃতিক জীবনে। আধুনিক সভ্য ট্যুরিস্ট /বহিরাগতরা হাজারে হাজারে ধেয়ে আসে ভারত এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে।ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে অসংখ্য ট্যুর -অপারেটর , তারা চালু করে জারোয়া রিসার্ভ ফরেস্টে জঙ্গল -সাফারী। ট্যুরিস্টরা আসে তাদের খাদ্য নিয়ে ,বস্ত্র নিয়ে ,নেশা করার সামগ্রী এবং মানষিক বিকৃতি নিয়ে। অভিযোগ ওঠে জারোয়া শোষণের ,তাদের নেশা করানোর ,খাদ্যের বিনিময়ে তাদের নাচ করানোর এবং শ্লীলতাহানীর।প্রমাদ গনেন পরিবেশবিদরা।

আন্দামান ট্রাঙ্ক রোড এবং জঙ্গল -সাফারী বন্ধ করার জন্য মামলা হয় সুপ্রিম কোর্টে ২০১৩ সালে । কোর্ট জঙ্গল সাফারী বন্ধ করে , ট্যুরিস্টদের জারোয়া দের সাথে কোনোরকম সম্পর্ক এমনকি জঙ্গলে তাদের ফটো তোলা বে-আইনি ঘোষিত হয়।


ট্রাঙ্ক রোড বন্ধ হয় না , পুলিশ পাহারায় দিনে ষাটটি গাড়ী এই রাস্তায় চলাচলের অনুমতি দেয় , জারোয়াদের সাথে ট্যুরিস্ট /বহিরাগতদের কোন রকম ইন্টারঅ্যাকশন এখন শাস্তিযোগ্য অপরাধ।



সভ্য সমাজ বিতর্ক করে তাদেরকে কি ওই ভাবেই থাকতে দেওয়া উচিত যে ভাবে তারা ৭০ হাজার বছর ধরে আছে না তাদের সভ্য সমাজের অংশীদারি করা দরকার। তাদের পোশাক -পরিচ্ছেদ ,শিক্ষার আলো , আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া উচিত না সংরক্ষিত বনে আদিম জীবনই ভাল। বিশেষজ্ঞ দের মধ্যে এই বিতর্কে কোন সহমত নেই।

পৃথিবীর বেশীরভাগ হিউমান রাইটস অর্গানাইজেশন এবং এনথ্রোপোলজিস্টরা বলেন ( এটাই মেজরিটি ভিউ ) এরা যে ভাবে আছে সে ভাবেই থাকতে দেওয়া উচিত। অভিজ্ঞতা বলে আধুনিক সভ্য জগৎ এবং মানুষের সাথে তাদের সংযোগ এই আদিম জনজাতিদের পক্ষে ভীষণ ক্ষতিকর। পৃথিবীর অনেক প্রান্তে অসংখ্য আদিম জনজাতি এর ফলে বিলুপ্ত হয়ে গেছে।

কয়েক বছর আগে আন্দামান প্রশাসন এই আদিম জনজাতিদের ভবিষৎ পরিকল্পনা ঠিক করতে এক আন্তর্জার্তিক কনফারেন্সএর আয়োজন করে যেখানে পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞ এনথ্রোপোলজিস্ট ,হিউমান রাইটস বিশেষজ্ঞ এবং পলিসি মেকাররা অংশগ্রহণ করে। এখানে নির্ধারিত হয় যে জারোয়া দের সভ্য জগতের সাথে সম্পর্কে উৎসাহিত করা উচিত কিন্তু সেটা কি ভাবে , কতটা সময় নিয়ে এবং সভ্য জগতের সঙ্গে কতটা যুক্ত হবে সেটা জারোয়ারাই ঠিক করবে।সরকারের তাদের ওপর কিছু চাপিয়ে দেওয়ার কোন জায়গা নেই। ভারত সরকার এই মতামত গ্রহণ করে। বর্তমানে জারোয়া অধ্যুষিত অঞ্চলে এই সব কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

১) জারোয়া দের সাথে আলোচনা করে তাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষার বই বানানো হচ্ছে।
২) জারোয়া অঞ্চল সংলগ্ন স্থানে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। নন -ট্রাইবাল রোগীদের সেখানে প্রবেশ নিষেধ।
৩) পৃথিবী জুড়ে অন্য প্রিমিটিভ জনজাতিদের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে তাদের টিকাকরণের আওতায় আনা হলে তাদের প্রিজারভেশন বেটার হয়। এখানেও সেই চেষ্টা করা হচ্ছে।

জওহরলাল নেহেরু একদা বলেছিলেন -I don't want these tribes to be kept in a zoo nor to be made into our own clones .
আমিও তাই মনে করি। এরা কোন বাঘ ,সিংহ ,গন্ডার নয় যে এদের সংরক্ষিত বনে রাখতে হবে। আবার এদের আধুনিক সভ্য মানুষের ক্লোন বানিয়ে আমাদেরই একজন বানানোর দরকার নেই। এদের অস্তিত্বই তাহলে বিপন্ন হবে।

মন্তব্য ৩৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

লুসিফার ০১ বলেছেন: অজানা তথ্য! ভালো ছিলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

খোলা মনের কথা বলেছেন: জারোয়াদের সম্পর্কে অনেক কিছু জানা হল। বর্তমান যুগেও এমন অধিবাসীদের কথা চিন্তা করা যায় না।

বিশ্বসংস্থা গুলো তাদের জন্য কাজ করা উচিৎ। মঙ্গল, বুধ, চাঁদ জয়ের থেকে তাদের একটা সুন্দর জীবন ব্যবস্থা দেওয়া প্রয়োজন বেশি....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
.............তাদের একটা সুন্দর জীবন ব্যবস্থা দেওয়া প্রয়োজন বেশি.... সুন্দর জীবন ব্যবস্থা মানে কি ধরণের জীবন ব্যবস্থা ?

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: বাবুরাম সাপুড়ে১ ,




ঘরের কাছের এমন একটি অজানা বিষয় জানিয়ে শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
তবে এই কামড়া-কামড়ির জগতে আসল সত্যটা এই -

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। আসলেই আমাদের সভ্য জগত কামড়াকামড়ি করার জগত। ধর্ম নিয়ে ......সম্পদ নিয়ে .....আসলে আমরা উন্নত তো .....
আমার মতামত নিচের কমেন্ট এ দেখুন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

জেন রসি বলেছেন: জারোয়াদের সম্পর্কে কিছু তথ্য জানতাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

সভ্য সমাজ বিতর্ক করে তাদেরকে কি ওই ভাবেই থাকতে দেওয়া উচিত যে ভাবে তারা ৭০ হাজার বছর ধরে আছে না তাদের সভ্য সমাজের অংশীদারি করা দরকার। তাদের পোশাক -পরিচ্ছেদ ,শিক্ষার আলো , আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া উচিত না সংরক্ষিত বনে আদিম জীবনই ভাল। বিশেষজ্ঞ দের মধ্যে এই বিতর্কে কোন সহমত নেই।

এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমার মতামত নিচের কমেন্ট এ দেখুন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: আমার মনে হয় ওদেরকে বন্য জগত ছেড়ে সভ্য জগতেই আনা উচিৎ!


আমার মনে হচ্ছে অনেক কষ্টেই আছে তারা ভাইয়া!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। সভ্য জগতে আমরা তথাকথিত সভ্যরা কতটা ভালো আছি ? নিচে আমার মতামত দেখুন।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


দাদারা মানুষের খোলা চিড়িয়াখানা খোলা রেখে যা আয় করছে, পুরোটাই ক্রমিক্যাল কাজ; এই মানুষগুলোকে আধুনিক জীবনে আনা দাদাদের দায়িত্ব; না হয়, সামনের দিনগুলোতে বিচারের সন্মুখীন হবেন দাদারা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনার কমেন্ট না এলে এই ব্লগের কোন পোস্ট পূর্ণতা পায় না। নিচে আমার মন্তব্য দেখুন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: জারোয়াদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। নিচে আমার মন্তব্য দেখুন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

সামিয়া বলেছেন: চমৎকার পোস্ট , অনেক কিছু জানলাম, ওদের আধুনিক উন্নত জীবন কাম্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ। আধুনিক জীবন নয় ওদের জন্য ওদের উপযুক্ত জীবন দরকার। নিচে আমার মন্তব্য দেখুন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওদের সভ্য করার জন্য খ্রিষ্টান মিশনারীদের দায়িত্ব দিলে ভাল ফল পাওয়া যেতে পারে। এক্ষেত্রে তাদের সফলতার হার উল্লেখ যোগ্য। পৃথিবীর উপজাতি, আদিবাসীদের সভ্য করার দায়িত্ব স্বয়ং ঈশ্বর তাদের উপ্রে ন্যাস্ত করেছে। আই লাইক ইট। ঈশ্বরের অনুসারী দরকার। সেটি করতে গিয়ে যদি কিছু বন্য মানুষ সভ্য হয় খারাপ কিসের!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ....ওদের সভ্য করার জন্য খ্রিষ্টান মিশনারীদের দায়িত্ব দিলে ভাল ফল পাওয়া যেতে পারে।
ঠিক বলেছেন।

তার থেকেও ভাল একমাত্র সত্য ধর্মের অনুসারীদের দায়িত্ব দিয়ে এদের তার সুশীতল ছায়াতলে নিয়ে আসা। জঙ্গলে আজকাল বড্ড গরম। ধর্ম না মানলে ওরা সভ্য হবে কি করে। কমেন্ট করার জন্যে ধন্যবাদ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: পৃথিবীর বেশীরভাগ হিউমান রাইটস অর্গানাইজেশন এবং এনথ্রোপোলজিস্টরা বলেন ( এটাই মেজরিটি ভিউ ) এরা যে ভাবে আছে সে ভাবেই থাকতে দেওয়া উচিত। অভিজ্ঞতা বলে আধুনিক সভ্য জগৎ এবং মানুষের সাথে তাদের সংযোগ এই আদিম জনজাতিদের পক্ষে ভীষণ ক্ষতিকর। পৃথিবীর অনেক প্রান্তে অসংখ্য আদিম জনজাতি এর ফলে বিলুপ্ত হয়ে গেছে।

কয়েক বছর আগে আন্দামান প্রশাসন এই আদিম জনজাতিদের ভবিষৎ পরিকল্পনা ঠিক করতে এক আন্তর্জার্তিক কনফারেন্সএর আয়োজন করে যেখানে পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞ এনথ্রোপোলজিস্ট ,হিউমান রাইটস বিশেষজ্ঞ এবং পলিসি মেকাররা অংশগ্রহণ করে। এখানে নির্ধারিত হয় যে জারোয়া দের সভ্য জগতের সাথে সম্পর্কে উৎসাহিত করা উচিত কিন্তু সেটা কি ভাবে , কতটা সময় নিয়ে এবং সভ্য জগতের সঙ্গে কতটা যুক্ত হবে সেটা জারোয়ারাই ঠিক করবে।সরকারের তাদের ওপর কিছু চাপিয়ে দেওয়ার কোন জায়গা নেই। ভারত সরকার এই মতামত গ্রহণ করে। বর্তমানে জারোয়া অধ্যুষিত অঞ্চলে এই সব কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

১) জারোয়া দের সাথে আলোচনা করে তাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষার বই বানানো হচ্ছে।
২) জারোয়া অঞ্চল সংলগ্ন স্থানে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে। নন -ট্রাইবাল রোগীদের সেখানে প্রবেশ নিষেধ।
৩) পৃথিবী জুড়ে অন্য প্রিমিটিভ জনজাতিদের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে তাদের টিকাকরণের আওতায় আনা হলে তাদের প্রিজারভেশন বেটার হয়। এখানেও সেই চেষ্টা করা হচ্ছে।

জওহরলাল নেহেরু একদা বলেছিলেন -I don't want these tribes to be kept in a zoo nor to be made into our own clones .
আমিও তাই মনে করি। এরা কোন বাঘ ,সিংহ ,গন্ডার নয় যে এদের সংরক্ষিত বনে রাখতে হবে। আবার এদের আধুনিক সভ্য মানুষের ক্লোন বানিয়ে আমাদেরই একজন বানানোর দরকার নেই। এদের অস্তিত্বই তাহলে বিপন্ন হবে।

এদের সম্পর্কিত কিছু ইউটিউব ভিডিও দেখুন :
Unexplored shores where the Jarawa tribe lives
interaction of Jarawa tribe with the outer world
Jarawa tribes' contact with the outside world



১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টটি ভালো লেগেছে। আপনার মন্তব্যে যে মতামতটি দিয়েছেন, তা চাইলে মুল পোস্টেও যুক্ত করতে পারেন। পাশাপাশি আপনাকে জানাতে চাই যে, আপনার এই লেখাটি সামহোয়্যারইন ব্লগের অফিসিয়াল পেইজে শেয়ার করা হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ। আপনার সাজেশন মেনে আমার মন্তব্য মূলপোস্টে যুক্ত করছি।
অফটপিকঃ আচ্ছা আপনিই কি এই সামু ব্লগের "মডু" ? চাইলে উত্তর নাও দিতে পারেন।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: অজানা কথা জানা হলো। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্তর হাজার বছর ধরে এরা এদের নিজেদের মতো করে আন্দামানের জঙ্গলে বসবাস করছে। এই দীর্ঘ সময়ে এদের নিজস্ব কালচার গড়ে উঠেছে। এই কালচার ভেঙ্গে এদেরকে সভ্য মানুষ বানানোর চেষ্টা করাটা মূর্খতা ছাড়া কিছুই নয়। আমি এই চেষ্টার নিন্দা করি। এদেরকে এদের মতোই থাকতে দেওয়া উচিৎ কোনরকম ডিস্টার্ব ছাড়াই। তা' না হলে এরা একদিন বিলুপ্ত হয়ে যাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "এই কালচার ভেঙ্গে এদেরকে সভ্য মানুষ বানানোর চেষ্টা করাটা মূর্খতা ছাড়া কিছুই নয়। আমি এই চেষ্টার নিন্দা করি। "
আমিও তাই মনে করি। কিন্তু এটাও ঠিক যে জারোয়ারা কোন জীব -জন্তু নয় যে যে এদেরকে গভীর জঙ্গলে সংরক্ষিত রাখতে হবে।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতির সাথে মিশে থাকা প্রকৃতির সন্তান !

দারুন অজানা জানা হল । জানানোয় ধন্যবাদ।


++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "প্রকৃতির সাথে মিশে থাকা প্রকৃতির সন্তান ! "
দারুন বলেছেন ,ধন্যবাদ।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গুরুত্বপূর্ণ একটি পোস্ট। অসংখ্য চিন্তার খোরাক। ভালো লেগেছে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৪

আবু মুছা আল আজাদ বলেছেন: ভালই লাগল। নতুন তথ্য পেলাম।
তবে জারোয়াদেরকে কি আচ্ছা করেই ঐভাবে রাখা হয়েছে? কারন তারা তো এখন অন্য সমাজের সাথেও পরিচিত হচ্ছে । তবে তারা তাদের ইচ্ছামত থাকলে ভাল।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "তবে তারা তাদের ইচ্ছামত থাকলে ভাল। "
তাদেরকে নিজেদের ইচ্ছামতো রাখার চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.