নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিমানদের দেশ এবং বোকাদের দেশ

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫


কয়েক হাজার বুদ্ধিমান এবং স্মার্ট লোকজনকে একটা ছোট , প্রাকৃতিক সম্পদহীন দেশে ভরে দিয়ে যদি তাদের ন্যাচারাল ক্ল্যামিটি অথবা শত্রু দেশের থেকে অস্তিত্বের সংকটের ভয় ধরিয়ে দেওয়া হয় ,তখন তারা কি করে?
প্রথমে তারা নিজেদের সুরক্ষিত করে , শিক্ষিত হয় এবং ব্যবসা -বাণিজ্য করে, ধনী হয় এবং উন্নত জীবন যাপন করে।

কিন্তু উল্টোদিকে কয়েকহাজার ধর্মান্ধ ,মাথামোটা ( ধর্মান্ধ হলে মাথামোটা হবেই -এটা পরীক্ষিত সত্য ) লোকজনকে ওই একই ধরণের ছোট দেশে রেখে অস্তিত্বের সংকটের ভয় ধরিয়ে দেওয়া হয় ,তারা কি করে ? নিজেদের মধ্যেই মারা-মারি , হানাহানি,কাটাকাটি করে দেশটাকে নরক -গুলজার করে তোলে ।

ছোট্টদেশ হল্যান্ড বা নেদারল্যান্ড বছরের পর বছর সমুদ্রের কবল থেকে তাদের অস্তিত্বই রক্ষা করেছে তাই নয় ,অতীতে অনেক বড়দেশকে কলনাইজড করেছে।কোনরকম প্রাকৃতিক সম্পদ ছাড়াও এটা ইউরোপের এক অতি উন্নত দেশ।

৭৫ লক্ষ জনসংখ্যার দেশ ইসরায়েল তাদের থেকে ৬৫ গুন বড় আরবদেশগুলো থেকে নিজের অস্তিত্ব শুধু রক্ষা করেছে তাই নয় , বর্তমানে দুনিয়ার অন্যতম বেশী নতুন ব্যবসা বা স্টার্টআপ এবং টেকনোলজিক্যাল ইনোভেশন সে দেশেই তৈরী হয়।

জাপানের মত দেশ যা কত গুলো দ্বীপের সমষ্টি ,যা অত্যন্ত ভাবে ভূমিকম্পপ্রবন এবং মোটামুটি শূন্য প্রাকৃতিক সম্পদের দেশ এশিয়ার মধ্যে থেকেও প্রথম বিশ্বের ধনী দেশ হয়ে যায়। যেকোন ইকোনমিক জার্নালে "এশিয়া এক্স -জাপান" টার্ম টার সাথে অনেকেই হয়তো পরিচিত।

আর ওই সিঙ্গাপুর ? বছর পঞ্চাশ আগেও যা ছিল একটা ফিশিং ভিলেজ , খাবার জল পর্যন্ত যে দেশে আমদানী করতে হয় ,সেটা বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশ এবং গ্লোবাল ট্রেডিং হাব।

---আর ওই অস্তিত্বের সংকটে থাকা ধর্মান্ধ ,মাথামোটা লোকজনদের দেশগুলো ? অনেকগুলো দেশই তো আছে .......থাক ,ওগুলো নিয়ে আরেকদিন লিখবো।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

আরণ্যক রাখাল বলেছেন: নজরুলই বলেছিল বোধহয় কথাগুলো-
'বিশ্ব যখন এগিয়ে চলেছে
আমরা তখন বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি
কুরান-হাদিস চষে

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: নজরুল বলেছিলেন বটে। ধার্মিক ছিলেন তো ধর্মান্ধ ছিলেন না।

২| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু উল্টোদিকে কয়েকহাজার ধর্মান্ধ ,মাথামোটা ( ধর্মান্ধ হলে মাথামোটা হবেই -এটা পরীক্ষিত সত্য ) লোকজনকে ওই একই ধরণের ছোট দেশে রেখে অস্তিত্বের সংকটের ভয় ধরিয়ে দেওয়া হয় ,তারা কি করে ? নিজেদের মধ্যেই মারা-মারি , হানাহানি,কাটাকাটি করে দেশটাকে নরক -গুলজার করে তোলে । বাস্তবতা এমনটাই। তবে তারা ধর্ম বুঝেনা বলেই এমন করে। আর যারা উন্নত তাদের সব দেশেই ধর্ম আছে। তারা ধর্ম বুঝে বলেই এমন করে না। কারণ ধর্ম নিজেদের মাঝে মারামারি করতে বলে না। আমি কোন ধর্মে এমন দেখিনি।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধর্ম মানা ব্যক্তি বুদ্ধিমান হতে পারে ,নাও পারে.....কিন্তু ধর্মান্ধ ব্যক্তি মাথামোটা হবেই।
ধর্মান্ধতা মানুষের এনালিটিক্যাল থিংকিং এবং লজিক্যাল রিসনিং কে নিরুৎসাহিত করে। এই দুটো জিনিস ছাড়া সভ্যতার অগ্রগতি হয় না।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে কি ঘটছে, সেটা যেন বাংলাদেশ, সোমালিয়া বা আফগানিস্তানের লোকজন বুঝতে না পারে, সেটার ব্যবস্হা করে রেখেছে এইসব দেশের সরকারেরা।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: "........লোকজন বুঝতে না পারে, সেটার ব্যবস্হা করে রেখেছে এইসব দেশের সরকারেরা "
যত দোষ নন্দ ঘোষ ? পাবলিক গেট দা সরকার দে ডিসার্ভ !

৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

কামালপা বলেছেন: আপনি ধরে নিয়েছেন আপনার দেশ খুব উন্নত? ফাজলামীর জায়গা পান না?

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমাদের দেশের ৯০% লোক ধর্মান্ধ এবং মাথামোটা ,আমরা তাই তৃতীয় বিশ্ব। আপনি কোন বিশ্বের ?

৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: চাদগাজী সাহেব এর কথা মতে সবই সরকারের দোষ......

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: চাদগাজী সাহেব বুদ্ধিমান ব্যক্তি।

৬| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

আবদুল মমিন বলেছেন: ভাই লিখাটা পড়ে ভালো লাগলো , আরো কিছু যানার জননো যদি কিচু উধারন দিতেন তা হলে খুবই ভালো হোত , যেমন ধারমিকতা কাকে বলে ? ধরমানধতা কাকে বলে ? বাংলাদেশের কয়েক জন ধারমিকের নাম বলুন সাথে সাথে কয়েক জন ধরমানধের নাম বলুন যাতে করে আমরা তাদের থেকে দুরে থাকতে পারি ।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধর্মান্ধ ব্যক্তির উদাহরণ জানতে চান ? ওই যে ছোট ভাইয়ের প্যান্ট আর বড়ভাইয়ের কোট পড়ে , ছাগুলে দাড়ি দুলিয়ে যে টিভিতে বলতো মুসলমানরা ২+২=৪ আর অন্যরা ২+২=৩ , আর লক্ষ লক্ষ ফলোয়ার ছিল , কি যেন নাম ছিল তার ? আপনি তার ফলোয়ার ছিলেন নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.