নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

Ambush Bay 1966(WW2) জাপানের দখলকৃত ফিলিপাইনে মার্কিন কমান্ডো অভিযান(ব্লগে ৮ বছর উপলক্ষে বিশেষ পোষ্ট)!

২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৬









১৯৪৪ সালে জাপান অধিকৃত ফিলিপাইনে অভিযান চালিয়ে দেশটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় মার্কিনিরা। এই অভিযানের মূলে সেনাবাহিনীর General Douglas MacArthur যে এশিয়া প্যাসিফিকের সুপ্রীম কমান্ডার এবং নৌবাহিনীর Admiral Chester W. Nimitz ছিল। এই মুভির ঘটনায় দেখা যায় একদল স্পেশাল মেরিন কমান্ডো বাহিনী পাঠায় মার্কিনিরা। তাদের কাজ ছিল ফিলিপাইনের গেরিলাদের (প্রতিরোধ যোদ্ধা) একজন যে কিনা গুপ্তচর তার থেকে জাপানী সামরিক বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রেডিও ম্যাসেজের মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করা। বোঝাই যায় ফিলিপাইনে যাতে মার্কিন অভিযান চালিয়ে ঠিক মত তথা কম ক্ষয়ক্ষতিতে জাপানীদের বিরুদ্ধে সফল হওয়া। আকাশ ও সাগর পথ দিয়ে এবং গেরিলাদের সহযোগীতায় ৯ জন মেরিন কমান্ডোর দল প্রবেশ করে। পরে পথে পথে বিভিন্ন বাধা পেড়িয়ে জাপানী সৈন্যদের বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষে তাদের ক্যাপ্টেন নিহত হয়। এভাবে জাপানীরা ফিলিপাইনের এই অঞ্চলে মার্কিনিদের উপস্থিতিতি টের পেয়ে যায়। অভিযানের মাঝ পর্যায়ে তারা জানতে পারে যে গেরিলাদের একজন স্পাই হল নারী ছদ্দবেশী হয়ে তাদের মধ্যে আছে । সে জাপানী বড় পদের সামরিক কর্মকর্তাদের মনোরঞ্জনের কাজে নিয়োজিত হয়ে গেরিলাদের কাছে তথ্য যোগান দিত। মেরিন কমান্ডোর দল তার কাছে পৌছে জানতে পারে যে জাপানীরা সাগরের নীচে শক্তিশালী নিয়ন্ত্রিত মাইন পেতে রাখছে। যখন মার্কিন বোট বা জাহাজে স্থল সেনাদল কাছে আসবে তখন এগুলোর বিস্ফোরণ ঘটালে হাজার হাজার সৈন্যর মৃত্যু ঘটবে। স্পষ্টতই এখানে মৃত্যুফাদ বসাইছে জাপানীরা। পরে এই নারী স্পাইকে জাপানীদের জলসার আড্ডাখানা থেকে উদ্ধার করতে যেয়ে এক সংঘর্ষে মার্কিন কমান্ডো দলের আরো কয়েকজন নিহত হয়ই সেই সাথে তাদের রেডিওটা গুলিতে নষ্ট হয়ে যায়। এই দিকে মার্কিন অভিযানের দিন এগিয়ে আসছে এবং কমান্ড সেন্টারকে জানানোর কোন উপায় নাই। সময় খুব কম। তারপর মুভিটা দেখেই জেনে নিন কি হয় :)

এই মুভিতে প্রধান চরিত্র সমূহে অভিনয় করছে Hugh O'Brian(Sgt. Steve Corey) এবং Mickey Rooney(Sgt. Ernest Wartell)। এছাড়াও বিখ্যাত অভিনেতা রবার্ট মিচামের পুত্র James Mitchum(Pvt. James Grenier) এই ছবিতে আছে।

যদিও imdbতে এর রেটিং ৫.৩ তারপরেও আমি মনে করি যারা একশন ও এডভেঞ্চার ধর্মী মুভি পছন্দ করেন তাদের এটা ভাল লাগবে।

http://www.imdb.com/title/tt0060098/

এই অক্টোবরের ১৭ তারিখে সামুতে আমার ব্লগিং এর আট বছর পূর্ণ হল। যদিও বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি করে আসছি ২০০০ সাল থেকেই। আর ইন্টারনেটে লেখালেখি করি ২০০৩ থেকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন ৮ বছর পূর্তির :)

মাসে মাসে হাজিরা পোষ্ট দিলে চলবে!!!! নিয়মিত হোন। কত কিছু বাকী দেবার-নেবার ;)

++++

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই বিদেশে থেকে সময় বের করে একটা ব্লগ লেখা বর্তমানে অনেক কষ্টসাধ্য। তার উপর বর্তমান সাইবার ল এর কারণে আগের মত লেখাও যায় না। ইনশাল্লাহ সুযোগ হলে নিয়মিত লেখব।

অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই।

২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

সুমন কর বলেছেন: রিভিউ পড়ে তো ভালোই লাগল।

আট বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। !:#P

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শুধু রিভিউ পড়লেই চলবে না, মুভিটা দেখা এবং আপনার মতামতটাও চাই :)

আপনাকেও ধন্যবাদ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

ক্লে ডল বলেছেন: আট বছর পূর্তিতে অভিনন্দন! !:#P

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৮ বছর পূর্ন করে ৯ বছরে স্বাগতম বাজি ভাই। আছেন কেমন?

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ ভাই।

আমি আলহামদুলিল্লাহ!

আপনে কেমন আছেন ভাই?

৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
যায়যায়দিন :P

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হা হা!

তো ভাই আপনের ঘরে এখন আমার ভাতিজা না ভাতিজী হইছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.