নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

সাব্বাস টাইগার্স ক্যাঙ্গারুদের হারানোর জন্য! টেষ্ট ক্রিকেটে আরো উন্নতি করুক বাংলাদেশ :)

৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩১




২০০৩ সালে বাংলাদেশ যখন প্রথম অসিদের সাথে টেষ্ট খেলতে অষ্ট্রেলিয়ায় যায় তখন সেখানকার সাবেক ক্রিকেটার প্রয়াত ডিভেড হুকস অনেক অহমিকা করে। সে তাচ্ছিল্য করে বলে "অষ্ট্রেলিয়ার উচিত টেষ্টে বাংলাদেশকে একদিনেই হারিয়ে দেওয়া"। বাংলাদেশ যে টেষ্ট ষ্ট্যাটাস পাইছে সেটা হুকসের সহ্য হচ্ছিল না। কিন্তু কথায় বলে রোম শহড় একদিনে হয় নাই। ঐ বছরেই প্রথমবারের মত ওডিআই/টেষ্ট দুটোতেই অভিজ্ঞ অসি কোচ ডেভ হোয়াটমুরকে পায় বাংলাদেশ ক্রিকেট দল। বস্তুত তারই প্রশিক্ষণে বাংলাদেশ অষ্ট্রেলিয়ার সাথে যথাসাধ্য লড়াই হারে। তখন হুকসকে মিথ্যা প্রমাণ করে দেয় টাইগার্সরা। এখন প্রায় বিগত ১৪ বছরে বাংলাদেশ ক্রমান্বয়ই ওডিআই এবং টেষ্টে অনেক উন্নতি করছে। সেই সাথে টি-২০তেও। এরই ধারাবাহিকতার ফসল হল গতকালকে প্রথমবারের মত অষ্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে দেওয়া। তাই ২০১৭র এই বছরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় মাইল ফলক। এটা মোটেও অঘটন বা র্দূঘটনা না। যারা এটাকে অঘটন ও র্দূঘটনা বলে তারা বাংলাদেশের ক্রিকেটারদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও কষ্টার্জিত অর্জনকে হেয় প্রতিপন্ন করে। সে যাই হৌক প্রথমবারের মত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেষ্ট জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের ক্রিকেট দলকে। সেই সাথে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং আরো উন্নতির ধারাবাহিকতায় টেষ্টে আরো ভাল করুক সেটাই কামনা করি। ইনশাল্লাহ আমরা টেষ্ট ক্রিকেটে আরো জয় পাবো!

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৫

দীপঙ্কর বেরা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উঁচু নাক কাটা গেছে ;) এটাই শান্তি!!

হুদাই নিরাত্তার অজুহাতে তুলে টালটি বালটি করত!! আসলে তাদের ধারনা ঠিকই ছিল- বাংলাদেশ অনেক ইমপ্রুভ করেছে-
অবশেষে হারের ভয়টাই সত্যি হল ;)
হা হা হা

প্রথমবারের মত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেষ্ট জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের ক্রিকেট দলকে।

সিরিজ জয়কে আর স্বপ্ন বলা ঠিক হবে কি? আশা করতেই পারি :)


৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সাহসের সাথেই আমাদের সবার মোকাবেলা করতে হবে!

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই!

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

ওসেল মাহমুদ বলেছেন: প্রথমবারের মত অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেষ্ট জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.