নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

সেলফি তুলতে গিয়ে নিজের ও অন্যের জীবন যেন বিপন্ন না করি!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২০




প্রায়ই শোনা যায় যে বিভিন্ন সময় সেলফি তুলতে গিয়ে র্দূঘটনায়, প্রাণীর আক্রমণ ইত্যাদিতে মানুষের নিহত হওয়ার খবর। এমনই একটা দুঃখজনক ঘটনা ঘটছে ভারতের বেঙ্গালুরে! একদল কলেজের তরুণ ভ্রমণ কালে এক মন্দিরের পুকুরে নিজেদের গ্রুপ সেলফি তুলতে যায়। তাদেরই একজন বন্ধু বিশ্বাস সম্ভবত সাতার জানত না। সবাই যখন খুশী মনে সেলফি তোলায় ব্যাস্ত তখন সে সবার অগোচরে পানিতে ডুবতে থাকে এবং তাকে তার কোন বন্ধুই খেয়াল করে নাই। এভাবে সে পুকুরের ১০ ফিট গভীরে চলে গিয়ে নিহত হয়। পরে তারা বিশ্বাসের(নিহত বন্ধু) খোজ না পেয়ে তাদের তোলা সেলফির স্ক্রল করে দেখে যে বিশ্বাসের মাথা ভাসতেছিল। এরপর পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে গ্রাম এলাকাটিতে ভ্রমণে যায় সেখানের ঐ মন্দিরের সাইনবোর্ডে পুকুরে নামা নিষেধ ছিল স্থানীয় পঞ্চায়েতেরে। তারপরেও নিষেধাজ্ঞা ভাঙা যেন একটা বীরোচিত ব্যাপার ছিল এই ভারতীয় তরুণদের। ঝরে গেলে একটা তরুণ প্রাণ;

http://www.independent.co.uk/news/world/asia/student-india-drowns-friends-take-selfies-vishwas-bangaluru-a7967896.html

ভারতে যে এই ঘটনা ঘটছে সেটা আমাদের দেশেও ঘটতে পারে। কাজেই সাবধান কোন ছবি ও নিজের পোষ্টের লাইক বৃদ্ধি বা ভাইরার করার জন্য যেন নিজেদেরকে ষ্টান্টম্যান না ভাবি! সেই সাথে কোথাও বা ভ্রমণে যেয়ে নিজ আপনজন, আত্নীয় ও বন্ধুদের ব্যাপারেও সাবধান হই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.