নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

প্রথমা তুমি

২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
আমার যত ক্ষুদ্র আশা, রাঙিয়েছিলে প্রভাত সমীরণে।
হঠাৎ আলোর ঝলকানিতে, হৃদ মাঝারে ডাকল সুখের বান
রুদ্ধ মনে সুপ্ত স্বপন, রাত প্রভাতের করল আমন্ত্রন।
।।
শেষ বিকেলের মদির আলোয়, বাড়িয়ে দিলে আমার হাতে হাত
বললে ডেকে, ‘ভালবাসি’। নির্জনতায় কাটল পহর রাত।
লজ্জা রাঙা বদনখানি একটু কিগো উঠলে কেঁপে কেঁপে?
এলিয়ে চুলের সুবেশ খোঁপা, বুকের মাঝে নিজকে দিলে সঁপে।
।।
আকাশ ভেঙে নামল দেয়া, সপ্তডিঙা মেঘের খেয়া
ডাগোর মেয়ের কাজল কালো আঁখি।
উষর বনের উদাস পথিক, বজ্রবাণে লুব্ধ গতিক
শুন্য মনে কোথায় তারে রাখি?
।।
আবার তুমি ডাকবে কি গো প্রহর শেষের নিবিড় মুগ্ধতায়?
সেই যে প্রথম ডেকেছিলে? নিটোল প্রেমের গভীর শুদ্ধতায়?
শেষের আগে আবার শুরু
প্রলয় বীণার গুরু গুরু
ভাসব সুখে, সলাজ মুখে, বাঁধব আবার নতুন প্রেমের গান,
অবাক মেয়ের লাজুক চোখে, বিনি সুতোয় গাঁথব আমার প্রাণ।

(প্রথম লাইনটি প্রিয় লেখক হুমায়ূন আহমেদের লেখা হতে ধার করা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লাগল কবিতা। সুন্দর লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

বেচারা বলেছেন: ধন্যবাদ মহামান্য সম্রাট। ভাল লাগল আপনার কবিতা পড়ার বিষয়টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.