নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

একুশের বইমেলা এবং ব্লগারদের বইঃ একটি প্রস্তাবনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১




গতকাল আমার এক ঘনিষ্ঠ পরিচিত (বন্ধু না) আমাকে বললো, কি ব্লগ লিখো তোমরা। ব্লগে তো শুনেছি সারাদিন গালাগালি, ঝগড়াঝাটি, ধর্ম আর রাজনীতি নিয়ে আজেবাজে কথাই লেখা হয়। আমার প্রচন্ড রাগ হলো। আমি বললাম, তুমি ব্লগ সম্পর্কে কি জানো? না জেনেই ফাজিলের মতো একটা কথা বলে দিলেই হলো!! এবারের বই মেলায় ব্লগারদের কতোগুলো বই বের হয়েছে সে সম্পর্কে কোন ধারনা আছে তোমার? তারপর তক্ষুনি মোবাইল বের করলাম তাকে দেখানোর জন্য। দুঃখের বিষয়, অল্প কয়েকটা বই-ই খুজে পেলাম। দেখে তার বাকা হাসি, তোমাদের লাখ লাখ ব্লগার, আর মাত্র এই কয়েকটা বই!!!

আমি জানি বই আরো অনেক অনেক বেশী, কিন্তু ব্যাটাকে দেখাতে পারলাম কই?

মহান একুশের বইমেলা একটি মিলনমেলা। লেখক, প্রকাশক এবং সর্বোপরি পাঠকরা সারা বছর তাকিয়ে থাকে এই মেলার দিকে। এই একটি মাসকে ঘিরে সবাই সারা বছর ধরে বিভিন্ন রকমের প্রস্তুতি নিতে থাকে। ঠিক যেমনিভাবে বছরে দুই ঈদকে উপলক্ষ্য করে মিডিয়াপাড়ায় সমস্ত বছর ধরেই একটা প্রস্তুতির আয়োজন থাকে।

বর্তমান যুগ হচ্ছে বানিজ্যের যুগ। বিজ্ঞাপন ছাড়া আজকাল কিছু বিক্রি হয় না। ব্লগারগন যদি টাকা-পয়সা খরচ করে তাদের প্রকাশিত বই বিক্রিই না করতে পারে তাহলে তারা নতুন কিছু লিখতে উৎসাহী কেন হবে? প্রকাশকরাই বা কোন যুক্তিতে তাদের বই প্রকাশ করবে?

বিভিন্ন সময়ে ছাড়া ছাড়া ভাবে ব্লগারদের বই এর পোষ্ট এসেছে। অন্যান্য পোষ্টের কারনে সেগুলো আস্তে আস্তে দৃষ্টির বাইরে চলেও গিয়েছে। একজন আগ্রহীর ক্ষেত্রে সেগুলো খুজে খুজে বের করা দুঃসাধ্য ব্যাপার। এখন কেউ যদি মেলায় যাওয়ার আগে চিন্তা করে যে, মেলায় গিয়ে ব্লগারদের কিছু বই কিনবে; তাহলে সংরক্ষিত স্মৃতি থেকে সে কয়টা বই এর নাম বের করতে পারবে?

আমাদের এই ব্লগে পদচারণা শুধু ব্লগারদেরই না। প্রচুর ভিজিটরও আসেন এখানে। তারা বিভিন্ন ব্লগারদের লেখা পড়েন। তাদেরও পছন্দের ব্লগার আছে, নিশ্চয়ই আছে। নীরব ভোটারদের মতো তারা হলেন 'নীরব ব্লগার'। এখন কেউ যদি ভাবেন, মেলায় যেহেতু যাচ্ছি, দেখি তো ব্লগারদের কি কি বই এসেছে? এই ভাবনা থেকে ব্লগে এসে তারা কি পাবেন? সমূহ সম্ভাবনা আছে, কিছুই না পাওয়ার।

কাজেই এই পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে একটা স্টিকি পোষ্ট যদি থাকে যেটাতে ক্রমানুসারে প্রতিটা ব্লগারের বই, বই এর একটা সিনোপসিস এবং সম্ভব হলে ব্লগারের সংক্ষিপ্ত পরিচিতি, কোন স্টলে বইটা পাওয়া যাবে, ইত্যাদি তথ্য থাকে, তাহলে আগ্রহীরা তাদের ক্রয়ের একটা তালিকা করতে পারে। এটা সময়ে সময়ে আপডেট হতে থাকবে। তাছাড়া, এইরকমের স্টিকি পোষ্ট যদি প্রতিবছরই একটা করে থাকে, তাহলে বছরওয়ারী একটা রেকর্ডও থাকে ব্লগারদের বই এর; যেটা যে কোনও সময়ে কাজে লাগবে।

প্রচার ছাড়া প্রসার সম্ভব না। ব্লগাররা কেউই প্রয়াত হুমায়ুন আহমেদ কিংবা ইমদাদুল হক মিলনের মতো প্রথিতযশা সাহিত্যিক না যে সারা দেশের মানুষ তাদেরকে এক নামে চিনবে বা মেলায় গিয়ে তাদের বই খুজে খুজে বের করে কিনবে। সব কিছুরই একটা শুরু থাকে। প্রথমতঃ আমরা, ব্লগাররা তাদেরকে চিনি। দ্বিতীয়তঃ ব্লগে যেসব অতিথি পাঠক আসেন, তারা তাদের চিনেন। এই দুই গ্রুপের মাধ্যমেই আস্তে আস্তে একদিন সারা দেশের মানুষ তাদেরকে চিনবে।

ব্লগ সম্পর্কে এখনও মানুষের অনেক ভূল ধারনা আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের মানুষও জানবে ব্লগের, ব্লগারদের সাহিত্য মান সম্পর্কে। তারা জানবে, ব্লগ সম্পর্কে তাদের প্রচলিত ধারনা সত্যি নয়। এখানেও অনেক উচুমানের সাহিত্য রচিত হয়, দারুন দারুন সব কবি কিংবা গল্পকার এখানেও আছে। আর এদের মধ্য থেকেই একদিন বেরিয়ে আসবে ভবিষ্যতের হুমায়ুন আহমেদ, মহাদেব সাহা কিংবা সৈয়দ মুজতবা আলীর মতো হীরার টুকরা।

তবেই না ব্লগের, সামুর সার্থকতা!!!

ছবিঃ ইন্টারনেট।।

মন্তব্য ৭২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

আমি মুক্তা বলেছেন: ঠিক মনে নেই গত বা তার আগের বছর সম্ভবত এরকম একটি উদ্যোগ নেয়া হয়েছিল। আপনার সঙ্গে আমি সহমত পোষণ করে দাবি জানাচ্ছি। অনেক সুন্দর একটি চলমান বিষয় নিয়ে দেওয়া পোষ্টের বিষয়ের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

ভুয়া মফিজ বলেছেন: বিগত বছরগুলোর কথা মনে নাই। হয়ে থাকলে এ বছরও হওয়া উচিত। ইন ফ্যাক্ট, প্রতি বছরই হওয়া উচিত।
আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই পোষ্ট দিলাম। :)

আপনাকে ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: একমত

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

ভুয়া মফিজ বলেছেন: দ্বি-মত পোষণ করার সুযোগ নাই হে বৎস্য!!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

নাহিদ০৯ বলেছেন: প্রতিবার ই ব্লগে এরকম একটা করে পোস্ট থাকতে দেখেছি। এবার ব্লগ থেকে একটা উদ্যগ নেয়া হয়না কেন বুঝলাম না। অন্ততঃ একটা নির্দেশনা দিলেও হতো।

এছাড়াও ব্লগের ব্লগারদের বই এর তথ্য পেলেই সেটা গুডরিডস ডাটাবেইজ এ যোগ করে ফেলা যেত। খাপছাড়া করে কিছু পোস্ট থেকে তথ্য নিয়ে কাজ কিছু করেছিলাম। সাজানো একটা তথ্য পোস্ট আকারে পেলে ভালো হতো সবার জন্যই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

ভুয়া মফিজ বলেছেন: সেটাই.......আমিও তাই বলার চেষ্টা করছি!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাকিব আর পি এম সি বলেছেন: সহমত পোষণ করছি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই ভেবেছেন। সাধারনত প্রতি বছর আমরা একটি পোষ্ট স্টিকি করি যেখানে প্রতিনিয়ত ব্লগারদের প্রকাশিত বিভিন্ন বই নিয়ে তথ্য থাকে। এই বছর আমরা এখন পর্যন্ত এমন কোন পোষ্ট দেখিনি যেখানে ক্রমাগত কেউ আপডেট করছেন। দুই একটি পোষ্ট অবশ্য নজরে আছে আমাদের। কিন্তু তা যদি আপডেট না করা হয় তাহলে তা স্টিকি করা অর্থবিহীন।

যদি এমন কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমরা পোষ্টটি স্টিকি করব অথবা সামনে রাখার ব্যবস্থা করব।

আপনাকে আবারও ধন্যবাদ, এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করার জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

ভুয়া মফিজ বলেছেন: অনেকেই সারা মাসের গল্প বা কবিতা, কিংবা পোষ্টের সংকলন করেন। অনেক কষ্ট করেন। এবার বইমেলার জন্য এমন কেউ কি নাই!!

অন্ততঃ একটা প্রাথমিক লিষ্ট দিয়েও তো শুরু করা যায়। তারপর ধীরে ধীরে আপডেট করা যায়।
আপনার মাধ্যমে আমিও সবার দৃষ্টি আকর্ষন করছি!!

কেউ কি শোনার আছেন........কোথাও? প্লিজ!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: কা_ভা ভাই, নজরে থাকা কোন একটা পোষ্টকে দয়া করে স্টিকি করে দেন। তাহলে একটা দায়িত্ব অটোম্যাটিক্যালিই চলে আসবে। স্টিকি হবে চিন্তা করে তো কেউ পোষ্ট দেয় না। বুঝবে কিভাবে, আপনি কোনটাকে স্টিকি করবেন?

আর একটা কথা, অনেকেই বলছেন, প্রতি বছরই একটা এ সংক্রান্ত পোষ্ট স্টিকি করা হয়। আমার তো গত বছরের কথাই মনে নাই। আরও আগেরটা তো বহুত দূর কি বাত! এ সব স্টিকি পোষ্টগুলোকে এক জায়গায় করা যায় না? তাহলে ব্লগারদের পুরানো প্রকাশিত বইগুলোও সবাই দেখতে / জানতে পারতো?

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

সায়ন্তন রফিক বলেছেন: ভালো প্রস্তাব।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

রুপ।ই বলেছেন: একমত...এটা কেন বার বার আসছে । এমনটাই তো হবার কথা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

ভুয়া মফিজ বলেছেন: যা হওয়ার কথা, তা যদি হতো তাহলে তো আর এতো কথা বলার দরকার পরতো না! কি বলেন? :)

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

রাকু হাসান বলেছেন:


সুন্দর বলেছেন ভাইয়া । আলোচনা ,প্রস্তাব মনোপুত হয়েছে আমার । ব্লগারদের নিয়ে অনেক নেতিবাচক ধারণা মানুষদের মাঝে । অনেকে ধরেই নেয়,ব্লগার মানেই নাস্তিক টাইপ কিছু বা কর্মহীন অলস । ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

ভুয়া মফিজ বলেছেন: কোন কিছু ভাসা ভাসা জেনে মন্তব্য করে দেয়া আমাদের অনেকেরই কু-অভ্যাস! এসব লোকদের জন্য শুধুই করুণা!

ব্লগার সম্পর্কে এদের কোন ধারনাই নাই। সেজন্যেই এদেরকে কিছু ধারনা দেয়া প্রয়োজন।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট টি খুব সুন্দর হয়েছে।
আমার মনের সব কথা লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই পোষ্ট টি খুব সুন্দর হয়েছে। এইটা কি বললেন? আমার সব পোষ্টই তো সুন্দর হয়! ;)

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


এসব লোকজনের সাথে ঘনিষ্টতা হলো কিভাবে? ভুয়া লোকজন থেকে দুরে থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

ভুয়া মফিজ বলেছেন: ঘনিষ্ঠতা হবে না! আমি নিজেই তো ভুয়া!! দুরে কিভাবে থাকি বলুন তো!!! ;)

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

নীল আকাশ বলেছেন: দারুন বিষয়। কেউ একজন সহৃদয় ব্লগার এগিয়ে আসুন, যিনি এবারের বইমেলার ব্লগারদের প্রকাশিত বইগুলি নিয়ে ভালো জানেন।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই আহ্বান কোন একজনের কর্ণে দ্রুত প্রবেশ করুক, এই কামনা করছি।

চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

স্রাঞ্জি সে বলেছেন: view this link আজাদ ভাইয়ের এই পোস্টটা আপনার চোখ এড়িয়ে গেছিল প্লাস মডুদেরও হতে পারে। আপনি পোস্ট টাতে গিয়ে দেখে আসুন। ২৭ টার বইয়ের খোঁজ পাবেন। এবং তিনি পোস্টটাকে আপডেট করে যাচ্ছে নিয়মিত ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

ভুয়া মফিজ বলেছেন: দেখলাম......ঠিকই বলেছেন। এটাকেই স্টিকি করা যেতে পারে। কা_ভা ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

স্রাঞ্জি সে বলেছেন: আমি মনে করি আজাদ ভাইয়ের পোস্ট স্টিকি করা যেতে পারে। এবং তিনিও যা পারেন তা তো আপডেট করে যাচ্ছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮

ভুয়া মফিজ বলেছেন: দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে ধন্যবাদ।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

যায্যাবর বলেছেন: এক্কেবারে যৌক্তিক দাবি। কাভা ভাইও এ ব্যপারে সম্মতি প্রদান করেছেন। এখন স্রাঞ্জি সে- দেওয়া লিঙ্কে গিয়ে দেখলাম আজাদ ভাইয়ের ব্লগটি। দারুণ, এই পোষ্টটিকেই স্টিকি করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

ভুয়া মফিজ বলেছেন: সহমত।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! খুব সুন্দর প্রস্তাব। ইতিমধ্যে মডারেটর's কমেন্টও পেলাম। এখন দরকার বিজনদা বা স্রাজ্ঞী সের মতো কোনো উদ্যমী ব্লগার যিনি এই পরিশ্রমী কাজটি করবেন। তবে অন্য যে কেউ এগিয়ে আসতেই পারেন । বাস্তবে আপগ্রেডেশনের পোস্টটি স্টিকি হলে নিঃসন্দেহে সাধুবাদযোগ্য ।

আপনার বন্ধু না হলেও পরিচিত বন্ধু স্থানীয়কে ধন্যবাদ। নইলে এমন উদ্যোগ হয়তো হতোই না।

শুভকামনা ও ভালোবাসার জানবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

ভুয়া মফিজ বলেছেন: সঠিক বলেছেন।
শুভকামনা ও ভালোবাসা আপনার জন্যও।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

ভুয়া মফিজ বলেছেন: স্রাঞ্জি সে বলেছেন: আমি মনে করি আজাদ ভাইয়ের পোস্ট স্টিকি করা যেতে পারে। এটা সামু কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।
আপনার বন্ধু না হলেও পরিচিত বন্ধু স্থানীয়কে ধন্যবাদ। তা ঠিক। সে আমার মেজাজ খারাপ না করলে এই পোষ্ট আমি দিতাম না! :)

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

গরল বলেছেন: শুধু সামুর লেখাগুলো নিয়ে সামুর উদ্যগেকি কোনো বই বের করা যায় না যেখানে নির্বাচিত কিছু ব্লগ প্রকাশিত হবে। আর বই মানেই শুধু কবিতা বা সাহিত্য ভাবলে হবে না, যে কোন কিছু নিয়েই বই হতে পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

ভুয়া মফিজ বলেছেন: এমন কিছু অতীতে ভাবা হয়েছিল, তারপরে আর কোন অগ্রগতি নাই। :(

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড গুড ভেরি গুড।


একটা স্টিকি পোস্টের দরকার। কিন্তু দায়িত্বটা নেবে কে??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: কেউ একজন। :)

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent proposal. supported.

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

সাইন বোর্ড বলেছেন: ভাল প্রস্তাব ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রতিউত্তরের একি ছিরি ভুয়া মফিজ!! আমি একজন সন্মানিত পাঠক...:P


মাহবুবুল আজাদের পোস্টটা স্টিকি করার মত। সমস্যা হল তিনি নিয়মিত আপডেট করবেন কী না সন্দেহ।


পুনশ্চঃ কাবা(কাভা) নিজেই কাজটা করতে পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ভুয়া মফিজ বলেছেন: মাননীয় সন্মানিত পাঠক, পাঠকের প্রতিক্রিয়া !.........আপনার বক্তব্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্ব বহন করে!
স্রাঞ্জি সে বলেছেন উনি (মাহবুবুল আজাদ) উনার পোষ্টটি আপডেট করছেন। স্টিকি হলে আরো সিরিয়াসলি নিশ্চয়ই করবেন। কা_ভা করলে এতোদিনে নিশ্চয়ই করতেন। কাজেই উনি করতে ইচ্ছুক না বোঝাই যাচ্ছে।

সবশেষে, আপনার এই মুল্যবান মন্তব্য এই পোষ্টের গুরুত্ব আরো বহুগুনে বাড়িয়ে দিল। সে জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সাধুবাদ জানাই। :)

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

আরোগ্য বলেছেন: মাহবুবুল আযাদ ভাইয়ের পোস্টটা স্টিকি করার জন্য অনুরোধ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ভুয়া মফিজ বলেছেন: কা_ভা ভাই দেখতে পারেন পোষ্টটি। কাউকে না কাউকে তো করতেই হবে। উনি করলে তো ভালোই হয়।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

শিখা রহমান বলেছেন: প্রস্তাবের সাথে একমত।

বিভিন্ন পোস্টে খুব কম ব্লগারদের বই দেখলাম। আমি নিশ্চিত যে আরো অনেক ব্লগার বই প্রকাশ করেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ভুয়া মফিজ বলেছেন: সেটাই......ব্লগারদের বই এর সংখ্যা নিঃসন্দেহে অনেক বেশী। স্টিকি পোষ্ট থাকলে সবাই দ্রুত এবং ভালোভাবে জানতে পারবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

তারেক ফাহিম বলেছেন: দারুন প্রস্তাব।

আপনার ভাবনাকে সাদুবাদ জানাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা তো এখানে একটা পরিবার। সবার জন্য সবার ভাবা উচিত। :)

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: প্রতিবার ই তাই হয়; এবারে এখন ও তো তেমন কিছু দেখছি না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

ভুয়া মফিজ বলেছেন: সেজন্যই তো প্রসঙ্গটা উত্থাপন করিলাম। আশাকরি এখন একটা ব্যবস্থা হইবে! :)

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

জুন বলেছেন: ভালো প্রস্তাব ভুয়া মফিজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

ভুয়া মফিজ বলেছেন: আপার মাথা কি এখনও ঠান্ডা হয় নাই?
জুন বলেছেন: কাল মন্তব্য করবো ঠান্ডা মাথায় গল্প পড়ে আমার একটি ভিন্নমাত্রার প্রেম কাহিনী তে এই মন্তব্য করেছিলেন, অপেক্ষা করে আছি......কবে আপনার মাথা ঠান্ডা হবে, আর কবে আপনার মুল্যবান মন্তব্য পাবো! :(

প্রস্তাব সমর্থন করায় আপনাকে ধন্যবাদ। :)

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমিও চাই ব্লগারদের বই নিয়ে একটা স্টিকি পোস্ট থাকত বইয়ের লিস্ট করতে সুবিধা হতো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

ভুয়া মফিজ বলেছেন: আমাদের সবা্র চাওয়া এটাই।
আপনাকে ধন্যবাদ।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

সুবোধ বালক বলেছেন: সহমত পোষণসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

আখেনাটেন বলেছেন: ব্লগারদের স্টিকি করা হোক :P বইমেলার বই নিয়ে পোস্ট স্টিকি করা হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

ভুয়া মফিজ বলেছেন: ব্লগারদের স্টিকি করা হোক :P কামনা করি ব্লগারদের স্টিকি করার প্রক্রিয়াটা যেন ব্যাথামুক্ত হয়। =p~

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:০৯

প্রামানিক বলেছেন: সহমত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৮

শিবলী আখঞ্জী বলেছেন: ভাল লাগছে খুব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: স্টিকি পোষ্ট তো এখনও আসে নাই। আপনার ভালো লাগার কারন কি? :)

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০২

বলেছেন: সহমত মফিজ ভায়া +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ল ভায়া। :)

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




এই কাজটা 'ওয়াজিব' ছিলো ব্লগের!
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭টায় করা মাহবুবুল আজাদ এর - "অমর একুশে বইমেলা ২০১৯, ব্লগারদের প্রকাশিত বইসমুহ"
এটুকু এগিয়ে দেয়াই ছিলো শুধু জায়নামাজটি পেতে নিয়তটি করে কাতারে দাঁড়িয়ে যাওয়া উচিৎ ছিলো কর্তৃপক্ষের ..............

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

ভুয়া মফিজ বলেছেন: জী এস ভাই, আপনার এই মন্তব্যের পর আর কিছু বলার নাই! :)
ইনিয়ে-বিনিয়ে অনেকে যা বলার চেষ্টা করেছে, আপনি তা এক বাক্যে বলে দিয়েছেন।
আসলেই, উচিৎ ছিলো কর্তৃপক্ষের ..............

দারুন মন্তব্য!!!

৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লাভ ইউ মফিজদা,
জবের প্রতিউত্তরে ধন্যবাদ :)


মনমত প্রতিউত্তর না পেলে আমার আবার মন্তব্য করতে ইচ্ছে করে না। :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

ভুয়া মফিজ বলেছেন: দেখেছেন, কতো সুন্দর করে প্রতিউত্তর করি, তারপরও আমার বেশীর ভাগ পোষ্টে আপনার দেখা পাইনা। কেমনতরো পাঠক আপনি? আমার মতোই ভুয়া??? :P

৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

মাহের ইসলাম বলেছেন: প্রতিবার কি হয়েছিল জানিনা। তবে, গত বছর এমন একটা স্টিকি পোষ্ট দেখেছিলাম।
নিঃসন্দেহে উত্তম প্রস্তাব এবং সমর্থন করছি।

অথবা ইতোমধ্যে প্রকাশিত ব্লগ হতে বেছে স্টিকি করা যেতে পারে।

এমন একটা সুন্দর এবং সময়োপযোগী বিষয় সামনে তুলে আনার জন্যে ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

ভুয়া মফিজ বলেছেন: আসলে এটা তো প্রত্যেক বছরই হওয়া উচিত। এবার কেন যে হলো না!! বুঝলাম না।
বইমেলার ব্যাপারে কেমন ঢিলাঢালা ভাব। এমনটা হওয়া উচিত ছিল না।

মন্তব্যে ধন্যবাদ।

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.