নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

একটি অনুর্বর মস্তিস্ক-প্রসূত অবাস্তব কল্পনা

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৬




'ভুয়া মফিজ…এ্যাই ভুয়া মফিজ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো?'

চরম ভয় পেয়ে বাবাগো, মাগো বলে বিছানায় উঠে বসলো মফিজ। এই নিয়ে পর পর তিনটা রাত ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠলো ও। বিছানার পাশের সাইড টেবিলটাতে চার্জে দিয়ে রাখা মোবাইলে সময় দেখলো। আগেই ধারনা করেছিল, রাত তিনটা বাজে সম্ভবতঃ। ধারনা ঠিকই আছে, তিনটাই বাজে। গত দু’রাতেও ঠিক এ’সময়টাতেই ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গিয়েছিল ওর। ঘুম আর আসবে না এখন। দরজা খুলে রুম-লাগোয়া বারান্দাটায় এসে দাড়ালো। ভয়ের ঘামে ভিজে যাওয়া শরীরটা একেবারে জুড়িয়ে গেল শীতল মৃদুমন্দ বাতাসে।

নীচে মৃদু গর গর শব্দ শুনে তাকিয়ে দেখে দু’টা কুকুর প্রেম করছে, আর আরও তিনটা কুকুর ঘিরে দাড়িয়ে লাইভ দেখছে। কারবার দেখে মেজাজ খারাপ হয়ে গেল মফিজের। নাহ্, এই বেশরম কুত্তার বাচ্চাগুলোর জন্য শান্তিতে একটু বারান্দায় দাড়ানোরও উপায় নাই। অগত্যা রুমে ফিরে এলো আবার। বিছানায় বসলো। সাইড টেবিলে রাখা পানিভর্তি গ্লাসটা নিয়ে ঢক ঢক করে একবারে পুরোটা পানি খেয়ে ফেললো। এতোক্ষনে টের পেল, গলা শুকিয়ে কাঠ হয়ে ছিল ওর। এরপর ভাবলো, পুরো বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করা দরকার।

আজ নিয়ে পর পর তিন রাত একই ঘটনা! মানেটা কি? যতোটা মনে করতে পারে ও; স্বপ্নের একদম শুরুতে কেমন যেন একটা কান্নার মতো বিলম্বিত সুর শোনা যায়। তারপর আবছামতো কিছু একটার নড়াচড়া, তারপরই ঝপ করে একটা হলোগ্রাফিক ইমেজের মতো অবয়ব সামনে চলে আসে। অবয়বটা সম্ভবতঃ ওকে কিছু একটা বলতে চায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, জিনিসটা ওকে মফিজ বলে না, বলে 'ভুয়া মফিজ'। তারমানে, ও যে ব্লগিং করে সেটা ওটা জানে! হলি কাউ! মাথা পুরাই আউলায়ে গেল মফিজের। ভয়ের ব্যাপার হচ্ছে, জিনিসটার চেহারা। অপার্থিব কিছু একটা আছে। মনে করেই একটা ঢোক গিললো ও।

আজ চতুর্থরাত। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মফিজ। এমনিতে ভীতু হিসাবে তেমন কোন বদনাম নাই ওর। আজ মোটামুটি ডিটারমাইন্ড, জিনিসটা কি বলতে চায়, শুনবে। চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে গেল ও। যথারীতি জিনিসটা সামনে চলে এলো, এবং যথারীতি ভয়ে আত্মারাম খাচাছাড়া হওয়ার উপক্রম হলো মফিজের। এমন সময় শুনলো, জিনিসটা বলছে, এ্যাই শালার ব্যাটা ভুয়া, খবরদার ভয় পাবি না! কথা শোন আগে, ডরপোক কোথাকার!!

ডায়লগ শুনে এই প্রথম ভয়ের সাথে সাথে কৌতুহলও হলো মফিজের। কাপা কাপা গলায় বললো, আপনে কে ভাইজান? গালাগালি করেন ক্যান?

গালাগালি করবো না! কতো কষ্ট করে তোমার ব্রেইনে আলফা ওয়েভ তৈরী করি যোগাযোগ করার জন্য। আর তুমি ভয় পেয়ে জেগে সব পন্ড করে দাও। জেগে গেলে কথা বলবো কিভাবে?

আচ্ছা যান, আর জাগুম না। কিন্তু আপনেরে দেখলে তো ডর লাগে। দ্যাহেন না, ডরের চোটে শুদ্ধ বাংলা ভুইলা গেছি গা!! যাউক গা, এই আলফা ওয়েভ কি জিনিস? আপনেই বা কে? কি চান আমার কাছে?

খিক খিক করে হাসলো জিনিসটা। বললো, এই তো লাইনে আইছো মনু। ওকে, সংক্ষেপে বলি। তোমাদের মস্তিষ্কে যে নিউরোন আছে, এ’গুলাকে কাজ করাতে হলে একধরনের বৈদ্যুতিক উদ্দীপনার দরকার হয়। এই উদ্দীপনা একটা নির্দিষ্ট মাত্রায় পৌছালে ব্রেন সবচেয়ে ভালো কাজ করতে পারে। এটাই আলফা ওয়েভ। তোমাদের ব্রেইন এই নির্দিষ্ট মাত্রায় না আসলে আমরা ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারি না। আমি কে? সোজা বাংলায়, তোমাদের পাশের ইউনিভার্সের বাসিন্দা। আর আমি কি চাই? কিছুই না। তোমার সাথে একটু টাইম পাস করি আর কি!

বড় করে একটা ঢোক গিললো মফিজ। জিনিসটার মতিগতি সুবিধার ঠেকছে না ওর কাছে। এইটার টাইম পাস করার কি জায়গার অভাব? ওর ব্রেইনরে আলফা লেভেলে নিয়ে তিনদিনের চেষ্টার পরে কথা বলতে পারছে; খালি টাইম পাসের জন্য? উহু! কিছু একটা ভজঘট তো আছেই। কিন্তু এটাকে তো চেতানোও যাবে না। আবার বলে পাশের ইউনিভার্স! গলা খাকারী দিল মফিজ। আমাগো এই পুরা ইউনিভার্সে আমারেই পাইলেন টাইম পাস করনের লাইগা?

আসলে আমাদের ইন্টুকনেটে, মানে ইন্টার-ইউনিভার্স কমিউনিকেশান নেটওয়ার্ক – তোমাদের যেইটা ইন্টারনেট আরকি, কিছু ইনপুট দিয়ে বললাম, এই ইউনিভার্সের একজনকে খুজে দিতে। তো তোমাকেই দিল। তবে, মনে হচ্ছে ঠিকমতো খোজে নাই। বলেছিলাম সামু‘র ব্লগার হতে হবে, প্যারালাল ইউনিভার্স নিয়ে ন্যুনতম জ্ঞান থাকতে হবে, একটু বেকুব টাইপের হতে হবে আর প্রশ্ন কম করে, এমন কেউ যেন হয়। তোমার সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন তুমি খুব বেশী করো।

বেকুব বলাতে মফিজের মনটা একটু খারাপ হলেও মেনে নিল। নিজেকে ও সাধাসিধা হিসাবে ভাবতেই পছন্দ করে সবসময়। কিন্তু বছর তিনেক আগে শমী ব্রেকাপের কারন হিসাবে যখন বলেছিল, তুমি একটা আস্তা বেকুব। রামছাগলও তোমার থিকা ভালো। তাই তোমার সাথে সারাজীবন ঘর-সংসার করা সম্ভব না। সেদিনই ও আসলে বুঝতে পেরেছিল, ও যতোটা না সাধাসিধা, তার চেয়েও বেশী বেকুব। না হলে শমীর মতো মেয়ে এতোদিন প্রেম করার পর ওকে বেকুব বলে কিভাবে? আগে হাল্কা করে দাড়ি রাখতো। ব্রেকাপের পর থেকে ক্লিন শেভ করে সবসময়। একটু দাড়ি গজালেই রামছাগলের মতো মনে হয় নিজেকে। সে যা হোক, পুরানো আপদের কথা বাদ দিয়ে নতুন আপদের দিকে নজর দিল ও। ভয়ে ভয়ে বললো, কিন্তু আপনে যদি সবকিছু খুইলা না কন, তাইলে আপনের টাইমপাসে আমি সাহায্য করুম কেমনে?

জিনিসটাকে এইবার একটু খুশী খুশী মনে হলো। বললো, এই একটা বুদ্ধিমানের মতো কথা বললা। ঠিক আছে, বেশী প্রশ্ন করবা না। সংক্ষেপে বলো, কি জানতে চাও!

প্রথমতঃ, টাইম পাসের জন্য আপনের ব্লগার দরকার কেন? দ্বিতীয়তঃ, আপনারা আপনাদের ইউনিভার্সের বাইরে যোগাযোগ করেন কেমনে, আমরা তো পারি না, তৃতীয়তঃ……..

থাম! কথা পুরোটা শেষ করার আগেই একটা ধমক খেল মফিজ। তোমারে না বললাম প্রশ্ন কম করবা! একটু চান্স দিলাম, আর একনাগাড়ে প্রশ্ন করা শুরু করছো?

বিরাট আকারের ধমকটা খেয়ে আর কিছু বলতে সাহস পেল না ও, অসহায়ের মতো চুপ করে রইলো। প্রশ্ন না করে কি করবে, পেটের মধ্যে হাজারো জিজ্ঞাসা ঘুটঘাট শব্দ করছে। একেবারে ডায়েরিয়ার রোগীর মতো অবস্থা!

ওকে চুপ থাকতে দেখে একটু মায়া হলো প্রতিবেশীর। বললো, ঠিক আছে, শোনো। তোমাদের বিজ্ঞানীরা যেভাবে ভাবছে তেমনটা না হলেও প্যারালাল ইউনিভার্স হিসাবে অনেকটাই মিল আছে আমাদের মধ্যে, আবার অমিলও আছে। যেমন, আমাদের আকাশের রং গোলাপী। জ্ঞান-বিজ্ঞানে আমরা তোমাদের থেকে অনেক অনেক এডভান্স। তবে আমরা অনেকটাই আত্মকেন্দ্রিক। জ্ঞান বিতরন দুরে থাক, ইউনিভার্সের বাইরে যোগাযোগ করাটাই নিরুৎসাহিত করা হয় আমাদের এখানে। আর যোগাযোগ? এটা আমাদের কাছে ডালভাত। আমরা যোগাযোগ করি ব্ল্যাকহোলকে কাজে লাগিয়ে। জানো তো, ব্ল্যাকহোলে সময় থমকে থাকে। আর মহাবিশ্ব যেমন সদা-সম্প্রসারণশীল, তেমনি ব্ল্যাকহোল সদা-সংকোচনশীল। তো, এই দুই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই একটা যোগাযোগ মডিউল তৈরী করেছে আমাদের বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে আমরা যে কোনও জায়গায় ভ্রমনও করতে পারি।

জ্ঞানগর্ভ বক্তৃতা শুনতে শুনতে ঘুমের মধ্যেই একটু ঝিমুনি এসে গিয়েছিল মফিজের। হাল্কা একটু নাকও ডেকে ফেলেছিল। ওর নাক ডাকা শুনে ভয়ানক চটে গেল জিনিসটা। মেঘ-গর্জন করে বললো, দরকারী কথা শুনলেই ঘুম আসে! ফাজিল কোথাকার!! তোমাদের চাদগাজী ঠিকই বলে। সব প্রশ্নফাস জেনারেশানের সদস্য।

আরে! এতো দেখি চাদগাজীরেও চিনে। এবার ঘুমের মধ্যেই আবার সজাগ হয়ে গেল মফিজ। মাথায় একটা ঝাকি দিয়ে বললো, না না ঘুমাই নাই। বলেন শুনতাছি।

হ্যা, যা বলছিলাম। আসলে আমিও একজন ব্লগার। আমার নিক হলো, 'আসল রমিজ', আর আমাদের ব্লগের নাম 'যা পামু, তাই খামু', সংক্ষেপে খামু ব্লগ। আমি জানি, তোমাদের ব্লগ এখন একটা খারাপ সময় অতিবাহিত করছে। কিছুদিন আগে আমাদের ব্লগও এমনিভাবে ব্লকের খপ্পরে পড়েছিল। গাব্বার নামে এক ভয়ানক ক্ষমতাধর ধুরন্ধর প্রকৃতির লোকের রোষের শিকার হয়েছিলাম আমরা। যাইহোক, আমাদের ব্লগের কর্ণধার, অত্যন্ত বুদ্ধিমান ডানা ভাই সেখান থেকে আমাদের বের করে আনেন। ভাবলাম, আমাদের অভিজ্ঞতা তোমাদের কাজে লাগতে পারে। তাই তোমাদের সাথে যোগাযোগ করার চিন্তা মাথায় আসলো। তবে, আমি যে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এটা আমাদের ’নজরদারী বিভাগ’ এর নজরে এসেছে ইতোমধ্যেই। হয়তো আমাকে 'নিরুৎসাহিতকরন নোটিশ' পাঠানো হতে পারে। তাই কাজের কথা আগে শেষ করি, তারপরে আড্ডা দেওয়া যাবেক্ষণ।

কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল মফিজ। আসল রমিজের দেয়া বুদ্ধি যদি কাজে লেগে যায় তাহলে ওর সামু ব্লগের সুপারস্টার হয়ে ওঠা এখন ঠেকাবে কে? কৃতজ্ঞতায় গদ গদ হয়ে বললো, আপনের এই উপকার আমরা হাজার জনমেও শোধ করতে পারবো না রমিজ ভাই। আপনে তো দেবদূতের মতো আবির্ভাব হইছেন আমাদের ভাগ্যাকাশে। আপনে হইলেন আমাগো ধ্রুবতারা। কাল্পনিক ভালোবাসা দেখতে দেখতে আমরা টায়ার্ড। আমাগো দরকার আপনের মতো একজনের সত্যিকারের ভালোবাসা। এই ভালোবাসা দিয়া আপনেই দুর থিকা আমাগো ব্লগরে কন্ট্রোল করবেন। আমারে খালি আপনের পাশে একটু জায়গা দিয়েন এসিস্ট্যান্ট হিসাবে।

চুপ কর শালার পো শালা! তেল মারিস না। কথা শোন আগে! হাল্কা ধমক দিলেও রমিজ ভাইয়ের চেহারায় একটা তেলতেলে উজ্জল আভা দেখা দিল। ''তেল আসলে সব শালারই পছন্দ'' মনে মনে হাসলো মফিজ।


তারপর হঠাৎ……….প্রচন্ড শব্দে বাজ পরলো কাছেপিঠেই কোথায় যেন। পুরাপুরি সজাগ হয়ে ধড়মড় করে বিছানায় উঠে বসলো মফিজ, আর সেইসঙ্গে যোগাযোগটাও কেটে গেল। মাথায় হাত পরলো মফিজের। হায় হায়! আসল কথাটাই তো শোনা হলো না!!!


একটা ডিসক্লেইমারঃ আগেই বলেছি, এটা একটি অনুর্বর মস্তিস্ক-প্রসূত অবাস্তব কল্পনা। এর সাথে বাস্তবজগতের কোনকিছুর সাথেই কোন রকমের মিল যদি পাওয়া যায়, ধরে নিবেন…….এটা আপনার উর্বর মস্তিষ্কের কল্পনা এবং একটা কাকতালিয় ব্যাপার-স্যাপার।


ছবিঃ নেট থেকে সংগৃহীত।।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৫

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ। :)

২| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮

অর্থনীতিবিদ বলেছেন: সামু ব্লগও গাব্বারের মতো একই প্রকৃতির একজনের রোষের শিকার। আফসোস, আসল কথাটা শুনতে পারলেন না।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

ভুয়া মফিজ বলেছেন: মফিজ আসল কথাটা শুনতে পারলো না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে! দেখা যাক.....যদি আবার যোগাযোগ করে! ;)

৩| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৩

পবিত্র হোসাইন বলেছেন: ভুয়া মফিজ ! এই ভুয়া মফিজ !
দেখো পাশে ইউনিভার্স থেকে ট্রাক্টর নিয়ে কে যেন এসেছে।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৫

ভুয়া মফিজ বলেছেন: =p~ =p~ =p~

৪| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মফিজের সাথে আমাদেরও কপালটা পুরলো। আসল কথা মফিজ যদি শুনতে পারতো তাহলে ব্লগের হাল আরো উন্নত হতো।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: ব্লগের ব্লক সমস্যার একটা সমাধান হতে হতেও হলো না....... :)

৫| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২২

ঢাবিয়ান বলেছেন: ব্লগের অবস্থাতো কাহিলই। তার মধ্যে এক ব্লগার আট দশটা মাল্টি খুলে ব্লগের চৌদ্দটা বাজাতে উঠে পড়ে লেগেছে।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৫

ভুয়া মফিজ বলেছেন: গোদের উপর বিষ ফোড়া!!!

৬| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: আর এখন আরেক মাল্টিভার্স থেকে আর্কিওপটেরিক্সের পদার্পণ B-)

সেই হইছে B-)) B-))

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: হ......আপনের প্রোপিক দেইখা সেইরকমই মনে হইতাছে।
এক আর্কিওপটেরিক্স এর যন্ত্রণায়ই বাচি না.....আরো একটা!!! :P

সেই হইছে B-)) B-)) থ্যাঙ্কু থ্যাঙ্কু! :)

৭| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৭

মুক্তা নীল বলেছেন:
আরে! এতো দেখি চাদগাজীরেও চিনে। এবার ঘুমের মধ্যেই আবার সজাগ হয়ে গেল মফিজ ---- সত্যি মফিজ ভাই
হাসলাম আপনার এই পোস্টটা ব্লগের এই সময়ের জন্য দরকার ছিল । অপেক্ষায় থাকলাম সেরা মন্তব্যের উনি আসিতেছেন একটু পরেই।
পোস্টে ডাবল ডাবল লাইক ভালো লাগা ++

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৬

ভুয়া মফিজ বলেছেন: ব্লগের পরিবেশ কেমন জানি গুমোট। মনের চোখে দেখতে পাচ্ছি, সবাই গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবলাম, একটা হাল্কা পোষ্ট দেই। আশাকরি, বেশী হাল্কা হয় নাই। কি বলেন? ;)

অপেক্ষায় থাকলাম সেরা মন্তব্যের উনি আসিতেছেন একটু পরেই। হ্যা, ট্রাক্টরের শব্দ শুনতে পাচ্ছি। :)

৮| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩

আপেক্ষিক মানুষ বলেছেন: পবিত্র হোসাইন বলেছেন: ভুয়া মফিজ ! এই ভুয়া মফিজ !
দেখো পাশে ইউনিভার্স থেকে ট্রাক্টর নিয়ে কে যেন এসেছে।


হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে! :P

আর আমি কিন্তু আপেক্ষিক প্রানি। এ মাল্টিভার্স ও মাল্টিভার্স করেই আমার দিন কাটে। তবে গাব্বাররে এখনো হাতের কাছে পাইনি, পাইলে... :P :P :P

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩২

ভুয়া মফিজ বলেছেন: যেভাবেই, যে কারনেই হাসেন না কেন.....হাসি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আপনি যেহেতু আপেক্ষিক প্রাণী, একদিন না একদিন গাব্বারের দেখা পাবেনই। তখন..... :P

৯| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


যাক, আপনার নিজের ফ্যানটাসীতে একটা সত্য বেরিয়ে এসেছে যে, আপনি প্রশ্নফাঁস জেনারেশনের শক্তিশালী সদস্য।

বিচিত্র সব ভাবনাচিন্তা! আপনি কি ব্লগার রাজিব নুরের পোষ্ট বেশী পড়তেছেন?

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪১

ভুয়া মফিজ বলেছেন: প্রশ্নফাস জেনারেশনের সদস্য তো আগের থেকেই জানি। এখন আপনি আবার ''শক্তিশালী'' যোগ করাতে আরো ভালো লাগলো। ;)

কিছু ব্যাপার আছে না.....আপনি চান আর না চান, চোখের সামনেই ঘোরাফেরা করবে! ব্লগার রাজিব নুরের পোষ্ট তেমনই একটা ব্যাপার। ব্লগে ঢুকলেই একটা না একটা পাবেন। না পড়ে উপায় কি?? :)

১০| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

জুন বলেছেন: ভুয়া মফিজ আপনার এই লেখা পড়ে বুঝতে আমার একটুও অসুবিধা হয় নাই যে এটা প্রশ্নফাস জেনারেশনের একটা ডোডোপাখীর লিলিপুটিয়ান মগজের উর্বর ভাবনা চিন্তার ফসল /:)
এই রকম স্বপ্ন আমিও দেখতে চাই তবে শেষে থাকবে সমাধান, বজ্রপাতে পালায়া যাওয়া
ভুয়া পাবলিক না :P

যাইহোক অনেক মজা পেলাম সাথে একটি প্লাস ও দিলাম।

অট ; সহ ব্লগার চাদগাজী কে বলবেন ডোন্ট মাইন্ড, জুন আপা আপনার উল্লিখিত ডায়লগগুলো অনেক লাইক করে :)

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫৭

ভুয়া মফিজ বলেছেন: জুন বলেছেন: ভুয়া মফিজ আপনার এই লেখা পড়ে বুঝতে আমার একটুও অসুবিধা হয় নাই যে এটা প্রশ্নফাস জেনারেশনের একটা ডোডোপাখীর লিলিপুটিয়ান মগজের উর্বর ভাবনা চিন্তার ফসল /:) আপনি সব রকমের বিশেষণই প্রয়োগ করেছেন, শুধু ''শক্তিশালী'' যোগ করতে ভুলে গিয়েছেন। =p~

আপনাকে মজা দিলাম আর ধন্যবাদের সহিত প্লাস নিলাম। এই দেয়া-নেয়ার মাধ্যমেই আমাদের, ব্লগারদের বন্ধন আরো ''শক্তিশালী'' হবে। :P

আপনি যে গাজীভাইয়ের ডায়লগগুলো পছন্দ করেন, সেটা কি আর উনি জানে না! কি যে বলেন আর না বলেন! ব্লগের সবকিছু ভাইজানের নখের আগায়! B-)

১১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: টুয়েন্টি নাইন খেলা সবাই বুঝে না ।এই খেলার প্রয়োজনে বেগম, বাদশা এবং টেক্কা সকলকেই গোলামকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় ।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৯

ভুয়া মফিজ বলেছেন: টুয়েন্টি নাইন আমি খেলি না. আমি খেলি অকশান ব্রীজ। পারেন?

১২| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়বাম নে
লাইক দিয়া জানান দিয়া গেলাম যে আমি পোষ্টে ঢুকেছি

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫১

ভুয়া মফিজ বলেছেন: লাইক দিয়ে ''শক্তিশালী'' জানান দিয়েছেন। =p~

১৩| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন কল্প গল্প :)

ধুর ঠাডা পড়ার আর সময় পাইলো না ;) আমরা সত্যিকারের ভালবাসায় ডুবে যাইতাম ;)
ডানা ভাইয়ের বুদ্ধিটা কাজে লাগায় গব্বর সিংয়ের তেরটা বাজাইতাম =p~

ফিকশন গল্পে ++++

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৬

ভুয়া মফিজ বলেছেন: ধুর ঠাডা পড়ার আর সময় পাইলো না কি আর করবেন, ঠাডা তো সময়-অসময় বোঝে না; যখন-তখন পরতে পারে! ;)

দেখি, ওস্তাদে আর যোগাযোগ করে কিনা, নাকি ''নিরুৎসাহিতকরন'' এর ফেরে পরলো। ডানা ভাইয়ের বুদ্ধিটা আমাগো খুবই দরকার। :D

১৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হহআ হা হা হা দারুন গল্প, স্বপ্নেও সামুর সাথে

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৮

ভুয়া মফিজ বলেছেন: সামু তো এখন শয়নে-স্বপনে-নিদ্রায়-জাগরনে উপস্থিত। কি আর করমু কন! :)

অটঃ আপনার অফিসিয়াল সমস্যা কি মিটছে?

১৫| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:১১

আনমোনা বলেছেন: আপনার বাস্তব ভালোবাসা দরকার!!! খেয়েছেরেএএএএ... :|

১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:০০

ভুয়া মফিজ বলেছেন: আপনার বাস্তব ভালোবাসা দরকার!!! আমার না, আমাগো; মানে ব্লগের সবার। :)

১৬| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫২

পুলক ঢালী বলেছেন: হা হা হা সাইন্স ফিকশন কমেডি দারুন লাগলো । আপনি দেখছি আরো কিছু খেতাব অর্জন করলেন !
বেকুব, রামছাগল, প্রশ্ন--- ইত্যাদি ইত্যাদি তবে মনে হচ্ছে সব খেতাবই ভুয়া :D

১৬ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪৪

ভুয়া মফিজ বলেছেন: আমরা, বাংলাদেশীরা খেতাব খুবই পছন্দ করি। তাই নিজে দেই কিংবা অন্যে দেক, যে কোনও খেতাবই আনন্দের; তা সেটা ভুয়া হোক আর জেনুইন! ;)

১৭| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৫

বলেছেন: হা হা হা আসল রমিজ তো আসল প্রশ্ন ফাঁস করে দিলো না।।।।


স্বপ্নেও তেল মারে -- তেল আসলেই সব শালার পছন্দ

পুরাই একটা মফিজ মার্কা তেলেসমাতি দেখিয়ে দিলেন পোস্টে।।।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:১১

শ্রেষ্ঠ অফিসার বলেছেন: লেখক বলেছেন: জুন বলেছেন: ভুয়া মফিজ আপনার এই লেখা পড়ে বুঝতে আমার একটুও অসুবিধা হয় নাই যে এটা প্রশ্নফাস জেনারেশনের একটা ডোডোপাখীর লিলিপুটিয়ান মগজের উর্বর ভাবনা চিন্তার ফসল


ভুয়া...........ভুয়া ...........ভুয়া --জয় হোক

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ভুয়া...........ভুয়া ...........ভুয়া --জয় হোক স্লোগানটা খারাপ না একেবারে। :)

১৯| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৬

ডঃ এম এ আলী বলেছেন: গভীর ঘুমের মধ্যেও ঝিমুনি আছে
অতি বাস্তব ঘটনা , এই ঝিমুনী নিয়েও আমি
মাঝে মাঝে লিখে চলি । এইতো গতকাল হতে
ঝিমুতে ঝিমুতে খানেক আগে স্বপ্নের ঘোরে লেখা
একটি অনুর্বর মস্তিস্ক-প্রসূত অবাস্তব কল্পনার
কথামালা প্রসব করে এসেছি ব্লগে । রমিজ
মিয়া হয়তো আমাকে আগেই ধরেছে ।
প্রশ্ন করার স্বভাবটা কম থাকায়
মনে হয় ধমক ধামক দেয়ার সুখ
না পাওয়ায় আপনার উপরই
এখন য়ুৎসই ভাবে
আছর করেছে :)
গল্প ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:২২

ভুয়া মফিজ বলেছেন: ঘুমের মধ্যে ঝিমাতে ঝিমাতে তো আপনি একটা গুরুত্বপূর্ণ বিশাল পোষ্ট লিখে ফেলেছেন। কামনা করি, প্রায়শঃই আপনার যেন ঝিমুনি আসে, আর আমরা দারুন সব পোষ্ট পড়ার সুযোগ পাই। :)

রমিজ মিয়া তো আসলেই বেশ কাজের মনে হচ্ছে!! ;)

২০| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১১

জুন বলেছেন: এই রকম একটা ম্যাওপ্যাও লেখায় শক্তিশালী কথাটা ব্যবহার ঠিক না ভুয়া :||
:`>

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৭

ভুয়া মফিজ বলেছেন: লেখাটা তো ম্যাও প্যাও বটেই। 'শক্তিশালী' শব্দটা ব্যবহার করলে এটা লেখাকে শক্তিশালী করতো না, বরং এটা যে একটা ম্যাও প্যাও লেখা......এই ধারনাটাকেই শক্তিশালী করতো। এ'জন্যেই 'শক্তিশালী' শব্দটা ব্যবহার করতে বলেছিলাম। :P

২১| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩১

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান! :)

২২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০২

করুণাধারা বলেছেন: মাথাটা একেবারে ছ‍্যাড়া ব‍্যাড়া হয়ে গেছে! এই সময় এই লেখাটা বেশ কাজে দিল চিন্তা ভাবনাকে লাইনে আনতে। তাই পোস্টে লাইক। আরেকটা লাইক দিলাম রাজীব নূরকে। তাস খেলা নিয়ে উনি মনে হয় সমস্যায় আছেন; সম্ভব হলে সাহায্য করতাম। সম্ভব হচ্ছে না, কারণ চাঁদ গাজীর উপদেশ মত আমাকে এখন ষষ্ঠ শ্রেণির বই নিয়ে লেখাপড়া করতে হচ্ছে। আপনি তো প্রশ্ন ফাঁস জেনারেশন, প্রশ্ন ফাঁস করে আমাকে একটু সাহায্য করতে পারেন কিনা দেখেন!!

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৬

ভুয়া মফিজ বলেছেন: যাক, তবুও তো আমার এই ম্যাওপ্যাও লেখা আপনার ছ‍্যাড়া ব‍্যাড়া মাথাটাকে একটু লাইনে আনতে পারলো। B-)

আপনি মনোযোগ দিয়ে স্টাডি করেন। বেশী সমস্য হলে পন্চম শ্রেণী দিয়ে শুরু করেন। আমি প্রশ্ন ফাস জেনারেশনের জেনুইন না, ভুয়া সদস্য। সেজন্যে আপনাকে সাহায্য করতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত। =p~

২৩| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,





ইন্টারগ্যালাক্টিক এমন কথোপকথনে মাথায় আলফা-বিটা- গামা ওয়েভের ঢেউ বয়ে গেলো। ;) ব্লাক হোল থেকে যখন কিছুই বেরুতে পারেনা তখন হোয়াইট হোল ( ম্যাটার এন্টিম্যটার সূত্রানুযায়ী সাম্প্রতিক গবেষণার বিষয়) থেকে সবই বেরুতে পারবে মনে হয়। ব্লগ হলো তেমন একটা হোয়াইট হোল। এখানে সব কিছুই সাদা । :(
সাতটি রং মিশে সাদা হয়। আর ব্লগে তো রংয়ের শেষ নেই.......... তাই চৌদ্দ রং মিশে কাদা হয়ে গেছে সব। বাকীটা জানা যেতো যদি রমিজ ভাইয়ের সাথে যোগাযোগটা ছিঁড়ে না যেতো। :|| হাতের কাছে আপনার একটা ফেভিকলের ডাব্বা রাখা উচিৎ ছিলো। অনুর্বর মস্তিষ্ক বলেই সে ডাব্বা রাখার কথা আপনার মনে হয়নি। :P

১০ নম্বরে সহব্লগার জুন এর মন্তব্য সেইরাম হৈছে। তাঁর মন্তব্যে প্লাস।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৯

ভুয়া মফিজ বলেছেন: রমিজ ভায়েদের বিজ্ঞানীরা ব্ল্যাকহোল, হোয়াইটহোল, ম্যানহোল.....সব হোল থেকে বের হওয়ার প্রযুক্তি আবিস্কার করে ফেলেছে। তাই, এটা উনাদের জন্য কোন ব্যাপারই না। উনি বলেছেন, আমরা এখনও অনেক কিছুরই শিশু অবস্থায় আছি। :P

আসলে প্রথম দেখায় তো বুঝি নাই যে, এই সুযোগ আসবে! পরের বার ফেভিকল, সুপার গ্লু, জুতার গ্লু সব টেবিলে সাজায় রাখবো। একটা না একটা তো কাজ করবেই, কি বলেন!! :)

২৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৩:৪৫

আরোগ্য বলেছেন: সম্প্রতি আমিও প্রশ্নফাঁস জেনারেশনের আখ্যা পাইয়াছি। স্বয়ং আমাদের বিদ্যালয়ের হেডমাস্টার চাঁদগাজি আমাকে ভুষিত করিয়াছেন।

আপনার আরেকটু বেশি ঘুমাইলে কি ক্ষতি হইতো। এসব কাল্পনিক ভালোবাসা বাদ দিয়া আমরা বাস্তব ভালোবাসা চাই। আবার যখন প্রতিবেশীর দর্শন পাইবেন তখন কোনমতেই চোখ খুলবেন না, সত্যিকারের ভালোবাসা আদায় করিয়াই রফাদফা করিবেন। ইহস আপনার প্রশ্নফাঁস সহপাঠীদের আবদার।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮

ভুয়া মফিজ বলেছেন: প্রশ্নফাস জেনারেশন ক্লাবে আপনাকে সু-স্বাগতম!! আসেন, দুইভাই কোলাকুলি করি...



আপনার আরেকটু বেশি ঘুমাইলে কি ক্ষতি হইতো। আমি তো ঘুমাইতেই চাইছিলাম। আচানক ঠাডা পরলে কি করুম!! :D

২৫| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৭

আখেনাটেন বলেছেন: 'লিলিপুটিয়ান লেখা। ডোডোপাখি ও পিগমিরা দেখছি চারিদিকে থৈ থৈ ,হৈ চৈ করছে। প্রশ্নফাঁস জেনারেশনের জন্য জাতির সামনে ভয়ানক দুর্যোগের ঘনঘটা। এসব ম্যাঁওপ্যাঁও লেখা বাদ দিয়ে জাতির ফ্রিতে শিক্ষার জন্য কিছু করে দেখান। ডোডো।' --বয়ানে গাজীদা। =p~



১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৩

ভুয়া মফিজ বলেছেন: প্রথমে মন্তব্য পড়তে পড়তে ভাবছিলাম, আখেনাটেনের ছদ্মবেশে গাজীভাই এসে হাজির হলো নাকি! পরে শেষে দেখি বয়ানে গাজীদা। =p~

২৬| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: হাহাহা..........এতো প্রশ্ন করলে হবে !! বর্ণনা এবং গল্প ভালো লাগল।
+।

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ভুয়া মফিজ বলেছেন: ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আমার মনে হয় না কোন গল্প হয়েছে। একটা ইস্যু নিয়ে (সম্ভবতঃ জানেন) ব্লগের পরিবেশটা ভারী হয়ে ছিল। তাই ভাবলাম, একটু শ্যালো টাইপের কিছু লেখি। তো, অনুর্বর মস্তিষ্কে এই লেখাটাই এলো। তারপরও আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। :)

ভালো থাকবেন সুমনদা।

২৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৫

সেতুর বন্ধন বলেছেন: আসেন কোলা কোলি করি। আমি একজন ব্লগার নয়। দুই বছর আগে রিজিষ্ট্রেশন করেও বেশ কিছু পোস্টাইয়াও এখনো ব্লগার হতে পারলাম না।এই আপসোস কোথায় বলি বলুন!

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

ভুয়া মফিজ বলেছেন: এখানে মন্তব্য যেহেতু করেছেন.....অবশ্যই আপনি একজন ব্লগার। আপনার ব্লগও দেখলাম।

প্রায় আড়াই বছরে ৩৭ টা পোষ্ট দিয়েছেন, তারপরও অফিসিয়ালি ব্লগার (সেফ ব্লগার) হতে পারেন নাই.....অত্যন্ত দুঃখজনক। ব্লগারদের সাথে যোগাযোগ আরো বাড়ান। বিভিন্ন পোষ্টে মন্তব্য করেন, মতের আদান-প্রদান করেন। আড়াই বছরে মাত্র ৫১ টা মন্তব্য বেশ কম। তবে, স্বীকার করতেই হবে, আপনার প্রতি কর্তৃপক্ষের মনোযোগ যে কোন কারনেই হোক, আকর্ষিত হয় নাই।

আপনি [email protected] এ মেইল করে আপনার পরিসংখ্যান জানান। আশাকরি, সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.