নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।



সাইকেলের দেশ হল্যান্ড। আমি অনেক আগে শুনেছিলাম সেখানে সাইকেল খুব বেশি। কিন্তু বেশিরও তো একটা সীমা থাকে। তাই সেই সীমা টা জানার জন্য ইউরোপ সফরের অংশ হিসেবে আমি প্রথমে হল্যান্ডে বেড়াতে যায়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একটু ভ্রমন নেশা- ই নেশাগ্রস্থ হয়ে পড়েছি। অনেক আর্থিক অসংগতি থাকার পরও কেন যেন বিভিন্ন দেশ ও শহর ভ্রমনে মন প্রায়ই অস্থির থাকে। হল্যান্ড বেড়াতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও সেখানে একজন পরিচিত বা অপরিচিত বাংলাদেশী লোকের সন্ধান যোগাড় করতে পারিনি। যায় হোক ইচ্ছা ছিল হল্যান্ডে যাব তাই যাওয়া। সেখানে এক সপ্তাহ ছিলাম বেশ ভালই লেগেছে। কিন্তু তুলনামুলক সেখানে জীবন যাত্রার ব্যয় খুব বেশি। হল্যান্ডের সমস্ত বাড়িতেই অন্তত পক্ষে প্রতিটি মানুষের জন্য এক বা একাধিক সাইকেল থাকা চাই। আমি কিছু সাইকেলের ছবি ফেসবুক এ পোস্ট করেছিলাম। অনেকেই লিখেছেন হল্যান্ড এর মানুষ গরীব কিনা! সবচেয়ে মজার ব্যাপার হল একেবারে ছোট্ট শিশুরাও তাঁদের বাবা-মা এর সাথে ছোট্ট সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খুব ভাল লাগার বিষয়! তবে আমার ধারণা ডাচদের বিশ্বাস প্যাডেল ঘুরানোর মধ্যেই সাফল্য আছে। এতে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায় আবার অন্য সাফল্যও খুঁজে পাওয়া যায়। বিভিন্ন স্থানে পথচারীরা জরুরী প্রয়োজনে প্যাডেলের সাহায্যে তাঁদের মোবাইল, ল্যাপটপ, আইপড ইত্যাদি চার্জ করতে পারে। বলে রাখা ভাল, সেখানে ঐ টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনে খুব বেশি জনপ্রিয়। যাকে উইন্ড মিল বলে থাকি আমরা। আরও লিখা আসবে "ইউরোপের দেশে দেশে" শিরোনামে ঘুরে বেড়ানো সব গুলো দেশ নিয়ে। এখন আমি পর্যটনের দেশ স্পেনে। বন্ধুরা আমার ইচ্ছা আছে আমার ভ্রমনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট লিখা ও কিছু দুর্লভ ছবি পোস্ট করে। আর ভ্রমন শেষে সময় নিয়ে অনেক বড় আকারে লেখা হবে। আসুন এবার কিছু ছবি দেখে নিই। আর অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

শিব্বির আহমেদ বলেছেন: ভালো লাগলো । নিয়মিত আপনার লেখা পাব বলে আশা করছি । :)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমারও ভাল লাগলো আপনার মন্তব্যের জন্য। আশাকরি কিছু মজার অভিজ্ঞতা শেয়ার করতে পারব সবার সাথে।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

ইলি বিডি বলেছেন: ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৫

ইমরান আশফাক বলেছেন: প্রিয়তে দিয়ে দিলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

বিদ্যুৎ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০০

লিখেছেন বলেছেন: ্গজি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.