নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

একুশের কবিতা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২


একুশের কবিতা
******* বিদ্যুৎ
বায়ান্নতে গর্জে ছিল রাখতে মাতৃভাষা বাংলা
একাত্তরে ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ বাংলা।
বাংলা মাতাল, বাংলা পাগল, বাংলায় গর্জন
বাংলা যদি গর্জে উঠে থরথর কাঁপে ধরণীতল।


একাত্তরের নির্যাতনে ঠেকে ছিল পিঠ দেওয়ালে
অস্ত্রবিহীন বীর বাঙ্গালী গর্জে উঠেছি একসাথে।
যুদ্ধ করতে অস্ত্র লাগে, বুকে লাগে বড় হিম্মৎ
হিম্মৎ ছাড়া যুদ্ধ বিজয় হবে নাকো অকস্মাৎ।

হিম্মৎ হল বড় অস্ত্র তার প্রমাণ বাংলা যুবক
এমন নজির পাবে নাকো খুজলে সারা মুল্লুক।
ভাষার নামে স্বাধীন আমি ভাষা মোর পরিচয়
মাতৃভাষা লজ্জা পেলে তোর জীবন যে অপচয়।


উন্নায়নে জোয়ার বেশি মানুষ থাকে আস্তাবলে
অপসংস্কৃতি আগ্রাসনে বাংলা এখন গোবরকরে।
সালাম বরকত রফিক জব্বার সব মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাইবে বাংলায় যদি গাই।

স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন আমার হিয়া
যা খুশি আমি করতে পারি সবই খোদার দয়া।
বাংলা আমি গৌরব করি বাংলায় করি প্রার্থনা
বাংলা সংস্কৃতি বিহনে স্বাধীনতাই তোর মিথ্যা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।
শুভ কামনা রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল আপনাকে। ভাল থাকবেন সব সময়।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

জয় মন্ডল বলেছেন: ভাল লাগল। পড়ে খুব ভাল লাগল।আরও লিখুন শুভ কামনা রইল।ভাই আমি ব্লগে নতুন। লেখা প্রকাশ করলাম কিন্তু প্রথম পাতায় আসছে না।আসতে কি কিছু দিন অপেক্ষা করতে হয় নাকি কোন দিন প্রথম পাতায় আসবে না।দয়া করে জানিয়ে দিন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

বিদ্যুৎ বলেছেন: নতুন ভুবনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য। আপনার একাউন্ট অনুমোদন হলেই আপনার লেখা প্রকাশ করবে। আর প্রথম পাতায় প্রকাশ হওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যখন আপনি লেখাটি পোস্ট করতে যাবেন তখন বাম সাইটে উপরের দিকে একটি ক্লিক বাটন সিলেক্ট করে দিতে হবে। সেখানে লেখা আছে "আপনার লেখাটি সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে" ঠিক ওই ঘরটা ক্লিক করবেন এবং তারপর পোস্ট বাটনে চেপে পোস্ট করবেন। আশাকরি বুঝতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.