নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

যে বনে যায় সেই বাঘ হয়।

২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২৫


আমরা প্রায়ই শুনি দেশ অনেক এগিয়ে গেছে কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পরে এসেও যদি একটি সঠিক নির্বাচন প্রক্রিয়া এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করতে হয়, তাতে আর যায় বলি না কেন দেশ এগিয়ে গেছে একথা কেউ মানতে রাজি হবে না। দেশ এগিয়ে যাওয়া বলতে এতটুকুই যে, আগে মানুষ না খেয়ে মরেছে আর এখুন মানুষ দুমুঠো ফরমালিন খেয়ে মরতে পারে। আগে মানুষ ভিক্ষা করে খেয়েছে আর এখন মানুষ ঋণ করে খাচ্ছে। আগে ব্রিটিশ শোষণ করেছে, পাকিস্তান শোষণ করেছে আর এখুন আমার জ্ঞাতি ভাইবোনেরা শোষণ করেছে। ইংরেজরা লুটপাট করে নিয়ে কহিনুর দিয়ে প্যালেস সাজিয়েছে। পাকিস্তানিরা লুট করে ইসলামাবাদ বানিয়েছে আর এখন আমাদের ভাইবোনেরা লুট করে সুইস ব্যাংকগুলোর সমৃদ্ধ করছে। নাটক ঠিকই মঞ্চস্থ হচ্ছে শুধু নাটকের নট-নটী পরিবর্তন হয়েছে এই যা উন্নতি হয়েছে তবে এখানে বিশাল বড় একটা কিন্তু আছে তা হল আগে সব শোষকেরা শোষণ করে নিজ দেশে নিয়ে যেত আর আমাদের আপন শাসকেরা বিদেশে পাচার করছে। তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলী, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন, মিসরের হোসনী মোবারক, সিরিয়ার বাসার আল আসাদ সহ অনেক আরাবিয়ান শাসক গোষ্ঠী বিপুল পরিমাণে অর্থ সুইস ব্যাংকে জমা রেখেছিল কিন্তু কাহারও শেষ রক্ষা হয় নাই। আরব বসন্তে তাঁদের সবার জীবনে বসন্তের কোকিলের সুকণ্ঠী সুর না বেজে কাকের কর্কশ সুরে জীবনের বারটা বেজেছে। এ থেকে আমাদের শিক্ষা হবেনা কারণ আমাদের নেতারা লোভে মত্ত। লোভে পাপ, পাপে মৃত্যু আর এই মৃত্যুর মাধ্যমেই পরিসমাপ্তি হবে। শুধু এই টুকু সান্ত্বনা ওরা তো আমাদেরই ভাইবোন তাই না? যখন পাকিস্তান ছিল তখনও সবাই আমরা জ্ঞাতি ভাইবোন ছিলাম। শুধু জ্ঞাতি ভাইবোন বলেই আমরা ১৯৪৭ সালে ভারতের পেটের মধ্যে থেকেও আমরা সেদিন পাকিস্তানী হয়েছিলাম। শুধু ব্রিটিশ একমাত্র শোষণ করেছে যারা আমাদের জ্ঞাতি ভাই ছিলো না। অবশ্য আমরা ভাগ্যবান যে ১৯৪৭ সালে আমরা পাকিস্তানী হয়েছিলাম বলেই আজ আমরা বাংলাদেশী হতে পেরেছি। এরকম না হলে আমরা আজ ভারতের কোন অঙ্গ রাজ্যই থেকে যেতাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


যাক, শেষ শান্তনা খুঁজে পেয়েছেন, দেখলাম।

২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আমার আগের লেখাগুলো একটু বেশি বড় হওয়ায় পুরোটা না পড়েই মন্তব্য করতেন। আজকে লেখাটি খুব ছোট তাই হয়ত পুরোটা পড়েছেন। যাইহোক আপনি যে আমার লেখাটি পড়েছেন এই জন্য আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.