নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজিৎ তোমার মৃত্যু আমাকে অপরাধী করে।

০৭ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪


বিশ্বজিৎ তোমার মৃত্যু আমাকে অপরাধী করে। শুধু এই একটি ছবি প্রমাণ করে বিশ্বজিৎ হত্যার বিচার ন্যায় বিচার হয় নাই। কিন্তু আরও কিছু কথা বলতে হয় কারণ আমি অবাক সাথে ভীষণ রকমের ক্ষুব্ধ। বিশ্বজিতের লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদনে একটি গুরুতর আঘাতের কথা উল্লেখ আছে। সেই কারণে বিচারক ছয় জনকে ফাঁসি থেকে নাজাত দিয়েছে। কোটি কোটি মানুষ এই ছবি দেখেছে যেখানে কমপক্ষে পাঁচ জন এক সাথে বিশ্বজিতকে হত্যা করছে অথচ বিচারক তুমি আজ অন্ধ হলে। রোজ কিয়ামতে তোমার নাজাত এই বিশ্বজিৎ খোদার কাছে নালিশ করে আটকিয়ে দিবে। অভিশপ্ত তোমার মত বিচারকদের জন্য।
খোদা একদিন তোমাদের সবার বিচার করবে। দেখে নিও সেদিন বিশ্বজিৎ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ঘটনাটি খুবই বেদনাদায়ক। কিন্তু কি ফল হল...................................

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

বিদ্যুৎ বলেছেন: সেই জন্যই তো আজকের এই পোস্ট। সব বিচার সুবিচার হলে তো আর লিখতে হত না। আমরা সব সময় ন্যায় বিচারের পক্ষে। ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫২

বারিধারা বলেছেন: এদেশে কোরআন হাদীস আল্লাহ রাসুল নিয়ে কথা বলা যায়, কিন্তু বিচার নিয়ে কোন প্রশ্ন তোলা যাবেনা - এমনই বিশুদ্ধ (!) আমাদের
পবিত্র বিচারকেরা !!!!

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

বিদ্যুৎ বলেছেন: অনেক কিছুই তো করা যায় না তাতে কি সব কিছু বন্ধ আছে সব। চলছে সবই চলছে। তেমনি আমরাও ন্যায় বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

ফেল কড়ি মাখ তেল বলেছেন: উন্নয়ন এর মহাসরকে এই রকম দুই চারটা বলি নাহ হলে কি ভাবে হবে???

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

বিদ্যুৎ বলেছেন: ভাই, যে হারায় সে বুঝে বেদনা। সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাজি খুন দুর্নীতি বিচার হীনতার সংস্কৃতি দেশকে উন্নয়নের মহাসড়ক থেকে খাদে ফেলে দিয়েছে। খাদ থেকে লাইনে তোলার মত কোন যন্ত্র আর কাজ করছে না। ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: উচ্চ আদালতের ভার্জিন বিচারকরা খুবই ভাল।প্রধান বিচারপতির কোন বিপ্লবী প্রেস নোট এখনো কি আসে নি।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

বিদ্যুৎ বলেছেন: অপেক্ষা করতে হবে। তবে একবার আস্থা হারালে তা ফেরানো খুব কঠিন। ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আদালত অবমাননার দায়ে আপনি ফেঁসে যেতে পারেন! সুতরাং সাবধান! এখনো আরো একটি ধাপ বাকী আছে তাহলো- মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা; তাই এখনই নিঃশ্চিত বলা যাবেনা তাদের আদৌ সাজা হবে কিনা!






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। রাষ্ট্রপতি কেবল বাকি দুই জনকে ক্ষমা করতে পারেন কিন্তু যারা অন্যায় বিচারের মাধ্যমে নাজাত পেল তাদের কি রাষ্ট্রপতি ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে পারবে। এমন নজির নেই।

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

করুণাধারা বলেছেন: ভাল পোস্ট। কিন্তু কোন মন্তব্য করব না। ঝামেলায় না পড়ুন এই শুভকামনা রইল।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

বিদ্যুৎ বলেছেন:


ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে যেন থাকি অবিচল।
হে রহিম রহমান করিও তুমি আমাকে অশেষ মেহেরবান।


আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭

টারজান০০০০৭ বলেছেন: তাওতো দুইজন পড়ছে , গুজরাটে তো গণহত্যার শাস্তি হইলো জেল ! আমাদের আইন আবার তেনাদের ফলো করে কিনা !

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

বিদ্যুৎ বলেছেন: ভাই আমরা সব বিচারের সঠিক বিচার চাই। কোন ভেদাভেদ দেখতে চাই না। ধন্যবাদ।

৮| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০২

তিতাস৮১ বলেছেন: মালিকিয়াও মিডডিন , তিনি (আল্লাহ্‌ ) বিচার দিনের মালিক। সেদিন অবশ্যই প্রত্যেককে তার কর্মের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপনি ঠিক বিষয়টিকে রেফারেন্স করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.