নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

সিনহা নাটক জাতির জন্য লজ্জা

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২১



এই কইছিলাম না! তোমাকে শুধু চেয়ার (প্রধান বিচারপতি পদ) না দেশও ছাড়তে হবে। তোমার পদের সাথে তোমাকে দেশ ছাড়াও করেছি। মনে এখন খুব শান্তি! তোমার ভাগ্য ভাল যে শেষ পর্যন্ত বউকে কাছে পেয়েছো। না হলে বউ ছাড়া করতাম তোমাকে!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকাশ্য নগ্ন হুমকি, তার বাস্তবায়নের পরো দানব ভাবে মানুষ তার মূখোশে বিভ্রান্ত হবে????

কুহকাশা!!!!!!!!!!!

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

বিদ্যুৎ বলেছেন: তারপরও বলছে সব স্পেকুলেসন ! ধন্যবাদ আপনাকে

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

সোহানী বলেছেন: দেশ এগিয়ে চলছে.... বাক স্বাধীনতার চমৎকার দ্বার উন্মোচন চলছে..........

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

বিদ্যুৎ বলেছেন: এই তো বাক স্বাধীনতা। আমরা কিছু বললে ৫৭ধারা আর ক্ষমতাসীন অপশক্তির পক্ষ বললে কিছুই না। ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

কামরুননাহার কলি বলেছেন: বাহ কি সুন্দর রাজনীতি বাংলাদেশে আমার সোনার বাংলাদেশে ৩০ লক্ষ শহীদের রক্তের বাংলাদেশে কি সুন্দর রাজনীতি। চমৎকার জাতির কাছে লজ্জাজনক কথা । কি শিখবো আমরা এটাই কি শিখতে হবে আমাদের প্রজন্মদের বা বা বা বা বাহ।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপা আপনাকে। সুন্দর মন্তব্যে আপনার উদ্বিগ্ন প্রকাশ করার জন্য।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১

নিরাপদ দেশ চাই বলেছেন: অবেধ স্বৈরাচারী সরকারের ব্যবহারতো এমনটাই হবে। অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের হাল হয় সিনহা বাবুর মত হবে নতুবা গুম হতে হবে।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

বিদ্যুৎ বলেছেন: সিনহা বাবু সারা জীবন এই জুলুমবাজ স্বৈরাচারদের কাজ করে আসছে। কনফ্লিট অব ইন্টারেস্ট হওয়ায় এই অবস্থা। তবে সিনহা ব্যাক্তি হিসাবে যাই হোক প্রধান বিচারপতি কিন্তু একটি সাংবিধানিক পদ যা দেশের মান ইজ্জতের সাথে জড়িত।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

ময়না বঙ্গাল বলেছেন:

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: আমি চাই শান্তি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

বিদ্যুৎ বলেছেন: আমরা সবাই শান্তি চাই। কিন্তু শান্তি একটি আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা এখন শুধু কল্পনায়! ধন্যবাদ আপনাকে রাজীব নুর।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: সিনহা নাটক জাতির জন্য লজ্জা
এভাবে বলতে হয়না ভ্রাতা দেশ উন্নয়নের অগ্র যাত্রায় এগিয়ে চলছে তার মাঝে এসব কথা শুনলে লজ্জা পাই। :)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

বিদ্যুৎ বলেছেন: হুম !! উন্নয়নের জোয়ারে আমরা ভেসে গেছি। কোন কিনারা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে নিজে একটা থাপ্পড় খাওয়া, মাইর খাওয়া বিচারপতি। অবশ্য সিনহা সাহেব খোলাসা না করলে ধরে নিতে হবে অভিযোগগুলো সত্য...

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

বিদ্যুৎ বলেছেন: সিনহা সাহেব যে সৎ এটা বলা সম্ভব নয় তবে আপত দৃষ্টিতে মনে হচ্ছে এই নাটকের তিনিও একজন নটরাজ! যায় হোক জাতি হিসাবে আমরা চরম লজ্জিত। যদি সিনহা সাহেবের বিরুদ্ধে এত এত অভিযোগ সত্য হয় তবে যারা তাকে সিনিয়রিটি লঙ্ঘন করে নিয়োগ দিলেন তাদের কি জবাবদিহি আছে? ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.