নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর প্রতি--- শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮



বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর প্রতি--- শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে পুনঃ প্রকাশ

হে মহীয়সী নারী,
আপনি বলেছিলেন--
জাগো জাগো জাগো গো ভগিনি
আপনার ভগ্নিরা জাগিয়া জাগিয়া ঘুমায়,
আপনার নিজ ভগিনি বনে গিয়া রাবণ হিংস্র হয়।

হে মহীয়সী মানবী,
আপনি বলেছিলেন—
ভগ্নিদের শিক্ষিত করিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়া দিতে,
কিন্তু নিজ ভগ্নি, আপনার চেতনা ছুড়ে ফেলে পাঠ থেকে।

হে মহীয়সী প্রতিবাদী,
আপনি বলেছিলেন—
নারী সমাজের অর্ধেক, সে হীনা সমাজ নাহি উঠিবে,
কিন্তু আপনার ভগ্নি, কাউকে তার সমকক্ষ হতে নাহি দিবে।

হে মহীয়সী অগ্রগামী,
আপনি বলেছিলেন—
নর-নারী দু’পা, এক’পা বাঁধিলে কত দূর অগ্রসর হবে,
কিন্তু আপনার ভগ্নি, সমাজের দু’পা বাঁধিয়া রাখিয়াছে তবে।

হে মহীয়সী সুলতানা,
আপনি বলেছিলেন—
বিবাহ পাত্র-পাত্রীর সম্মতি দ্বারা, ছাড়তে কেন নয় তা?
কিন্তু আপনার ভগ্নি, আইন করিয়াছে নারীর ক্ষেত্রে তা মানা।

হে মহীয়সী সংস্কারক,
আপনি বলেছিলেন—
অকর্মণ্য পুতুল জীবন বহিবার জন্য সৃষ্ট হয় নাই নারী,
কিন্তু আপনার ভগ্নি, আইন করেছে বাল্যবিবাহ তবে হবেই আজি।

হে মহীয়সী স্বপ্নদ্রষ্টা,
আপনি এও বলেছিলেন—
নারী জাতি অনগ্রসর এর জন্য নারী জাতিও যে দায়ী,
তাই তো কোন ভগ্নি মস্তক উঠালে চূর্ণ করে দেয় তার প্রিয় নেত্রী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতাটা তো ভালো হয়েছে।
কিন্তু আর কোনো মন্তব্য নাই কেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৭

বিদ্যুৎ বলেছেন: ভাই কবিতা কি সবার পড়ার সৌভাগ্য হয়। কিছু মানুষের পড়ার ভাগ্য হলেও মন্তব্য করার ভাগ্য নাই। তাই মন্তব্য নাই। আপনার মত সৌভাগ্যবান একজন পাওয়া গেছে। আপনাকে অফুরান্ত ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.