নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

আমি এক পিচ ঢালা রাজপথ

১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০৫


প্রতীকী ছবি ইন্টারনেট থেকে----

আমি এক পিচ ঢালা রাজপথ
---------------------মোঃ শামীম হোসেন (বিদ্যুৎ)
--------------------------------------------------------------------

আমি এক পিচ ঢালা রাজপথ
রঙ বেরঙের সাপের মত চলেছি আঁকাবাঁকা বিস্তর
খাল বিল পাহাড় পর্বত ডিঙিয়েছি দেশ থেকে মহাদেশ
অনাবিল আনন্দ বেদনা আর অভিশপ্ত জীবনের হয়েছি কত সঙ্গী।

সফল সার্থক আর ন্যায় অন্যায়
প্রতিনিয়ত করেছে মোরে যেমন আপ্লূত আর বিমর্ষ
বুকে চাপিয়ে রেখেছি শত করুণ আর্তনাদ আর অব্যাক্ত গল্প
চিৎকার করে প্রতিবাদ করেছি শুনে নাই কেহ আমি যে নির্বাক।

আমি এক পিচ ঢালা রাজপথ
নাওয়া হয়েছে কত শত মজদুরের পবিত্র রক্তিম বানে।
ভীষণ প্রতিবাদী তাই অভিশপ্ত করেছি হেতু আমি যে মূক বাহে
হবে নিশ্চয় তুমি ধবংস হবে রক্ত পিপাসু অত্যাচারী জালেম মূর্খ।

ঘাত প্রতিঘাত আর ক্ষত বিক্ষত
অবিরত হনন করেছে আমার নিম্নাঙ্গ যাহা আমাকে করে লজ্জিত
উচ্চাঙ্গ আমার পাশ্চাত্য ইউরোপে আমেরিকায় সুমহান সজ্জিত
নিম্নাঙ্গ আমার প্রাচ্য বাংলায় যেথায় কাটাকাটি করে দ্বিধাহীন শত।

আমি এক পিচ ঢালা রাজপথ
নির্ঘুম কাটে রাত, শুনি অভিসম্পাত, কেন দীর্ঘ তুমি রাজপথ?
শর্টকাট ভুলে এসো দীর্ঘ সাধনার পথে দেখিবে মুক্তির সনদ।
আমি এক পিচ ঢালা রাজপথ, এসো খুঁজে পাবে বিজয়ের রসদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: দারুণ বর্ণনা, আমাদের দেশের প্রায় রাস্তাগুলো এই জরাজির্ণ অবস্থায় আছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আমি নতুন বন্ধু আমার পাতায় আমন্ত্রণ রইল।ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

বিদ্যুৎ বলেছেন: আপনার আমন্ত্রনের পূরবেই আমি নিমন্ত্রণ খেয়ে এসেছি। খুব ভাল হচ্ছে। চালিয়ে যান--- বহুদূর যেতে পারবেন। ধন্যবাদ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অনেক কিছু ফুটে উঠেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ লেখক রাজীব নুর। আপনার সুরভী কিন্তু খুব ভাল হয়েছে। পড়ে খুব মনে ধরেছে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.