নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

কর্মকর্তা কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করে, তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নাই ঃ শিক্ষামন্ত্রী নাহিদ

২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৪



অবশেষে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের/শিক্ষকদের ঘুষ শিক্ষায় শিক্ষিত করলেন শিক্ষা মন্ত্রী! অবৈধ সরকারের এই বিনা ভোটের মন্ত্রী নাহিদ তার অফিসারদের পরামর্শ দিলেন - “সহনীয় মাত্রায় ঘুষ খেতে!”
শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শুধু কর্মকর্তা কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করে, তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নাই।
অবশ্য এতে চমকানোর কিছু নাই, কারন কয়েক বছর আগে অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিত ঘুষ জায়েজ করে বলেছিলেন- ঘুষ হলো স্পীড মানি! এটা নাকি কাজের গতি বাড়ায়!

এরপরে ঢাকা ডিভিশনের এক ডিআইজি তার পুলিশদের হুকুম দিয়েছিলেন, রাস্তায় না খেয়ে অফিসে বসে ঘুস খেতে!
শিক্ষামন্ত্রী বলেন, ‘খালি যে অফিসাররা চোর তাই না, মন্ত্রীরাও চোর, আমিও চোর, এই জগতে এরকমই চলে আসতেছে।’
তার মানে দাড়াচ্ছে, বর্তমান বাংলাদেশে ঘুস হলো একটা বৈধ বিষয়! যে দেশের সরকার ও সংসদের জন্য ভোট লাগে না, জনগনের কাছে জবাবদিহিতা নাই, সেখানে অবাধ ঘুস কালচারে অবাক হওয়ার কিছু নাই। বরং সামনে যদি কে কত ভালো ঘুষ খেতে পারে, তার প্রতিযোগিতা হতে পারে__দেয়া হতে পারে জাতীয় পুরিস্কার!!!
এভাবে আর কত অনাচার? জাগো মানুষ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



জাতির জন্য ভয়ংকর খবর; তারেক, কোকো, ফালু, গিয়াস মামুন, মেজর সাইদ ইস্কান্দর, শামীম ইস্কান্দর, চকোলেট আপা, ডিউক, সবাই জাতির অংশ।



২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ এই বার খুব পরিস্কার যে আপনি কোন জাতি। পড়ে মন্তব্য করুণ না হলে করবেন না। লেখার সাথে ভিন্নমত কোন কোন সময় থাকবে কিন্তু কেউ অনৈতিক কাজে সমর্থন করে তাকে কোন ভদ্র সমাজ গ্রহণ করবেনা। আপনার নৈতিক উন্নতির খুব দরকার।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: X( X(( X((

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

রাবেয়া রাহীম বলেছেন: মানুষ জাগবেই

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাবেয়া রাহীম আপনাকে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

মলাসইলমুইনা বলেছেন: এর পরেও এ মন্ত্রী আছে এখনো ? চব্বিশঘন্টাতো কম সময় নয় !!!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩

বিদ্যুৎ বলেছেন: ভাই শিক্ষামন্ত্রী শুধু নিজেকে চোর বলেনি। তাদের সবার কথা বলেছেন। তাকে বরখাস্ত করলে থলের কালো বিড়াল বেরিয়ে আসবে। তাকে কৌশলে বরখাস্ত করলে করতে পারে। যেমনটা প্রধান বিচারপতি হয়েছে। অথবা সমন্বয় করে নিবে অনৈতিক সরকার।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি হতাশাজনক খবর

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৫

বিদ্যুৎ বলেছেন: রীতিমত ভয়ংকর ব্যাপার। তবে আরও ভয়ংকর হল যে সকল হাদারাম এই অনৈতিক কাজে সমর্থন করে মন্তব্য করে। আপনাকে ধন্যবাদ এই বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করার জন্য।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

শাহিন-৯৯ বলেছেন: চাঁদগাজী ঘুমের ঘরেও কি জিয়া পরিবারের স্বপ্ন দেখেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৯

বিদ্যুৎ বলেছেন: ওদের কে আমি কোন মানুষ হিসেবে গণ্য করি না। শুধু মন্তব্যের জবাব দেয় কারণ মানুষ যেন আমার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ না করে। আমার একটি পরিচয় আছে সমাজে। আমি সব ভিন্নমত সমর্থন করি কিন্তু নৈতিকতার ভিত্তিতে। ধন্যবাদ আপনাকে।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

হত ভাগ্য বলেছেন: কোন দেশে বাস করি ! সব চোর

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১

বিদ্যুৎ বলেছেন: আপনাকে ধন্যবাদ এই বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করার জন্য।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সব 'বদ' ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। ভাল থাকবেন সব সময়।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষকে জাগার কথা বলছেন? মানুষের মেরুদণ্ডই তো ভাঙ্গা। জাগবে কিভাবে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৫

বিদ্যুৎ বলেছেন: আপনাকে ধন্যবাদ আবুহেনা ভাই। হুম আপনি ঠিকই বলেছেন। মেরুদণ্ড ভাঙ্গা হলেও আশার কথা হল এখনও জীবিত আছে। মরার আগে যদি একবার জাগে সেই আশায়।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

নতুন নকিব বলেছেন:



দেশ ডাকাতি হয়ে গেলেও চাঁদগাজীরা 'স্বপ্নের' ঘোরেই ডুবে থাকবেন, মনে হচ্ছে! এরা 'স্বপ্নের' ভেতরে মজে থেকে 'মজা'ও কিছু লাভ করেন কি না, কে জানে!

শুনেছি, তিনি না কি মুক্তিযোদ্ধা! মুক্তিযোদ্ধাদের মানসিকতা বুঝি এই? নিজেদের অনাচারে আবরন দিতে অপরকে ফাঁপড়ে রাখার বাহানা? নিজেদের জন্য, নিজ দলীয়দের জন্য ঘুষ তাহলে জায়েয? বাহ! চোখের সামনের জোচ্চুরি তিনি ঠাহর পান না! সুদূর লন্ডনে থাকা তারেক, কবরে চলে যাওয়া কোকো আর .......................... দের তিনি দিব্যি দেখেন! বিচিত্র! বিচিত্র!! সেলুকাস!!!

ধান্দা খারাপ না! বাকিটা জিন্দেগী 'হায় জিয়া!', 'হায় খালেদা!' করে করে দেশটা লুটেপুটে খাওয়ার ফন্দি! মন্দ কি?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সে কখনও কোন লেখা পড়ে না। সে শুধু শিরোনাম দেখে যদি নিজের দলের বিরুদ্ধে কোন ধারণা পায় সংগে সঙ্গে পেস্ট করে মন্তব্য করবে অন্য দলের বিরুদ্ধে। নৈতিকতা তার জন্য না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.