নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান প্রতিহিংসার শিকার, ফেরত পাঠানো অযৌক্তিক: টেরেসা মে

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯



তারেক রহমান প্রতিহিংসার শিকার, ফেরত পাঠানো অযৌক্তিক: টেরেসা মে
—————————————-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি বলেন: যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক কোন সংস্থার হাতে তুলে দেওয়ার প্রশ্নই উঠে না। শুধু তারেক রহমান কেন, মানবাধিকারের প্রশ্নে নিপীড়িত কোন ব্যক্তিকেই যুক্তরাজ্য এভাবে অনিরাপদ করে কারও হাতে তুলে দেয় না।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র কাছে সম্প্রতি চিঠি দিয়েছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ‘১০ ডাউনিং স্ট্রিট’-এর এক কর্মকর্তার হাতে চিঠিটি পৌঁছে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। ওই চিঠির পরিপ্রেক্ষিতে টেরেসা মে এসব কথা জানান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল নিজেদের এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিদেশে আওয়ামী লীগাররা সেই দেশের নিয়ম কানুন বুঝার মতো অবস্হানে নেই; ইংল্যান্ড কোন সাহায্য প্রার্থীকে ফিরায়ে দেয় না; চাত্রলীগগিরির অবসান হবে না; শেখ সাহেবের সবচেয়ে বড় সৃষ্টি হলো ছাত্রলীগ

২| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


টেরেসা মে যদি তারেককে সেই দেশের রাজনীতিতে একটু যায়গা করে দেন, ইংল্যান্ড মানি লন্ডারিং;এ; হয়তো বিশ্বে নাম করতে পারবে।

৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৬

আবু তালেব শেখ বলেছেন: ব্রিটিশরা আবার এতো দয়ালু হলো কবে থেকে?

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৩

বিদ্যুৎ বলেছেন: জানা নেই আমার কবে থেকে। তবে প্রমাণ হল যে তারেক রহমান আওয়ামী প্রতিহিংসার শিকার। ধন্যবাদ।

৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কপি-পেষ্ট মারলেন?
ব্রিটিশরা তারেককে ফিরিয়ে দেবে, না কী দেবে না সেটা তাদের ব্যাপার। এ নিয়ে আপনার মতামত কী???

আমি নিরব থাকলাম। :(:( চোর-ডাকাতদের নিয়ে কিছু বলার নাই।

আপনি মনে হয় জিয়াভক্ত:P। সমালোচনা সহ্য করতে পারছেন না(আগের পোষ্ট প্রসঙ্গে)।

জয় বাংলা।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। গঠনমূলক সমালোচনা করলে আমি তাকে সব সময় স্বাগতম জানাই। কলামিস্ট আব্দুল গাফফার এবং কবি লেখক সৈয়দ সামসুল হক দুই বন্ধুর এক আনন্দ আড্ডা খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। তাঁরা প্রসংগ ক্রমে বলেছিলেন ভাল সমালোচকের অভাবে তাঁরা তাঁদের লেখার জগতে আশানুরূপ সফল হতে পারেননি। বিশেষ করে সেইদিন থেকে আমি যে কোন গঠনমূলক সমালোচনা আমি গ্রহণ করতে প্রস্তুত কিন্তু যদি বলেন আপনি এমন সমালোচনা করেন যে, আপনি করলে চমৎকার আর অন্যজন করলে বলাৎকার তাহলে গ্রহণ করতে আমি রাজি নই।
প্রথমত আপনি আমার পোস্ট ভাল করে পড়েন না। মন্তব্য করেন আনাড়ি। আগের পোস্টটি ছিল ৭ই মার্চ শেখ হাসিনার একটি বক্তব্য যা আমি উল্লেখ করেছিলাম। আর এইটি একটি দৈনিকের বারাতে প্রতিবেদন।

আমার মতামত হল আওয়ামীলীগ বলছে তারেক রহমান অপরাধী তাঁকে ফেরত দিন। আর ব্রিটিশ সরকার বলছে তারেক রহমান প্রতিহিংসার স্বীকার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? আওয়ামীলীগ কি ন্যায় বিচার করছে?

৫| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



তারেকের এই ছবিতে তাকে লিলিপুটিয়ানের মত দেখাচ্ছে!

৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: হাসিনা ভেবেছিলেন বাংলাদেশে যেভাবে খেয়ালখুশী মত বিএনপির নেতাকর্মীদের গুম খুন জেল দিচ্ছেন, সেভাবে বুঝি বৃটেনেও করতে পারবেন। আসলে এইসব স্বৈর শাসকরা ভুলে যায় যে তাদের স্বৈরাচারের সীমা শুধু নিজের দেশের গন্ডি, তা অন্য দেশে নয়।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩১

ফারাবি রাকিব বলেছেন: এখানে কিছু বলবো নাহ

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৫

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য তবে কিছু না বললেও ঠিক আছে।

৮| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪১

উম্মু আবদুল্লাহ বলেছেন: আরেকটা প্রশ্ন। আওয়ামী নেতারা থেরেসা মের এই বক্তব্যকে কি করে মূল্যায়ন করবেন? তাদের দৃষ্টিতে এটা কি বাংলাদেশের বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে?

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

বিদ্যুৎ বলেছেন: সবকিছু স্বচ্ছ পরিস্কার। নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির রায় গ্রহণ করতে না পেরে তাঁকে এবং তারেক রহমানকে খালাস দেওয়ায় এক বিচারককে এই তথাকথিত সরকার দেশ থেকে বিতাড়িত করেছে। এতে কি প্রমাণ হয়?

৯| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



@উম্মু আবদুল্লাহ ,

আসলে, তারেক যেই ধরণের মাফিয়া সিস্টেম চালু করেছিলো, সে চাঁদে গেলে সেখান থেকেও ওকে ধরে নিয়া আসার দরকার।

১০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

বারিধারা ২ বলেছেন: তারেক, খালেদা, নিজামী, সাঈদী - এরা সকলেই সিরিজ প্রতিহিংসার শিকার। থেরেসা মে এবং জাস্টিন ট্রুডোকে ধন্যবাদ এই সত্য উপলব্ধি করার জন্য। তবে একটা বিষয় বুঝলাম না, লন্ডন আওয়ামীলীগ টিউলিপ সিদ্দিকিকে কি কাজে লাগায়?

১১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: তারেককে ধরলেই সব সমস্যার সমাধান হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.