নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হয় তবে কেমন হবে?

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫০



একের পর এক বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে যে হারে তথাকথিত রিট আবেদনকারীদের পিছনের অদৃশ্য হাতের ইশারায় মাননীয় আদালতের অমাননীয়! বিচারকগণ নির্বাচন প্রক্রিয়া কোন রকম সঠিক নির্দেশনা ছাড়ায় নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করে যাচ্ছে তাতে সামনে ভয়াবহ অবস্থা জাতির জন্য অপেক্ষা করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পর এবার গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করা হল। এভাবে আদালতের দোহায় দিয়ে যদি আগামী সাধারণ নির্বাচন ২০৪১! সাল পর্যন্ত বা অনির্দিষ্ট সময়ের জন্য মাননীয় আদালতের তথাকথিত বিচারকগণ দ্বারা স্থগিত করা হয় তাহলে কেমন হবে বলেন তো?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


২০০৭ সালের মত "সুষ্ঠু নির্বাচন" হওয়া দরকার?

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিদ্যুৎ বলেছেন: সেরকম কিছু হতেও পারে। সময় বলে দিবে। ধন্যবাদ

২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্বাচন ভালো লাগে না। কেবল মারামারি হয়।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিদ্যুৎ বলেছেন: তাহলে তো নির্বাচন স্থগিত আপনার জন্য ভাল। সকল মারামারির অবসান হউক। ধন্যবাদ

৩| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

তারেক ফাহিম বলেছেন: সুষ্ঠ নির্বাচনের কথা মানুষ ভুলে গেলো।

কেন্দ্রে যাওয়ার আগেই বলে দেয়, ভাই আপনার ভোট হয়ে গেছে :(

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিদ্যুৎ বলেছেন: হুম! খুব দুশ্চিন্তার বিষয়। সকল অশুভ নিপাত যাক আর শুভ'র বিকাশ হউক। ধন্যবাদ

৪| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

শাহ আজিজ বলেছেন: বিচারিক বিশেষ করে হাই আর সুপ্রিম কোর্টের দেরাজ ভর্তি 'আগাম জামিন আর ইঞ্জাংশান" নথিতে পূর্ণ থাকে। শুধু চাইলেই হল , পেয়ে যাবেন তা আপনি দশটা খুন করলেও । গাজিপুরের নির্বাচন স্থগিত করে তারা রাষ্ট্রকে পদাঘাত করলেন আর আমার সত্যটি তারা মেনে নেবেন কারন ব্লগার হিসাবে আমি ক্রিমিনাল নই , আমার অধিকার আছে কথা বলার।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে সবাইকে কিন্তু দিচ্ছে না একটি বিশেষ গোষ্ঠীর লোকজনদের ছাড়া। ভিন্নমত ও দলের জন্য ঠিক উল্টা। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার পর এবার ডিজি---টাল! আইনের ৩২ ধারা মতে একজন ব্লগারকে ক্রিমিনাল বানানো খুব সহজ।

৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: @বিদ্যুৎ , ঝড় বোধকরি ধেয়ে আসছে । তখন এইসব ধারা ডিজিটালি ওদের পশ্চাৎদেশে পুশ করে দেব ।

০৭ ই মে, ২০১৮ রাত ৯:০০

বিদ্যুৎ বলেছেন: ওরা নিজের ফাঁদে নিজেরাই মরবে। চালিয়ে যান, আছি।

৬| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় বাংলা ;)

গণতন্ত্র যখন কথিত উন্নয়নের কফিনে আটকে রয়
কে কারে কয়!
- আমায় খুন্তি দাও! কবর খুড়ব বলে!
না না নিজের নয়!
কফিন থেকে গণতন্ত্রকে মুক্ত করবো বলে!

০৭ ই মে, ২০১৮ রাত ১০:০২

বিদ্যুৎ বলেছেন: বড়ই শঙ্কার বিষয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: অপেক্ষায় আছি। দেখি হয়?

১২ ই মে, ২০১৮ ভোর ৫:৪৬

বিদ্যুৎ বলেছেন: আপনার অপেক্ষা শঙ্কামুক্ত ও নিরাপদ হউক। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.