নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গ দর্শনের অভিজ্ঞতা-২

২১ শে জুন, ২০১৮ রাত ১২:১৫



আজ থেকে অনেক আগের একটি সত্য ঘটনা বলছি। প্রায় ২০ বছর আগের কথা। আমার এক ভাতিজা দেখতে খুব অমায়িক। যেমন সুন্দর তেমনি সামাজিক। সে তার যৌবনে বিভিন্ন নাটকে নায়কের নাম ভূমিকায় অভিনয় করেছে শুধু তার দৈহিক সৌন্দর্যের গুণে। নাম বললে অনেকেই চিনবেন। তবে নাম বলছি না এক বিব্রত ঘটনার জন্য।
যাইহোক সে একবার গিয়েছিল কক্সবাজার ভ্রমণে। সেই সময় সবার হাতে হাতে এখনকার মত ক্যামেরা ছিল না। সৈকতে কিছু মানুষ এনালগ ক্যামেরা নিয়ে পর্যাটকদের পিছু পিছু ঘুরত তাঁদের ছবি তুলে কিছু টাকা কামানোর জন্য। খুব ভাল কথা। আগে তো সেই ফুজি ফিল্ম কোডাক ইত্যাদি ফিল্ম এর সাহায্যে ছবি করা হত। ফিল্ম শেষ না হওয়া পর্যন্ত ক্যামেরাম্যান ছবি প্রিন্ট করত না। সারাদিন মানুষের পিছে পিছে ঘুরে মিথ্যা প্রলবন দেখিয়ে বলত আমরা তাড়াতাড়ি ছবি ডেলিভারি দেয়। প্রফেশনাল মানুষ দিয়ে ছবি তুলি ইত্যাদি। আমার ভাতিজা সখ করে কিছু ছবি তোলে তার ভ্রমণ স্মৃতি ধরে রাখার জন্য। যথা সময়ে তো ছবি ডেলিভারি দেয়-ই নাই উল্টা শুনতে হয়েছে ভতসনা।

অনেক অপেক্ষার পরে যে ছবি পেয়েছে তা একেবারে অনাকাঙ্ক্ষিত। দেখতে খুবই বিশ্রী। সারাদিন তোষামোদি করে বেটা ছবি তুলল কিন্তু ছবি খুব অসুন্দর হয়েছে। ছবিগুলো অসুন্দরের কথা জিজ্ঞেস করাই ক্যামেরাম্যান ক্ষিপ্ত হয়ে তাকে বলে শালা শুয়ারের মত চেহারা নিয়ে রাজপুতের মত ছবি চাও!
এই হল বঙ্গ ভ্রমণে অভিজ্ঞতা।
চলবে----

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:২৫

সনেট কবি বলেছেন: না হেসে পারলাম না!

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:৩৩

বিদ্যুৎ বলেছেন: হাসির খোরাক বটে। তবে ভুক্তভোগীর জন্য চরম বেদনানায়ক ও নির্মম বটে। ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:২৭

শামচুল হক বলেছেন: চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:৩৪

বিদ্যুৎ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য।

৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ৯:২১

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২১ শে জুন, ২০১৮ সকাল ৯:২৮

ওমেরা বলেছেন: আপনার অভিজ্ঞাতা পড়ে আমার ও কিছু জানা হল।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ে মন্তব্য করার জন্য।

৫| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আজকের অভিজ্ঞতা বেশ লাগলো। চলতে থাকুক।

শুভ কামনা রইল।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৬| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: বড় অদ্ভুত।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিদ্যুৎ বলেছেন: অদ্ভুদ কিন্তু ঘটনা সত্য। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

৭| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৮

টারজান০০০০৭ বলেছেন: পুরাণকালে একদা আমরাও তুলিয়াছিলাম ! ছবি খুব সুন্দর আসিয়াছিল !
হইতে পারে ফুটোগ্রাফার নতুন ছিল ! পর্যটন এলাকায় ম্যাংগোপিপলের ব্যবহার পর্যটনবান্ধব নহে ! কিছু আছে ধান্ধা করিয়া টাকা উপার্জন করিতে চায়, কিছু আছে পর্যটকদের আকাম কুকাম পছন্দ করে না !

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। ভাল থাকবেন সব সময়।

৮| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০

লায়নহার্ট বলেছেন: প্লট হোল

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

বিদ্যুৎ বলেছেন: আপনি হয়ত সরকারী বরাদ্দ প্লট খুজচ্ছেন তাই না?

৯| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০০

ইমরান আশফাক বলেছেন: ছবিগুলি তোলার আগে কথাবার্তা চূড়ান্ত করে নেওয়া উচিৎ ছিল। প্রায় বিশ বৎসর আগে কক্সবাজারে আমারও প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয়েছিলো। তবে বদমাইসটাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলাম।

২৫ শে জুন, ২০১৯ ভোর ৫:৫৬

বিদ্যুৎ বলেছেন: হয়ত পরিস্থিতি বিবেচনায় সম্ভব হয়নি। তারা আগে পর্যাটকদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ছবি তোলায় পরে কিছু বললে মাস্তানি দেখায় কারণ তারা স্থানীয় চিটার বাটপার বটে। তবে এখন আমি শুনেছি পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। পর্যাটন ব্যবস্থা বেশ উন্নত হয়েছে পাশাপাশি মানুষ বেশ সচেতন হয়েছে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.