নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিক থাকার উপায় জানা নেই!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৫


দুর্যোগের ঘনঘটা আমাদের জীবনেরই একটি অংশ। প্রাকৃতিক দুর্যোগ এর চাইতে এখন মানব সৃষ্ট দুর্যোগ মানব জাতিকে বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মনুষ্যত্ব অনেক আগেই বিলোপ সাধন করেছে! মাঝে মধ্যে কিছুটা আলেয়ার মত ঝিলিক দিয়েই গায়েব হয়ে যায় অমানিশার অন্ধকারে। বিশ্বায়নের যুগে আমরা সবাই বিশ্বনাগরিক। সব কিছুই আমাদের হাতের মুঠোই। তাইতো সেই সুদূর চিলিতে খনির তলদেশে আটকা পড়া ২২ শ্রমিকের প্রাণহানির আশংকা এবং থাইল্যান্ডে দুর্গম পাহাড়ের গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলের প্রাণ বিনাশের আশংকা আমাদের যেমন বিচলিত, বিগলিত, ব্যথিত করে ঠিক তাদের জীবিত উদ্ধারের খবরও আমাদেরকে আনন্দে আপ্লূত করে। মনে প্রাণেই চাই বিপদে সবাই এগিয়ে আসুক একে অপরের দিকে। সাহায্যের হাত বাড়াক, বিশ্ব হোক মানবতার। ২০১৩ সালে রানা প্লাজার দুর্ঘটনার স্মৃতি ক্ষতবিক্ষত করে মানব হৃদয়কে। রানাপ্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজে নামতে দেশের প্রশিক্ষিত বাহিনী যখন দ্বিধাগ্রস্ত তখন সাধারণ মানুষের উদ্ধার তৎপরতা এবং মানবের জীবন উৎসর্গ এক বিরল নজির। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের সবাইকে উদ্ধার করা হয়েছে। এটা পরম আনন্দের বিষয়। একাজে বিশ্বের নানান দেশ সাহায্যের হাত বাড়িয়েছে। দেখতে শুনতে কতই না ভাল লাগে। আহ হা! কতই না সুন্দর মানবের এই পৃথিবী। কিন্তু অন্যদিকে দেখুন শুধু গত এক বছরে শুধু সিরিয়াতে ৯১০জন শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্যালেস্টাইন, বার্মা, আফ্রিকা এই সব দেশের কত শিশু এবং নারী পুরুষ হত্যা করা হয়েছে আমরা জানিনা। চিন্তা করা যায় শুধু হিংসার আর ক্রোধের বশবর্তী হয়ে বসনিয়ায় এক বিশাল জাতি গোষ্ঠীকে কি নির্মমভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এ কেমন হৃদয় বিশ্বমানবের? মাত্র ১১জন শিশুর মৃত্যু আশংকা বিশ্ব বিবেককে বিমর্ষ, বিপর্যস্ত এবং মর্মাহত করে অথচ হাজার হাজার শিশু হত্যা বিশ্ব বিবেককে একটুকুও নাড়া দেয়না।
মানুষের মন মস্তিক মনন কেমন করে এত বৈষম্যপূর্ণ হয়। এইগুলো হল হৃদয়ের দৈন্যতা।
হৃদয়ের নিচুতা, হীনতা যে কত খারাপ তা কল্পনাও করা যায়না। তাই তো মহামানব কাজী নজরুল ইসলাম এই হীনতা নিচুতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

ক্ষুদ্র করোনা হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন হেথা সম ঠায় পায়
শত্রু মিত্র পর।

নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পায় আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
মানবতা জাগ্রত হোক।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

বিদ্যুৎ বলেছেন: পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আসলেই স্বাভাবিক থাকার উপায় জানা নেই :(

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

বিদ্যুৎ বলেছেন: মানবতার তাগিদে সাড়া দিয়ে সহমত পোষণ করার জন্য নিরন্তর শুভকামনা ও ধন্যবাদ জানাই আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.