নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

তামাশার দেখেছেন কি?

০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪



দালালির তো শেষ নেই। অনেকে শেখ হাসিনারে খুশি রাখার জন্য বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের ভরসা এই সমস্ত মন্ত্রীদের বহিস্কার করে আমাদের রক্ষা করুন। যাহারা মর্মান্তিক হত্যাকাণ্ড দেখেও হাসে। সে একটু বেশি হাসি খুশি থাকেন তাই বলে সাংবাদিকরা কেন তার সাথে এত দুষ্টামি করলেন? সেটা ছিল নেহায়েত তার ইনোসেন্ট বা নিষ্পাপ হাসি!!!
আমরা পা ছেড়ে দিয়ে লাঠি ধরে থাকতেই বেশি পছন্দ করি। কার নির্দেশে এই সমস্ত কচি ছেলেমেয়েদের উপর হামলা চালিয়ে রক্ত ঝরিয়েছে। এ যেন রক্ত দিয়ে হোলি খেলার নেশায় মত্ত হয়েছে সরকার। শাপলা চত্বরে হেফাজত, ঢাকা রাজশাহী সহ সারাদেশে কোটা নিয়ে আন্দোলনকারী এবং সর্বশেষ সারা ঢাকা শহরের স্কুলের কচিকাঁচা তরুণ ছাত্রছাত্রীদের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করেছে কালো পিচ ঢালা রাজপথ। কে করেছে? সরকার করেছে। অবৈধ ভাবে হলেও ক্ষমতা কার হাতে? হাসিনার হাতে। এই অসময়ে কেন রক্ত ঝরানো হল? উদ্দেশ্য হল প্রশ্নবিদ্ধ তিন সিটি নির্বাচন আড়াল করার জন্য।
সে আহ হা রে!, বুঝলাম শাহজাহান খান যা করেছে তা অবশ্যই নিন্দনীয় একটি তামাশা কিন্তু যখন শেখ হাসিনা বলে ওরা রং মেখে রাস্তায় শুয়েছিল তার চেয়ে কি আর নিন্দনীয় তামাশা হতে পারে ?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেছে নাকি?

ছী ছি ছি

এতটা নীচে নামতে পারল!!! ???

অবশ্য অভ্যাস বলে কথা। যারা খোকার মাটা ফাটিয়ে সে ছবিকে সংষদে দাড়িয়ে বলতে পারে
গরুর রক্ত মেখৈ ছবি তোলা! তাদের মূখে সবই মানে!
তাদের যারা পূজো করে তারা কতটা গরু ভাবতেও অবাক লাগে!

ক্ষমতা একদিন থাকবে
তুমি আমি কেউ থাকবো না
থাকবে শুধু কর্মের ইতিহাস, স্মৃতি
ভালবাসার বা ঘৃনার!

সাধু সাবধান!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। নিরাপদ হউক আপনার পথ চলা।

২| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: নিরাপদ সডক চাই,দিনশেষে নিরাপদে বাডি ফিরতে চাই..এই চাওয়াটিই তাদের অপরাধ!!?

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ এটাই তাদের ছিল সরকারের কাছে। সরকারের আচরণ দেখে মনে হয় সবাই তাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তাই রক্তপাত করতেও দ্বিধা করছে না। ভুলে গেলে হবে না যে রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে হয়। ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪

বিপরীত বাক বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেছে না...........অবশ্য ....................সংষদে দাড়িয়ে ...............রুর রক্ত মেখৈ ছবি তোলা! .........................সবই মানে!
তাদের যারা পূজো করে তারা ...................... অবাক লাগে!

ক্ষমত................। থাকবে না,
তু....................। কেউ থাকবো না
থাকবে শুধু কর্মের ইতিহাস, স্মৃতি
ভালবাসার বা ঘৃনার!


ভুল ।একবারেই ভুল। এদেশ ধুলোবালির দেশ। এখানে সবকিছুই মুছে যায়। এবং নতুন করে তৈরী হয়।


সাধু সাবধান!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আবারও।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইতিহাস সব মনে রাখলেও আমাদের ইতিহাস বিকৃত হয়ে যায়। কয়েকযুগ পরেও দেখবেন, একদল পক্ষে একদল বিপক্ষে। একদলের কাছে অসুর, আরেকদলের কাছে দেবতা!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

বিদ্যুৎ বলেছেন: হয়ত ঠিক বলেছেন তবে রক্তের বিনিময়েই রক্তের রক্তের ঋণ শোধ করতে হবে। ধন্যবাদ আপনাকে।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতএব, তারা সাময়িক হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।
-সূরা তাওবা;আয়াত ৮২

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে একটি অনিবার্য বাণী স্মরণ করে দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.