নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

সেই আশঙ্কায় সত্যি হল।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯



রাজধানী ঢাকার জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালিয়েছে একদল যুবক। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছ। প্রথম আলো

ইন্টারনেট বন্ধ চলছে নিধন। এর আগেই গণমাধ্যম নিয়ন্ত্রন করা হয়েছে। দিনে দুপুর ছাত্রলীগ এবং শ্রমিক লীগের লোকজন ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে অথচ প্রথম আলো এর মত একটি গণমাধ্যম ছাত্রলীগের নাম উল্লেখ করতে ভয় পায়। তারা বলছে কতিপয় যুবক হামলা ও গুলি চালিয়েছে।
একদিকে ৩জি আর ৪জি বন্ধ অন্যদিকে গণমাধ্যম নিয়ন্ত্রিত করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হল।

অনুগ্রহ করে এখানে কেউ রাজনীতি খুজবেন না। নিরাপদ সড়ক শুধু নয় নিরাপদ দেশ আমাদের সবারই কাম্য। তাই দল মত নির্বিশেষে যে কোন যৌক্তিক আন্দোলনে সমর্থন ব্যাক্ত করুন এবং যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিন।

গণমাধ্যম কর্মী হিসেবে বলব সব সত্য সংবাদ যেন গণমাধ্যমে প্রকাশ পায় সেই বিষয়ে সবাই সহযোগিতা করুন। তবে অনুগ্রহ করে কেউ অতিরঞ্জন করবেন না।
এগুলো কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের নাম্বার। হোয়াটস আপ এ পাওয়া যাবে। শুধু মাত্র সত্য ঘটনা ও ছবি প্রমাণ সহ পাঠাতে পারেন।
BBC +447555173285
AlJazeera +97450111149
ABC News +61477736296

যেন কোন সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে এই নিম্নোক্ত হ্যাস ট্যাগ ব্যবহার করতে পারেন। ধন্যবাদ

#BBC #CNN #Aljazeera #GoogleNews #NewYorkTimes #Buzzfeed #GlobalIssues #TheGuardian #Washingtonpost #TheIndependent #CNBC #AppleNews #EuroNews #HuffPost

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: হায় মিডিয়া, কোথায় সব।

শিশুদের প্রতি এমন বর্বরতা খুবই দুঃখজনক।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

বিদ্যুৎ বলেছেন: হুম বড়ই দুঃখজনক। ধন্যবাদ আপনাকে

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

কলাবাগান১ বলেছেন: আমির খসরু

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৯

বিদ্যুৎ বলেছেন: আমির খসরুদের নামান সুযোগ দেওয়ার আগেই এবং কোন রক্তপাত ও অপ্রীতিকর ঘটনা ঘটনার আগেই তো সরকার সমাধান করতে পারত। সরকারের যে কোন হীন উদ্দেশ্য নেই তার কি প্রমাণ?
প্রার্থনা করি যারা এই নিরাপদ সড়ক তথা নিরাপদ দেশ গঠনে বিরোধিতা করছে তাদের এবং তাদের নিকট জনও যেন এই রকম নির্মম হত্যার শিকার না হয়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

লায়নহার্ট বলেছেন: {বোঝা যাচ্ছে, আপনি সুশীল নন}

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২১

বিদ্যুৎ বলেছেন: সর্বদা যেন থাকতে পারি ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। এমন সুশীল হতে চাইনা যে নীতির প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখায়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

ঢাবিয়ান বলেছেন: আন্তর্জাতিক গনমাধ্যম তাদের নিজস্ব সোর্স ছাড়া খবর ছাপায় না। বিবিসি নিউজে ছাত্রদের ওপড় হামলার খবর অলরেডী এসেছে। সামনে আরো বিস্তারিত আসবে আশা করি।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৪

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে সত্য সংবাদ দিলে তারাতারি তাদের নিজস্ব সোর্স দিয়ে যাচাই করতে পারে এতে সংবাদ সংগ্রহ করতে তাদের সময় কম লাগে। ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

চাডেরনুর বলেছেন: :( :(

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

বিদ্যুৎ বলেছেন: লিখে মন্তব্য প্রকাশ করলে ফলপ্রসু হবে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

ভবিষ্যত বলেছেন: দেশে ইন্টারনেট নাকি বন্ধ করে দিয়েছে...প্রথম আলোতে খবর দেখলাম.........

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৬

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি ঠিক দেখেছেন। কিন্তু কিছু কপাল পোড়া দেখাতে ও শুনতে পাইনি এই সংবাদ তাদের জন্য করুনা হয়।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

জগতারন বলেছেন:

শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্নই।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা 
হেলালুল ইসলাম (রাংগু)-কে 
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।

এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩২

বিদ্যুৎ বলেছেন: শাহজাহানকে বরখাস্ত করতে পারছে না বা করছে না এটার পেছনে অনেক ভয়ংকর বিষয় আছে। এখানে বিস্তারিত বলা মুশকিল। তবে এই সরকার কন্টিনিউ করার পিছনে যেমন পুলিশ লীগ, ছাত্রলীগ কাজ করছে ঠিক তেমনি শাহজাহান এর এই শ্রমিক লীগের একটি অংশ সন্ত্রাসী শ্রমিক লীগ বিশেষ ভূমিকা রেখেছে। ধন্যবাদ আপনাকে

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
গতকাল থেকেই ব্যাপক গুজব ছড়ানো হচ্ছিল, আজ কিছু একটা ঘটবে বা ঘটানো হবে।
এই দুইদিনে নিউমার্কেট, গাউছিয়া সহ সব মার্কেটের স্কুল ইউনিফর্ম (সাদা সার্ট) সব বিক্রি হয়ে গেছে।

তবে আশার কথা বাংলার মানুষ সবাইতো আর বেকুব না।
১০ লাখ মারমুখি হেফাজতিদের কানে ধরে ফেরত পাঠিয়েছিল হাসিনা।
এখন এইসব তো তার কাছে মামুলি ব্যাপার।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

বিদ্যুৎ বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে শেখ হাসিনা রক্তের নেশায় বিভোর হয়ে আছে। তাই রক্ত নিয়ে হোলি খেলতেছে। এখানে রক্তপাত বা মানুষের ভোগান্তি ছাড়া কি সরকার সমাধান করতে পারত না?

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি লেখক?
এই খবর প্রকাশ করা গেল, আর কেন ঢাকার নেট ২জি(রাজশাহীর এক বন্ধু বলল, ওখানে ৩জি ও ৪জি চালু আছে) করা হল সেটা বলা গেল না??

নেটে কী কী গুজব/অপপ্রচার ছড়িয়ে পড়েছে, তার ফলে কী ঘটতে পারে, পারলে সেগুলোও একটু বলুন??;)
নাকি আপনিও চালবাজ হয়ে গেলেন??:P

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৪

বিদ্যুৎ বলেছেন: হায়রে কপাল পোড়া! এর দেখি চোখও পোড়া

http://www.prothomalo.com/bangladesh/article/1547226/ফোর-জি-ও-থ্রিজি-ইন্টারনেট-বন্ধ

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

সাইন বোর্ড বলেছেন: এরকমটা করবে অাগেই বোঝা গিয়েছিল ।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪০

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ সেই আশঙ্কা আগেই ছিল। এসবই দুঃখজনক।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

অর্থনীতিবিদ বলেছেন: স্কুল ছাত্ররা যদি বুদ্ধিমান হয় তাবে তাদের উচিত হবে আর রাস্তায় বের না হওয়া। কারণ রাষ্ট্রযন্ত্র নিজ হাতে ছাত্রলীগ নামের সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। ছাত্রলীগ যদি এখন স্কুলের ছাত্রদের পাইকারী খুনও করে, তারপরও তারা পার পেয়ে যাবে।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪২

বিদ্যুৎ বলেছেন: মরতে তো হবেই। তবে বেঁচে থেকে মরার চেয়ে মরে বেঁচে থাকা অনেক ভাল। ধন্যবাদ।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আসলে ভাই পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। আমারও মনে হয় ছাত্র দের ঘরে ফেরা উচিত। নয়তো বড় ধরনের রক্তক্ষরণ দেখবে জাতি।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১০

বিদ্যুৎ বলেছেন: আমি এই বিষয় নিয়ে যতগুলো পোস্ট করেছি সেখানেই কোন না কোন ভাবে বলতে চেয়েছি রক্তপাত এড়িয়ে চলতে। সরকার কেন যে রক্তের নেশায় মেতে উঠছে বলা মুশকিল। কোমলমতি শিশুদের রক্ত ঝরিয়ে কি সরকার বিরোধী শক্তিকে কোন মেসেস দিতে চাচ্ছে? আবার ঘরে ফিরে গেলে যে কোটা আন্দোলনের নেতাদের মত শিশুদের লাশ নদী নালায় খাল বিল বা অন্য কোথাও পাওয়া যাবে না তারই বা নিশ্চয়তা কোথায়? পরিস্থিতি বলতে বাধ্য করেছে যে, সরকার চাই না সড়ক তথা দেশ নিরাপদ থাক। এই অবস্থা তৈরি হওয়ার আগেই তো সরকার সুরাহা করতে পারত। তাই না? ধন্যবাদ আপনাকে।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন: হায়রে কপাল পোড়া! এর দেখি চোখও পোড়া....
বন্ধু, তখন রাত হয়ে গিয়েছিল তো। ঘুমের ঘোরে ঠিকমত....:P


২৪ঘন্টা ৩জি ও ৪জি ইন্টারনেট(মোবাইল আপারেটরের) বন্ধ থাকবে। তবে ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক চালু আছে(কল করা যাবে)। বাংলালায়ন ৪জি স্বাভাবিক, সকালে টি২০টি খেলাও দেখেছি।;)


পুনশ্চঃ
১। ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা করছি। দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
২। আমি ফেসবুকের খবর খুব একটা বিশ্বাস করি না। তবে সত্য প্রকাশে প্রথম শ্রেণীর দৈনিকগুলোর আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেয়া দরকার।

৩। বৃহত্তর স্বার্থে ইন্টারনেট সেবা বন্ধ রাখায় সহমত পোষন করছি।(কিছু অতি উৎসাহি লোক জেনে/না জেনে গুজব ছড়াচ্ছে।)

৪। @সরকার কেন যে রক্তের নেশায় মেতে উঠছে বলা মুশকিল।
... সরকারের এখন উভয় সংকটে।
নেট বন্ধ করলে সমস্যা! (বাক স্বাধীনতা....)
লীগ খ্যাপা কুত্তা হওয়ায় সমস্যা!(সবাই ভাবছে সরকার তুতু করেছে)
পরিস্থিতি কন্ট্রোল করতে না পারলে/ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সমস্যা!
.....
সব দায় সরকারের।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

বিদ্যুৎ বলেছেন: এখন থেকে ঘুমের ঘোরে কোন কিছু লিখে অযথা নিজের ভিতরে অনুতাপ সৃষ্টি না করায় ভাল। স্বাভাবিক হয়ে মন্তব্য বা পোস্ট করা সমীচীন হবে। যায়হোক লাইনে আসার জন্য ধন্যবাদ।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ম্যান, ১০নাম্বার মন্তব্যটা আমি জেনে শুনেই লিখেছি... :P

তবে অল্প কথায় লিখেছিলাম বলে বুঝতে পারেন নি/বোঝাতে পারি নি...;)

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

বিদ্যুৎ বলেছেন: আপনি কি মনে করেন যে ব্লগিং মানেই যেন তেন ভাবে লিখলেই হবে? আপনার লেখার ধরণ ঠিক করতে হবে। আপনি আমাকে কি মনে করে চালবাজ বলতে চাইলেন? এখানে কি এমন খুঁজে পেলেন যে একজন মানুষকে চালবাজ বললেন?

উপযুক্ত জবাব পেয়ে বললেন ঘুমের ঘোরে ঐ মন্তব্য করেছিলেন আবার এখন বলছেন আমি বুঝতে পারিনি।
এত ঘনঘন লাইনচুত্য হলে তো এক্সিডেন্ট করবেন।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: শিশুদেরকে অনিরাপদ করার প্রপাগান্ডায় যারা অংশগ্রহন করে তারা ছাত্রলীগের চেয়েও খারাপ

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

বিদ্যুৎ বলেছেন: মিথ্যা প্রোপ্যাগান্ডা যারাই করছে আসলে তারাই যৌক্তিক আন্দোলনের জন্য ভয়ংকর। ধন্যবাদ

১৭| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শাহজান খানের মতো একটি নিম্নশ্রেণীর ....কে ঝেড়ে ফেললেই পারেন শেখ হাসিনা | এই নূন্যতম দাবিটি মেনে নিলেই অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষোভের অনেকটাই প্রশমন করতে পারেন তিনি | এর সাথে ছাত্র লীগ নামক ফ্রাঙ্কেস্টাইনের লাগাম টেনে ধরতে পারলে আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে এসে যেত | কিছু সংখ্যক সমস্যা সৃষ্টিকারী ফালতু নেতা এবং তাদের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণকারী সমর্থকদের পাত্তা দেয়ার দরকার আছে কি প্রধানমন্ত্রীর ?

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

বিদ্যুৎ বলেছেন: কোন ষড়যন্ত্র খুজতে চাইনা কিন্তু এই সরকারের কার্যকলাপ দেখে কি মনে হয়না এটা সরকারের পাতা ফাঁদ?

ধন্যবাদ আপনাকে।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ছাত্রদের এখন ঘরে ফেরা উচিৎ নইলে ক্ষতির সম্ভাবনা আছে।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৩

বিদ্যুৎ বলেছেন: ঠিক বলেছেন কিন্তু দুঃখজনক হল ঘরে গেলেও যে তারা নিরাপদ থাকবে তার তো কোন নিশ্চয়তা নেই। তবে এই ঘটনা এতদূর তো আসার কথা ছিল না। কিন্তু জানিনা সরকার কেন এ পর্যন্ত নিয়ে আসল। রহস্য বটে।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: এভাবে দির্ঘদিন চললে দেশে সিরিয়ার মত অবস্থা আসতে পারে।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৭

বিদ্যুৎ বলেছেন: সরকারের ব্যর্থতায় দেশের অবস্থা সিরিয়ার চেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে।

২০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:


গেম চেঞ্জার বলেছেন: এভাবে দির্ঘদিন চললে দেশে সিরিয়ার মত অবস্থা আসতে পারে।



সহমত! বিশ্ব মোড়ল তাই চাইছে!

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৮

বিদ্যুৎ বলেছেন: হুম! সমূহ সম্ভবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.