নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

এটা গুজব! গুজবে কান দিতে নাই।

১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৭



কি ভাবছেন? পুলিশের সাথে এই মালকোচা মারা লোকটা কে?
পুলিশের সাথেই বা কেন এই লোকের গলায় গলায় খাতির?

এসব এতকিছু ভাবার দরকার নেই। এ সবকিছুই গুজব। এসব নিয়ে রাজনীতি করার কিছুই নেই। সাংবিধানিক ও গনতান্ত্রিকভাবে পুলিশ মালকোচা দিতেই পারে। এরা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ হলেও দোষের কিছু নেই।

গুলিটা জনগণের বুকে লাগলেই তো হলো!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১১

খাঁন কামাল বলেছেন: মন্দ বলেন নাই ।আমাদের এত ভাবার প্রয়োজন নাই ।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৪

বিদ্যুৎ বলেছেন: হুম ঠিকই বলেছেন! কিন্তু যখন নিজের উপর দিয়ে ঝড় যাবে তখন কি করব?

২| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৩

মলাসইলমুইনা বলেছেন: দূর কি যে সব বলেন ! আমিতো দেখছি মালকোচা দেওয়া একজন গরিব মানুষ পুলিশের ঘাড়ে ভর করে রনক্ষত্র পার হচ্ছে !জনসেবক পুলিশবাহিনীকে এতো ফুলিশ ভাবলে হবে ?

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৩

বিদ্যুৎ বলেছেন: হুম আপনি ঠিক বলেছেন। আমাদের পুলিশ এতো ফুলিশ না।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে দূর এই সবই গুজব। :(

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৫

বিদ্যুৎ বলেছেন: গুজব! গুজবে কান দিতে নেই। কি বলেন ঠিক কিনা?

৪| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮

শামছুল ইসলাম বলেছেন: গুজবে চোখ রাখতে নেই!

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: কিন্তু অগুজবে কান দিতে হবে তো।
অবশ্য সরকার বাহাদুরের কাছে এখন গুজব আর সত্য সব একই।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

বিদ্যুৎ বলেছেন: হুম, সরকার এখন দিশেহারা। তালগোল পাকিয়ে ফেলছে। ধন্যবাদ আপনাকে।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার বিশ্লেষণ আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। পুলিশের সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হলেন ট্রেইনার (প্রশিক্ষক)। ফিল্ড লেভেলে কিভাবে আআন্দোলনকারী কে শায়েস্তা করতে হয় তার Instructions দিচ্ছিলেন। এটাকে ফিল্ড প্রাক্টিস বলা হয়।

অথচ আপনারা বিষয়টি ভালোভাবে না বুঝে গুজব ছড়াচ্ছেন।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। খুব ভাল লাগল আপনার মন্তব্য।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: দেখবেন, শুনবেন আর চুপ করে থাকবেন।
অন্যথায় বিপদ।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

বিদ্যুৎ বলেছেন: ঠিক বলেছেন তবে না বললেও যে বিপদ আসবেনা তার কোন নিশ্চয়তা নেই। ধন্যবাদ।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪

কেতন বলেছেন: পুলিশ জনগনের বন্ধু। মালকোচা মারা ব্যক্তিটি বন্ধুত্বের নিদর্শন দেখাচ্ছে। টিয়ার শেল কার মাথায় মারতে হবে, দেখিয়ে দিচ্ছে।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

বিদ্যুৎ বলেছেন: সুন্দর খুব সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন রাজনৈতিক ব্যক্তিদের হুকুমের গোলাম হয়ে আইন অমান্য করে তখন মনে হয় দেশে কোন আইন নাই। মনে হয় এই দেশে ক্ষমতা-ই সব।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন। ক্ষমতাই সব। ধন্যবাদ আপনাকে।

১০| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

মিখু হোসাইন তিতু বলেছেন: সুধু গুজব না এসব তো এডিটও করা যায়..

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ, আপনি বসে বসে এডিট করুন আর গুজব থেকে দূরে থাকুন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.