নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

রেল উন্নয়নে হাসিনা মডেল।

৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯



কে বলে দেশে রেলের উন্নয়ন হয় নাই। রেল উন্নয়নে হাসিনা মডেল খুব জনপ্রিয়তা লাভ করেছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৪

কলাবাগান১ বলেছেন: যারা বিদ্যুত না দিয়ে শুধু খাম্বা দিয়েছিল তারা আসছে...।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১১

বিদ্যুৎ বলেছেন: বিদ্যুৎ দেওয়ার আগে খাম্বাই দিতে হয়। খাম্বা ছাড়া বাংলাদেশে বিদ্যুৎ কোথাও পৌছায় না। এটাও কি জানা নেই? কাছের মানুষ অনেকে বলে আমি নাকি বোকা! তাই তো নিজের খেয়ে যে বনের মোষ তাড়াই সে তো তাই। নিজের খেয়ে আর কত বুঝাব যে বিদ্যুতের আগে খাম্বাই দিতে হয়।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: কোনো উন্নয়নে জনগনের ভূমিকা নাই?
সব ভূমিকা রাজনীতিবিদদের?

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫০

বিদ্যুৎ বলেছেন: ভাই শুধু সংবিধানেই লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু বাস্তবে জনগণের কোন পাত্তাই নেই।

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২

ফেনা বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক দলগুলি হল একটা মুদ্রা। তাদের মধ্যে পার্থক্য হল -এপিট আরেক জন ওপিট। সবগুলিই অসত আর দুর্নীতির ডিএনএ।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫২

বিদ্যুৎ বলেছেন: ঠিক বলেছেন মুদ্রার এপিঠ ওপিঠ কিন্তু দুইটা পিঠের মধ্যে কিন্তু পার্থক্য নিশ্চয় আছে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

মাকার মাহিতা বলেছেন:









উন্নয়নঃ প্রয়োজন সৎ নিয়ত

# ১০ কুটি টাকা খরচ করে এম পি হবে, আর দ্যাশের উন্নয়নে কাজ করবে এটা কেমনে আশা করা যায়?
# একনেকে হাজার হাজার কুটি টাকা বিভিন্ন খাতে পাশ হয়, মন্ত্রী এমপি আমলা নেতা পাতি নেতাদের দিয়েই শেষ, রোড বা রেল ট্রাকে ঢালেবে কে?
# একমাস হলো রাস্তা পাকা করল ডাবানো বুরাকে একমাসে রাস্তা শ্যাষ। কি কববেন, করার কিছু নাই।

যদি এমন হতো...

# একনেকে যত টাকা পাশ হয় সব টাকাই যে যে খাতে যাওয়ার কথা ছিল সে সে খাতে যেতো?
# যদি সকল কর্মকর্তা ও কর্মচারীরা সৎ হতো।
# যদি নিউইয়র্ক এর চেয়ে কম টাকায় আমার রাস্তা ও রেল ট্যাক বানানো যেত?

হ্যা মশাই, আমি বলি...

বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে...?


৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৪

বিদ্যুৎ বলেছেন: আমি, আপনি, আমরা সবাইকে এই ঘণ্টা বাঁধার কাজটা করতে হবে। হয়ত আপনিও সফল হতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.