নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের রাজাকার নামাঃ ০৩

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬


কে এম সফিউল্লাহ
সাবেক সেনাবাহিনীর প্রধান ও সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গৌরবময় অবদান রেখেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য তিনি জীবন বাজী রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পরে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন।
‘৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ এস ফোর্সেরও প্রধান ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবর রহমান জনাব কে এম সফিউল্লাহকে নিজের সবচেয়ে বিশ্বস্ত মনেকরে স্বাধীন দেশে সেনাপ্রধানের দায়িত্বে নিয়জিত করেন। তাঁকে একসময় আওয়ামীলীগ হৃদয়ের হৃদপিণ্ড মনে করত। কিন্তু শেখ মুজিবর রহমান হত্যার পর এই বীর মুক্তিযোদ্ধাকে তাঁর বিতর্কিত ভূমিকা নিয়ে কেউ কেউ স্বাধীনতা বিরোধী ও রাজাকার বললেও পরবর্তিতে তিনি এই ঘৃণা দ্বেষ থেকে বাঁচার জন্য আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি রাজাকার গালি থেকে বেঁচে যান। আপাত দৃষ্টে মনে হ্য় আওয়ামীলীগ একটি স্বয়ংক্রিয় যন্ত্র যেখানে রাজাকার ঢুকিয়ে মুক্তিযোদ্ধা বানানো হয় আবার কেউ এখান থেকে বিচ্ছিন্ন হলে এই যন্ত্রের ইচ্ছায় সে মহান বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যাবে।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শাহাদাত নিরব বলেছেন: আপনার লেখার সত্যতা যাচাই করতে আসবে আনেকেই ।
এমন কি প্রমানও চাইতে পারে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বিদ্যুৎ বলেছেন: যদি কেউ বলে প্রমাণ কোথায় তাহলে বুঝবেন সে বাংলাদেশের কোন খবর রাখে না। তবে এখনও মাঝে মধ্যে শেখ সেলিম এবং কে এম সফিউল্লাহ সাহেবের মধ্যে পক্ষে বিপক্ষে অভিযোগ হচ্ছে। বিশেষ করে আগস্ট মাস আসলে মিডিয়া এদের সাথে যখন কথা বলে তখন দেখা যায়।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: তার মানে উনি রাজাকার হইছে কারন তার দলের কিছু লোক তাকে রাজাকার বলে ডাকছে। অথচ সে একজন সেক্টর কমান্ডার।

আপনার সিরিজে যুক্তি পড়ে হারবো না কাঁদবো?

গোলাম আজম সাকা চৌ এরা কু রাজাকার ছিলো নাকি মুক্তিযাদ্ধা একটু বলবেন? লইটক্যা সাঈদী?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্যুৎ বলেছেন: আপনি কি ভিন্ন গ্রহে থাকেন নাকি? মন্তব্য কিন্তু তাই বলে। আপনি যাদের কথা বলেছেন এবং ফরিদপুরের মোশারফ সহ আমি তাদের সব সময় রাজাকার বলেই জানতাম এবং জানি। কিন্তু আপনি কি বলবেন শেখ মুজিবর রহমান কেন জেনে শুনে সাকার সাথে শেখ হাসিনার বিয়ে দিতে চেয়েছিল? আপনি কি বলবেন শেখ হাসিনা কেন গোলাম আজমকে ফাঁসি দিল না বরং মরার পরে পুলিশ পাহারা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জানাজায় যাওয়ার সুযোগ করে দিল? আপনি কি বলবেন কেন জেনে শুনে শেখ হাসিনা দাগী রাজাকার মোসারফের সাথে আত্মীয়তা করল? জানি কোন উত্তর দিতে পারবেন না। তাই প্রসংগের বাইরে গিয়ে অহেতুক মন্তব্য করবেন না।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: ভাববার বিষয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিদ্যুৎ বলেছেন: হুম ভাববার বিষয় তো বটেই। ভাবতে থাকুন। ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

প্রথমকথা বলেছেন: অনেকটা এই রকম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্যুৎ বলেছেন: তাই বৈকি। ধন্যবাদ

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিদ্যুৎ, কোন রকম দলিল প্রমান ছাড়া এসব কথা প্রচার করার মানে কী???

তুমি অন্য দল করো সমস্যা নেই। পোস্ট দিচ্ছো তার তথ্যপ্রমান কী??
মানে কে এম শফি. কে রাজাকার বলা হয়েছে এ মর্মে কোন দলিল??



এমনিতেই ব্লগারদের ঘিলু কম। যা গুজব ছড়াবে, মগজহীনেরা সেটাই গিলবে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ শাহাদাত নিরববলেছেন: আপনার লেখার সত্যতা যাচাই করতে আসবে আনেকেই ।এমন কি প্রমানও চাইতে পারে ।

এটা ফেসবুক নয় ব্লগ। পোস্ট দিলে/কোন কিছু দাবী করলে তার সূত্র দিতে হয়।


আগষ্টের ঘটনায় শফিউল্লাহ অবস্যই বিতর্কিত।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিদ্যুৎ বলেছেন: এই গ্রহে নেমে এসে খুজতে থাক নিজের মধ্যে।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


এই লিলিপুটিয়ানের পোষ্ট পড়ার কোন মানে দেখছি না

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই এটা করলো কেন ঐটা হইলো কেন এসব প্রশ্ন করলে আমিও অনেক প্রশ্ন করতে পারি যার সাথে পোস্টের মূল ধারার কোনো মিল নেই। এই যেমন এফবিআই আর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারেক জিয়ার টাকা চুরির বিরুদ্ধে সাক্ষ্য দিলেও সেই আমেরিকাতেই ফখরুল লবিং করার জন্য যায় বা বিএনপির নামে লবিং করা হয়? তারেক চোর জেনেও তাকে কেন বিএনপির এত বড় পোস্টে দেয়া হয়? তারেক বেজির সাথে কোকোর চেহারার মিল নাই কেন? কোর্ট মার্শালে শুধু নীরিহ আর্মি অফিসার নামের মিল থাকার কারনে হত্যা করা হলে তা নিয়ে চিল্লাচি্লি না করে বিডিআর বিদ্রোহ নিয়ে ম্যাতকার কেন? এরকম হাজারো প্রশ্ন।

একটা প্রশ্ন করি গোলাম আজম মুজাহিদ সাকা চৌ ফকা চৌ এরা কি রাজাকার না মুক্তিযোদ্ধা? আপনার ব্যাক্তিগত মতামত কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

বিদ্যুৎ বলেছেন: আমি তো বলেছি প্রসঙ্গের বাইরে গিয়ে মন্তব্য করা আপনার ঠিক হয়নি। সেই জন্য আমি বলেছি প্রশ্ন করলে অগণিত প্রশ্ন করা যেতে পারে। আপনি এখন আবারও প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন। শুধু তারা কেন আমি তো আপনার চেহারা আপনার মায়ের বা বাবার সাথে না মিললে অথবা ডিএনএ না মিললেও তার দায়িত্ব আমি নিবনা। এখানে আমাকে এগুলো বলার মানে নেই।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সনেট কবি বলেছেন: পড়লাম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ চাঁদগাজীবলেছেন:এই লিলিপুটিয়ানের পোষ্ট পড়ার কোন মানে দেখছি না

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি আওয়ামী লীগ না করলে বঙ্গবন্ধু হত্যাকান্ডে ব্যর্থতার জন্য উনার বিচার হত এবং উনার rank কেড়ে নিয়ে সব সুযোগ সুবিধা বাতিল করা হত। উনি অন্য কোন দলে থাকলে রাজাকার, যুদ্ধপরাধী বলা হত...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

বিদ্যুৎ বলেছেন: এটাই বাস্তব সত্য। ওনাকে কিন্তু এই বিষয়ে শেখ সেলিম বলেছেন।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: পৃথিবীর ইতিহাসে আপনি শ্রেষ্ঠ সিরিজ লিখছেন। এই সিরিজের কারনে সামু ব্লগ অনেক উপরে উঠে যাচ্ছে। প্রতিদিন কয়েক কোটি ভিজিটর আসছে ব্লগে এই সিরিজ পড়তে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

বিদ্যুৎ বলেছেন: কাউকে এখানে মন্তব্য বা পড়ার জন্য আমি বাধ্য করিনি।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: এই লোকের বাসায় গিয়েছি। তার মুখে মুক্তিযুদ্ধের ঘটনা শুনেছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আমরা যারা গণমাধ্যমে কাজ করি অনেক সময় অনেক মানুষের সাথে কথা বলতে হয়। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.