নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

আর কত তামাশা দেখতে হবে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১


অনুগ্রহ করে আর কোন কমিটি করে জনগণকে ধোঁকা দিবেন না। সরকার ভুলে গেলেও আমরা কিন্তু সেই নিমতলার কমিটির কথা ভুলিনি। ২০১০ সালে এই সকাররের আমলেই নিমতলা অগ্নিকান্ডে নিরুপায় মানুষের চোখের সামনে ১২৪জন মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে করতে মারা যেতে দেখেছে জাতি। এই চেয়ে নির্মম দৃশ্য আর কি হতে পার? কর্তৃপক্ষ বিশদভাবে বিবৃতি দিচ্ছে। কেউ শোক আবার কেউ ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে। আমি বলি আর কত প্রাণের বিনিময়ে তোমাদের শিক্ষা নেওয়া হবে?

আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ কোরআন শরীফের ছবি দিয়ে বলে বেড়াচ্ছে দেখ কত মানুষ পুড়ে মরে গেল কিন্তু পবিত্র কোরআন শরীফ এর পবিত্র কালাম পুড়ে নাই। হায়রে মানুষ! মহান আল্লাহ পাক মানুষের জন্যই তো কোরআন পাঠিয়েছেন তাই না? যদি এভাবে সমস্ত মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তাহলে শুধু কোরআন শরীফ থেকে কি লাভ? উল্লেখ্য ইয়ামামার যুদ্ধে ৭০জন কোরআনে হাফেজ শহীদ হয়েছিলেন। তাহলে যারা এই সমস্ত পুরনো ছবি দিয়ে কাগজে লিপিবদ্ধ কোরআন কে সেই সমস্ত শহীদদের (কোরআনে হাফেজ) চেয়ে মর্যাদা বেশি বলে প্রচার করছে তাদের আসলে উদ্দেশ্য কি? তাদের হৃদয় কি একটুও ব্যাথিত করেনা শত শত নির্মম মৃত্যু?
মহান আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। সকল মৃত ব্যাক্তিদের চির শান্তির ফয়সালা করুন। আমীন।।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই!

সরকার এবং জনগণ উভয়কেই সচেতন, সৎ ত্যাগি, দায়িত্বশিল হতে হবে।
সরকারের দায় বেশি। সামাজিক সচেতনতা বাড়ানোর দায়িত্বও যে তারই!

আর কোরআন নিয়ে যে গাধারা এসব করে বেড়ায় একবারো ভাবেনা তাতে ইসলামের প্রশংসার বদলে প্রশ্নের মূখৈ ফেলছে।
মেধার প্রশ্ন! সততার প্রশ্ন! জানা অজানার প্রশ্ন!
পুরা ভবনে প্রতি ফ্লাটে কি কোরআন ছিল না?
সেগুলো কি আছে?

কোরআনের হকীকত বুঝতে হবে। মানুষ নিজেই সেই সত্যকে ধারন করে থাকে।
সবার আগে মানুষ সত্য।
মানুষের জন্যই ধর্ম, গ্রন্থ, বিধান!

মৃত্যুর মিছিল বন্ধ হোক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

বিদ্যুৎ বলেছেন: হ্যাঁ আপনি সঠিক বলেছেন। বিদ্রোহী ভৃগু ধন্যবাদ আপনাকে।

উল্লেখ্য, দুঃখিত কেন জানি প্রতিউত্তর করা যাচ্ছে না।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ অ্যাডমিন। এখন প্রতি উত্তর করা যাচ্ছে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: প্রথম মন্তব্যের সাথে সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

মৃত্যু হবে একদিন বলেছেন: ফেসবুকে আমিও দেখলাম বড়ই আফসোসের

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২

বিদ্যুৎ বলেছেন: আফসোস তাদের জন্য যারা এই কাণ্ডজ্ঞানহীন প্রচারণা করছে। আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: আমিন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩

বিদ্যুৎ বলেছেন: আমীন, ছুম্মা আমীন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.