নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

অাত্মপ্রকাশ

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

নতুন বৎসরের নতুন দিনে ব্লগে আমার আত্মপ্রকাশ।

সবাইকে নতুন দিনের শুভেচ্ছা।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

মহামহোপাধ্যায় বলেছেন: লিখতে থাকুন, পড়তে থাকুন।


শুভ ব্লগিং :)

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

বিজন রয় বলেছেন: প্রথম মন্তব্য পেলাম আপনার নিকট থেকে।
অনেক অনেক ধন্যবাদ।
আশাকরি সামনের দিনগুলোতে পাশে পাবো।
ভাল থাকুন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং........... !:#P !:#P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

বিজন রয় বলেছেন: আপনাকে ধন্যবাদ।
শুভকামনা।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম।
ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক!

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: হা হা হা । ভাল লাগল আপনার উপস্থিতি।
ভাল থাকুন সবসময়।

৪| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিজন রয়,

কবিতা সংকলনে কি আগ্রহী আপনি? জানাবেন। তাহলে ডিটেইলে কথা বলতাম।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিজন রয় বলেছেন: অবশ্যই আগ্রহী। তবে সাহায্যকারী হিসেবে।
বলুন কিভাবে আপনাকে বা আপনাদের হেলপ করতে পারি।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি ব্যস্ততার জন্য কিছুদিন খুব বেশি রেগুলার হতে পারি না। কাল ব্লগে আদৌ আসিই নি। সেক্ষেত্রে আপনি কবিতার লিংক সংগ্রহ করে সাহায্য করতে পারেন। প্রায় ৭০ টার মতো কবিতা সংগ্রহ করেছি প্রথম সপ্তাহে। ব্যস্ততার জন্য গতদুদিন পারি নি। সাহায্যকারী হিসেবএ না বরং যৌথভাবে করতে পারি। ২০ তারিখ থেকে হয়তো আমি ফ্রি হবো তো তারপর আমি দায়িত্ব নিতে পারবো। তবে মাসের শেষে আবার বিজি থাকতে পারি। তো ওই সময় আমি পোসট সাজিয়ে দিলাম। আপনার সাথে অবশ্য পরামর্শ করে। আপনি এমাসের পোসস্টটা করে দিলেন। এভাবেই। এমাসের পওসওস্ট আমি ১/২ তারিকখে নাও দিতে পারি।

মোবাইল থেকে ব্লগিং করছি তাই বানানে সমস্যা হচ্ছে। :(

১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: প্রিয় রাজপুত্র,
এই কাজে আমি আপনাকে কিছুটা সময় দিতে পারি, তবে আমি প্রযুক্তিতে অনেক ব্যাকডেটেড।
এখন আমাকে বলেন কবিতার লিংক আমি সংগ্রহ করে কোথায় রাখবো, এবং সেগুলো আপনাকে কিভাবে সরবরাহ করবো।
অর্থাৎ আমাকে সার্বিকভাবে গাইডলাইন দেন।

আপনার অপেক্ষায়।

৬| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনি কবিতার লিংক সংগ্রহ করুন। আর আপ্নার ইমেইল এড্রেস্টা দেন। আমি ইমেইলে জানাচ্ছি।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

বিজন রয় বলেছেন: ও কে।

[email protected]

৭| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

উদাসী স্বপ্ন বলেছেন: শুভেচ্ছা স্বাগতম
বিজন ভাইয়ের আগমন
বিজন ভাইয়ের রক্ত
বোতলে ভরে রাখবো
আসবে ফিরে সুখের দিন
বিজন ভাইকে কমেন্ট দিন!

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: আমাকে কমেন্ট দিতে বললেন কেন?
আমি তো কমেন্টস পাওয়ার জন্য ব্লগিং করি না।

আমি ব্লগিং করি কমেন্টস দেওয়ার জন্য।
হা হা হা.....

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

রাজসোহান বলেছেন: উদা ভাইয়ের মন্তব্যেতো কনফু খেয়ে গেলাম। পুরান পাপী নাকি B:-/ :P

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: না না, সেরকম কিছু না। উনি আমার সাথে একটি ব্যাপার নিয়ে মজা করেছিলেন।
আমি তো মাত্র একবছরের কিছু বেশি হলো ব্লগে আছি। তাও নিয়মিত ব্লগিং শুরু করেছি এই ফেব্রুয়ারী ২০১৬ থেকে।

আপনি অনেক পুরানো ব্লগার।
ধন্যবাদ আর শুভকামনা।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

রাজসোহান বলেছেন: আচ্ছা। এই পোষ্ট তাইলে খাজুইড়া আলাপের জন্য। আগেরকালে মাইনষের এরকম প্রথম পোষ্টে গিয়ে আলাপ পারতাম। আহা কি সেই দিন ছিলো!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

বিজন রয় বলেছেন: খাজুইড়া আলাপ, না একদমই না।

ব্লগে যেদিন নিক খুলি সেদিনের স্মৃতি ধরে রাখা। কারণ এই পোস্ট তো প্রথম পাতায় আসে নাই। এটাই আমার প্রথম পোস্ট, সেজন্য নিজের আত্মপ্রকাশের কথা বলেছিলাম।

নতুন বৎসরের নতুন দিনে ব্লগে আমার আত্মপ্রকাশ।
সবাইকে নতুন দিনের শুভেচ্ছা।


ভাল থাকুন রাজসোহান।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

ফয়সাল রকি বলেছেন: ব্লগে যেদিন নিক খুলি সেদিনের স্মৃতি ধরে রাখা। -- সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা থাকলো।
স্বাগতম ;)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: আমার স্মৃতিতে চির জাগরূক থাকতে আমার এখানে এসে যে আন্তরিকতা দেখালেন সেটাতে আমি মুগ্ধ। আশাকরি সামনের দিনগুলোতে সাথে থাকবেন।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

নজসু বলেছেন:




আমার প্রথম পোষ্টের প্রথম কমেন্টদাতা আপনি।
তাইতো তখনই ভালোলাগা, ভালোবাসার আসনে বসিয়েছি আপনাকে।

আপনার প্রথম পোষ্টে আমারও কমেন্ট করার খুব ইচ্ছে জেগে উঠায়
এখানে এলাম। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: ওহো! নজসু আপনি মনে করে সেই ঋণ শোধ করতে এলেন বুঝি!!

ভাল করেছেন, আরো অনেক গভীরভাবে আপনি আমার মনের মধ্যে ঢুকে গেলেন, আর মনে আপনাকে ভুলতে পারবো না। এভাবে মানুষের সাথে আন্তরিকতায়, ভালবাসায় পথ চলুন, বেঁচে থাকুন।

অবশ্যই এবং অতি অবশ্যই আপনি আমার জীবন্ত স্মৃতি হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

নজসু বলেছেন:



না ভাই, ভালোবাসার ঋণ শোধ হবার নয়।
আমার প্রথম পোষ্টে আপনার প্রথম কমেন্ট ছিল ভালোবাসায় পরিপূর্ণ।
আমি ভালোবাসার ঋণ শোধ করতে চাইনআ।
ভালোবাসায় ঋণী থাকতে ভালো লাগে।

সবসময় যেন আপনার ভালোবাসা পাই এবং আপনাদের ভালোবাসতে পারি এই প্রার্থণা করবেন।
আপনিও ভালো থাকবেন ভাই।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম পোস্ট দেখতে এলাম। শুভ কামনা। আপনার ব্লগ যাত্রা শুভ হোক ! :)

২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আমার প্রথম পোস্ট তেমন কিছু না। ব্লগে নিক খুলেছিলাম সেটাই শুধু ।

অনেক দিন পর এখানে এসে দেখি আপনার মন্তব্য, তাই আজ উত্তর করলাম।

চলুন......!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.