নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণগহ্বরে যাব না আর

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০


কৃষ্ণগহ্বরে যাব না আর
আলো নেই, জীবন নেই, স্পর্শ নেই
নেই মায়া মমতার স্পন্দন।

মানুষের মাঝে হৃদয়ের লেনদেন নেই
কােনকিছু মনে রাখার তাগিদ নেই
কেবল স্বয়ং অন্ধকার।

কিছু দুঃখ
কিছু তাপ
কিছু শােক
কিছু কবিতার নির্যাস
এসব নিয়েই হৃদয়ের শুদ্ধতম দহন।

কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।

মন্তব্য ১৪৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে ফিরতে পারলাম। মাঝের সময়টা খুব ভাল ছিল না।
আপনাকে দেখে ভাল লাগল।

আবশ্য চা খাওয়াবো একদিন।
ভাল থাকুন।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

//কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমস্থন।//


ভাল থাকুন। সবসময়।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন? খুব খুশি হলাম আপনাকে পেয়ে।

দিন দিন শুন্যতার দিকে ধাবিত হচ্ছি, তাইতো এমন কথা বলা।
সাথে থাকুন, ভাল থাকুন।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে । ;)

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

বিজন রয় বলেছেন: কবিতা আর সুন্দরের মাঝে আপনাকে পেয়ে ভাল লাগল।
সবসময় সাথে থাকেন এজন্য খুশি হই।

বেশি বেশি কবিতা পড়ুন।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন পর ব্লগে পেলাম .................

আপনি ভালো আছেন তো?

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার।

হ্যাঁ তা, প্রায় একমাস পর ব্লগে পোস্ট দিলাম। মাঝের সময়টা খুব ভাল ছিল না।
এখন আমি ভাল আছি।

আপনার জন্য সবসময়ের শুভকামনা।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৫

দেবজ্যোতিকাজল বলেছেন: খুব চেনা শব্দের কবিতা । ভাল হয়েছে

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

বিজন রয় বলেছেন: আপনার খবর কি? কেমন আছেন?
অনেকদিন পর এলেন আমার বাড়ি।

ভাল থাকুন দাদা।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম ব্যাক!!

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

বিজন রয় বলেছেন: হা হা হা, ব্যাপারটি এমন নয় যে আমি ব্লগ ছেড়ে চলে গিয়েছিলাম!!

মাঝের কিছুদিন আমার অনেক বাঁধা আর পরিবর্তনের ভিতর দিয়ে নিজেকে অতিবাহিত করতে হয়েছে। তাই ব্লগে ঢুঁ মারলেও পোস্ট দেওয়া বা কমেন্টস করা বা লগিন করা হয়নি।

আমার পক্ষে মনে হয় ব্লগটি কখনো ছাড়া হবে না, যদি না এই ব্লগ বন্ধ হয়।

ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: আমিও ভাবছিলাম কৃষ্ণগহ্বরের ঠিকানায় তোমার খোঁজে একটা চিঠি পাঠাবো ভাইয়া!

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

বিজন রয় বলেছেন: অন্তিম মূহুর্তে ফিরে এলাম। ভূবনডাঙায় এখন অনেক অন্ধকার। ওদিকে বনলতার চুল ভেসে যাচ্ছে শুন্যতার করাল স্রোতে।
তার থেকে এই ভাল, এই ভাল, কেউ মনে রাখেনি, কেউ খোঁজ নেয়নি, কেউ চিঠি পাঠায়নি।

তা শায়মা আপা, আর কবে চিঠি পাঠাবেন, আমি মলে!!!!

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: কবরের এফিটাফে পাঠাবো ভাবছি ভাইয়া।

অবশ্য তার আগে নিজের এপিটাফ লিখছি হা হা হা

তোমারটা না হয় স্বর্গ থেকেই পাঠাবো।

আমি অপ্সরী তো নিশ্চিৎভাবে স্বর্গেই থাকবো। :) :) :)

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: শায়মা আপা, আপনার কথা শুনে সেই কবিতাটি মনে পড়লে........

"কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতেই সুরাসুর"

জীবনের এফিটাফের দাম কত?
তার থেকে এই ভাল, এই ভাল, কেউ মনে রাখেনি, কেউ খোঁজ নেয়নি, কেউ চিঠি পাঠায়নি।

আপনার আর, আর, আর খবর কি?ৎ
কেমন আছেন, ছিলেন?

৯| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: আমি কি খারাপ থাকতে পারি বলো?????
স্বর্গে কি মানুষ খারাপ থাকে? খারাপ থাকে মানুষ নরকে। কৃষ্ণগহ্বরে হা হা হা হা
আমি
ভালো ছিলাম ভালো আছি
আকাশ পাতালের কাছাকাছি:)
আর কেউ খোঁজ নেইনি ঠিক না। তোমাকে কি ভোলা যায় বলো??????? তাই মনে মনে খোঁজ নিয়েছিলাম ভাইয়ু!!!!!!!

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: শায়মা আপা, আপনার হৃদয়ে সামুদ্রিক নির্যাস ঝরে পড়ুক। আপনার মনে শতফুল বিকশিত হোক। আপনি ভাল থাকেন অফুরন্ত আমাদের কাছাকাছি।

হয়তো আমাকে মনে রেখেছিলেন, হয়তো কোন এক নির্জনে শুভ ভোর হয়েছিলেন নিরবে, মনে মনে। হয়তো।

আমাকে কি ভোলা যায়? যায়, কারণ মনে রাখার মতো আমি তেমন কিছুই করিনি।

১০| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর পেলাম আপনাকে।
আপনার ভাললাগাটুকু রেখে দিলাম সযত্নে।

ভাল থাকুন।

১১| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।


কবিতা সেই রকমই ভালো লাগলো ।

আমরা কিন্তু মনে রেখেছি আপনাকে । লেখা দেখেই চলে এসেছি । তবে আপনি কি ভুলে গেছেন নাকি আমাকে ? এখনো আমার ব্লগে যেতে দেখলাম না যে ! :)

শুভকামনা ।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৫

বিজন রয় বলেছেন: না না, আপনাকে ভুলিনি। কাউকে ভুলিনি। আমার অত ভুলো মন নয়। বিকালে অনেক ব্যস্ত ছিলাম, তাই কারো ওখানে যাওয়া হয়ে ওঠেনি।

কিছু দিন নানা সমস্যা আর ব্যস্ততার মাঝে ছিলাম।
আবার সরব হলোম।

আবশ্যই আমাকে পাবেন।
ধন্যবাদ মনে করে আসার জন্য।

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: কোথায় ছিলেন এতদিন ? কেমন আছেন ?

ভালো লাগা রইলো। প্লাস।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

বিজন রয় বলেছেন: সে অার বলবেন না। সমস্যা, বাঁধা, ব্যস্ততা, নতুনত্ব।
সেজন্য ব্লগে লগিন হয়েছি কম। পোস্ট দিইনি।

যাহোক, মনে রেখেছেন দেখে ভাল লাগল।
বেঁচে থাকুন, ভাল থাকুন সুমনবাবু।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সালমান মালিক বলেছেন: আজ অনেকদিন পর আপনার দেখা।
আগে দুএকটি কবিতা লিখেছিলাম যার মাঝে আপনার আশ্বাস পেতাম
দীর্ঘা বিরতি আজ আবার খুঁজে পেয়েছি আপনাকে আমার মাঝে।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: দীর্ঘ বিরতি আর কই। মাস খানেক হবে।
বেশ ব্যস্ততার মাঝে ছিলাম।

আবার দেখা হবে, কথা হবে, আবার আমরা সবাই প্রাণময় হয়ে উঠবো।
মনে রাখার জন্য ধন্যবাদ।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৪

ইমরান আল হাদী বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পেলাম।সহজ সুন্দর শব্দে গাঁথা কবিতা।"স্বয়ং অন্ধকার" এ রকম শব্দ যুগল আমাকে সমৃদ্ধ করে।
ভাল থাকবেন।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

বিজন রয় বলেছেন: কি করবো বলেন হাদী, মাঝে মাঝে সময়ের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয়!!
স্বয়ং অন্ধকার কিংবা কৃষ্ণগহ্বর জীবনে কখনো কখনো আসে। মেনে নিতেই হয়।


খুব ভাল লাগছে আপনাদের সৃহৃদ সান্নিধ্য।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগছে। কবিতা অসাধারণ হয়েছে। আছেন কেমন?

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: ভাল আছি প্রিয় শামীম। কায়েকদিন আপনাদের খুব মিস করেছি।
আপনাদের মাঝে নিজেকে আবার আবিস্কার করে ভাল লাগছে।

অনেক অনেক ধন্যবাদ।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

শরতের ছবি বলেছেন: কোথায় ছিলেন দাদা ? আপনাকে অনেক খুঁজেছি < কোথায় লুকিয়েছিলেন নাটোরের বিজন সেন ?

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: নাটোরের বিজন সেন........ কথাটি বাঁধাই করে রাখলাম।
যে সন্মান আমাকে দিলেন তা হৃদয়ে গেঁথে থাকবে।

আমাকে খুঁজেছেন অনেক!! এটাই তো হৃদয়ের অকৃত্রিম টান।

আমি বেশ ব্যস্ত ছিলাম কয়েকদিন। এখন আবার মুখর হবো আপনাদের সাথে।
এভাবেই সাথে থাকুন।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাধ্য হই। কতক থাকি। ফিরে আসি।


দারুণ প্রত্যাবর্তন। +

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: ফিরে আসলেই বোঝা যায় শুন্যতা কত গভীর ছিল। তবে বাধ্য হওয়ার দরকার নেই। মনের উপর জোর দিতে নেই।

ধন্যবাদ রাজপুত্র।
ভাল থাকা চাই।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১১

অরুনি মায়া অনু বলেছেন: খুবই চমৎকার লেগেছে আপনার কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: আপনাকে নতুন দেখছি আমার এখানে।

আমার কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সাথে থাকুন, ভাল থাকুন, কথা হবে।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪২

অ্যালেক্স আমিন বলেছেন: অসাধারণ হয়েছে দাদা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: আপনার বড় মনের, উদার হৃদয়ের পরিচয় পেলাম।
এভাবেই সাথে থাকুন।

শুভকামনা।

২০| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের মাঝে হৃদয়ের লেনদেন নেই
কােনকিছু মনে রাখার তাগিদ নেই
কেবল স্বয়ং অন্ধকার।

সত্যানুভব এমনই কঠিন! অন্তর কাঁপিয়ে দেয়া!

তাইতো বলি! শূন্যতাটা কি ছিল কি ছিল বুঝতে পারিনি!
ফিরে পেয়ে মনে হল- এইতো সেই শূূন্যতা ;)

+++++++++++

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: তাইতো বলি! শূন্যতাটা কি ছিল কি ছিল বুঝতে পারিনি!
ফিরে পেয়ে মনে হল- এইতো সেই শূূন্যতা


জ্ঞানী লোকের জ্ঞানগর্ভ উপলব্ধি।
সত্যানুভব নির্মম হলেও সত্য।
এই জন্য এটার প্রয়োজন কখনো ফুরিয়ে যাবে না।

ব্লগে এরকম মন্তেব্যের জন্য আপনাদের দরকার আছে।

অনেক ধন্যবাদ।

২১| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

মিঃ অলিম্পিক বলেছেন: অসাধারন কবিতা....

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: অসংখ্যা ধন্যবাদ।
এভাবেই আমাদের পরস্পরের সাথে থাকতেই হবে।

শুভকামনা রইল।

২২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: দারুণ প্রত্যাবর্তন

অসাধারন কবিতার জন্য আন্তরিক অভিবাদন।
ভালো থাকুন বিজন রয়।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

বিজন রয় বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
সাথে থাকুন এভাবেই আপনজনের মতো।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




প্রতিজ্ঞা ভংগের আগের মহুর্তের অপচেস্টার ফল

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: বুঝতেই পারছেন কুষ্ণগহ্বরে ছিলাম। একা আর কষ্টে।

তবে আমি কোন প্রতিজ্ঞাভঙ্গ করিনি।

হা হা হা হা ........শুভেচ্ছা।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪

গোফরান চ.বি বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।

ভালো লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় প্রীত হলাম। সন্মানিতবোধ করছি।

সাথে থাকুন।
শুভকামনা।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

গোফরান চ.বি বলেছেন: আপনার জন্যো শুভ কামনা ।

আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত ।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: অবশ্যই যাবো আপনার ব্লগবাড়ি।
শুধু সময়ের ব্যাপার।

আমি চেষ্টা করি অনেকের ব্লগবাড়ি যাওয়ার।

আবারো ধন্যবাদ।

২৬| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।

দারুন প্রকাশ ভাইয়া। খুব ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।
মাঝে কদিন আপনাদেরকে খুব মিস করেছি।

শুভকামনা।

২৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া মিস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে মিস করেছি কিন্তু প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার জুড়ি নেই। আপনি কেমন আছেন জানালে খুশি হব।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

বিজন রয় বলেছেন: আমি আপাতত ভাল আছি।

আপনি বিদেশ থাকেন ভাবিনি। একদিন নিশ্চয়ই দেশে ফিরে আসবেন। একদিন নিশ্চয়ই সাক্ষাৎ হবে।
ততদিন ভাল থাকেন এই শুভকামনা রইল।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

আমিই মিসির আলী বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।

কবিতা বেশ ভালো লাগলো।
হৃদয় ছুইলো।
++

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

বিজন রয় বলেছেন: আনন্দিত হলাম। আপনাকে দেখলেই মনটা আনচান করে। কেন করে তা বলতে পারবো না।

যাইহোক, কবিতা হৃদয় ছুঁয়েছে জেনে ভাল লাগল।

ভাল থাকুন।

২৯| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

অদৃশ্য বলেছেন:



কেন যাবেননা! সময় পেলেই যাবেন... নাছাড়া কিভাবে বুঝবেন জীবনের জন্য আলো, স্পর্শ, মায়া-মমতার প্রয়োজনিয়তা কতটুকু আর এসবের স্বাদই বা ক্যামন...

আপনি হঠাৎ হাওয়া হয়ে যাবার পর ভাবলাম আপনাকে ডাকাডাকি করি, আবার ভাবলাম না থাক... ডাকার জন্যও অপেক্ষা করা প্রয়োজন... আমি অপেক্ষা করছিলাম... আর আপনি এসেও গেলেন... এটা আনন্দের, যারা অপেক্ষা করেন তাদের জন্য...

লিখাটিতে আপনার ক্ষোভ ও ব্যাথাগুলো দেখতে পাচ্ছি... আরও নিজস্ব শব্দে এর প্রকাশ আপনি করতে পারতেন, ভাবনাটা দারুন ছিলো... তারপরেও আমি দারুনভাবেই ফিল করেছি...

বিজন দা'র জন্য
শুভকামনা...

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: জীবনের সেই অন্য আলোয়, অন্য স্পর্শে, অন্য মায়ায়, অন্য মমতায় আপনাকে অভিবাদন।

ওই অন্যভূবনে যেতে না চাইলেও নিয়তি মাঝে মাঝে টেনে নিয়ে যায় ঠিকই। কিন্তু মানুষতো, তাই ভয় করে, কষ্ট হয়। ওটা অন্ধকার, কৃষ্ণগহ্বর!! "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে"...... এক জীবনানন্দ ছাড়া।

শূন্যতায় তো পূর্ণতা। অস্পৃশ্য বা অবিমিশ্র জগতে পড়লেই তো সেই মুল্যবান আলোটা আবার ভেসে ওঠে, আর তখন আবার বাঁচতে ইচ্ছে করে। তাই ওখানে যেতে বলে খারাপ করেন নি।

প্রকৃতপক্ষে, এই ব্লগে আমাকে ডাকাডাকি করার মতো কেউ নেই। কারো মনে তেমন দাগ কাটতে পারিনি। তবু আপনি যে ডাকার ইচ্ছে পোষণ করেছিলেন, আমার জন্য অপেক্ষা করেছিলেন তা আমার জন্য অনেক বড় পাওনা। অপেক্ষার পরেই তো আনন্দ, ঠিকই বলেছেন।

অন্যকে, অন্যের অনুভূতিকে আপনি যেভাবে ফিল করেছেন তা দেখে আমি বিমোহিত, ভাবছি একটা মানুষের হৃদয়বোধ, কল্পনা কতখানি প্রসারিত হলে এমনভাবে অন্তরের প্রকৃত অন্দরে প্রবশে করা যায়।

আপনি তা পেরেছেন।
আপনি অনেক সুদূরপ্রসারী।
আপনাকে শতকোটি প্রণাম।

ব্লগে প্রকৃত বন্ধু পাওয়া যায় কিনা জানিনা।
আমি অপেক্ষা করছি।

আপনার জীবন পুষ্পময় হোক।



৩০| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

গেম চেঞ্জার বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
আলো নেই, জীবন নেই, স্পর্শ নেই
নেই মায়া মমতার স্পন্দন।



কৃষ্ণগহ্বরে সবাই কি যেতে পারে? আপনি পেরেছেন! :)

শুভকামনা রইলো বিজন'দা!!

চমৎকার কবিতা!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: প্রিয় গেম।

ওখানে আর যাবো না, ওখানে কেউ মনে রাখে না, কেউ ডাকাডাকি করে না, সবাই মুখ ফিরিয়ে নেয়।
তবে ওখানে না গেলে প্রকৃত মানুষ চেনা যায় না। জীবনকে অন্যভাবে দেখায় যায় না। তাই শূন্যতাকে, অবহেলাকে নতুন করে দেখতে হলে মাঝে মাঝে যাওয়া ভাল।

আমি পেরেছি কিনা জানিনা।

সবসময় সাথে থাকার জন্য কৃতজ্ঞ।

৩১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ একটি কবিতা । এই ধরনের কবিতা আমার ভীষণ প্রিয় , সহজ সরল ভাষা , কিন্তু অসীম গভীরতা । অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: সহজ সরল ভাষা , কিন্তু অসীম গভীরতা ।.... অল্প কথায় অনেক বলেছেন। বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। এভাবে প্রসাংশা পেলে লেখার গতি বেড়ে যায় কয়েক গুন।

অনেক ধন্যবাদ।
আবার কথা হবে।

৩২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

অদৃশ্য বলেছেন:



ব্লগেও প্রকৃত বন্ধু পাওয়া যায়... শুধু বুঝে নিতে হবে আর খুঁজে নিতে হবে এই যা... আপনার সামনের দিনগুলো চমৎকার কাটুক এমনই প্রত্যাশা...

শুভকামনা...

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: ব্লগে আমার বয়স বেশিদিন নয়। তাও প্রকৃত ব্লগিং করি এবছর জানুয়ারি থেকে।

এই সময়ের ভিতরে আমাকে কেউ ডাকেনি বন্ধ বলে। তাই জানিনা কি হবে।

আবার আসার জন্য ধন্যবাদ।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

কাছের-মানুষ বলেছেন: কৃষ্ণগহ্বরে যাব না আর
কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না,
এসব নিয়েই জীবনের শুন্যতা রোমন্থন।


অসাধারন এক কবিতা । পড়ে ভাল লাগল ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: কাছের-মানুষ কাছে এলেন!!

ভাল লাগল কবিতা পড়ার জন্য।
সাথে থাকুন, ভাল থাকুন।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আলো নেই, জীবন নেই, স্পর্শ নেই লাইনটা পড়ে মেঘদলের 'নির্বাণ' গানটার লিরিক মনে পড়ে গেল- 'আলো নেই, রোদ নেই কিছু বিপন্ন বিস্ময়। ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা......'

স্নিগ্ধ একটা লেখা। প্লাস বিজন দা বিগটাইম!!

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৫

বিজন রয় বলেছেন: গতকাল আপনার এই কমেন্টসটা দেখেছিলাম, কিন্তু রাত্রে আর বসতে পারিনি।

মেঘদলের কিছু গান আছে যেগুলোর কথা অসাধারণ। আমার কবিতা মেঘদলের কথা আপনাকে স্বরণ করিয়ে দিতে পেরেছে।

আমি গর্বিত।

আপনার জন্য শুভকামনা।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫

জেন রসি বলেছেন: সবার মধ্যেই একটা কৃষ্ণগহ্বর আছে। তবে একটা অসীম মহাকাশও আছে। বরং সেখানেই আনন্দের সন্ধান চলুক।

কবিতা বরাবরের মতই চমৎকার ।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯

বিজন রয় বলেছেন: সেই মহাকাশটাই বোধহয় হৃদয়ের শুদ্ধতম দহন। আমি আসলে সেখানেই যেতে চাই। সন্ধান করছি। আসলেই যেতে চাই।

ধন্যবাদ গুণী জেন রসি।
কথা হবে অহরহ।

৩৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৫

খোলা মনের কথা বলেছেন: কৃষ্ণগহ্বর সম্পর্কে জানার খুব আগ্রহ আমার। পরবর্তী পোষ্টে জানাবেন কি কি দেখেছেন!!! দু চারটা সেলফি থাকলেও দিতে পারেন সেখানকার। :| interstellar মুভি দেখেও স্বাদ লেগে আছে চোখে।

অনেক দিন পরে আপনাকে দেখলাম মনে হচ্ছে। আপনাকে দেখে ভাল লাগলো

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩

বিজন রয় বলেছেন: হা হা হা কঠিন জায়গায় দাঁড় করালেন আমাকে। কৃষ্ণগহ্বর সম্পর্কে কাউকে কিছু জানানো যায় না। শুধু মন দিয়ে উপলব্ধি করা যায়।

সেলফি!!! হা হা হা ............ আমি তো কৃষ্ণগহ্বরে যাবো না, যেতে চাই না।

ধন্যবাদ সুন্দর নামের ব্লগার খোলা মনের কথা
আমাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ।

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পেলাম।

ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ব্লগে থাকুন বেশি বেশি।

শুভেচ্ছা রইল।

৩৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭

আলোরিকা বলেছেন: আপনি তো দাদা দুনিয়ার নিয়ম- কানুন সবই পালটিয়ে দিলেন ---------- কৃষ্ণগহ্বর থেকে প্রত্যাবর্তন !!!!

যাহোক কৃষ্ণগহ্বরের স্মৃতি রোমন্থন দারুণ হয়েছে :)

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: আরে, আরে, আলোরিকা!! আপনি কোথা হতে উদয় হলেন এই নিষ্পাপ সকালে কোমল উষ্ণতা নিয়ে!! আপনিই কি সেই আলোর দ্যূতি যা আমি কৃষ্ণগহ্বরে পাইনি! যে আমার এই কঠিন প্রত্যাবর্তনে সাথী হলেন।

সত্যিই মানুষের জীবনে কিছু সময় বা পরিস্থিতি আসে যা আসলেই কৃষ্ণ, অন্ধ আর বোবা।

অনেক ভাল লাগল আলোরিকা।
ভাল থাকেন কৃষ্ণগহ্বরহীন জীবন নিয়ে।

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

আলোরিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এমন উষ্ণ অভিবাদনের জন্য ! আমিও সম্ভবত সেখানেই ছিলাম -------- আজ লগ ইন করে কে কে অনলাইন আছে দেখে আপনার ব্লগে ঢুঁ দিলাম ওমা দেখি আপনিও আমার মতই নিরুদ্দেশ ছিলেন --------- অমাবশ্যা ছাড়া কি পূর্ণিমা দর্শন হয় ??!!

সুস্বাগতম ---- অনেক অনেক শুভকামনা । ভাল থাকুন :)

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

বিজন রয় বলেছেন: জীবনগন্ধ। জীবনগন্ধের সূবর্ণভূমিতে দাঁড়িয়ে যে উদগ্র আবাহন তা অবহেলা করি কি করে!! একটু উষ্ণতার জন্য আবার অন্ধকারে যেতে কোন দ্বিধা নেই। তাই বুঝি অমাবশ্যায় পূণিমার আলো হলেন!!

যেভাবে সুস্বাগতম বলে দোলা দিয়ে গেলেন তাতেই না আবার বিসর্জিত হই কৃষ্ণগহ্বরে!!

অভয়টা কোথায়?

আবার এলেন, তাই কিছু কথা শুনিয়ে দিলাম।
ভাল লাগতেও পারে।

আলোরিকা আলোতেই বিরাজমান থাকুক সকল উষ্ণতা নিয়ে।

৪০| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

আরাফআহনাফ বলেছেন: "কৃষ্ণগহ্বরে যাব না আর" - আসলেই কি এড়ানো যায়?

সীমের প্রান্তে দাঁড়িয়ে, অসীমের হাতছানি
এড়াবার সাধ্যি কার, কখনো না জানি।

অনেক সুন্দর কবিতা আর প্রকাশ।


ভালো থাকুন - অজস্র, অজস্র।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: সুন্দর মন্তব্য।

অসীমের হাতছানি কেউ এড়াতে পারে না।
তবে কৃষ্ণগহ্বর এড়ানো যায়।

আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।
শুভকামনা সবসময়ের।

৪১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর অর্থবহ লেখা, পাঠে ভাল লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: নামে প্রথমকথা আর কাজে শেষকথা।

হা হা হা

আপনার উপস্থিতি উৎসাহদায়ক।
ভাল থাকেন।

৪২| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: " কেবল স্বয়ং অন্ধকার " অংশটি ঠিক লাগছে না আমার কাছে।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: তাহলে কোনটা বা কি হলে ঠিক হতো বলে আপনার মনে হয়।

আসুন আলোচনা করা যাক।

ধন্যবাদ।

৪৩| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: "কেবল" এর পর "স্বয়ং" এ জন্য বলা।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: হা হা হা ......

বুঝতে পেরেছি।

ধন্যবাদ আর শুভকামনা।

৪৪| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

fa siam বলেছেন: আপনি নতুন ব্লগারদের জন্য একজন উৎসাহদাতা।
আপনার কবিতা চমৎকার

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

বিজন রয় বলেছেন: চেষ্টা করি সবার কাছে যাওয়ার জন্য। কথা বলার জন্য।
কখনো কখনো আঘাতও পাই।

অনেক ধন্যবাদ আপনাকে।

৪৫| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

গোপাল বাগচী বলেছেন: সত্যি চমৎকার হয়েছে কবিতাটি। অভিনন্দন।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: আপনার প্রশাংসায় জর্জরিত হলাম। অনেক উৎসাহ পেলাম।
ভাল লাগল আমার এখানে আপনার প্রথম উপস্থিতি।

ভাল থাকুন এই শুভকামনা।

৪৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫১

ডঃ এম এ আলী বলেছেন:




বুজিনি তখন কৃঞ্চগহ্বর কাহিণী
তবে দাদার আগমনে
কৃঞ্চগহ্বর আর কৃঞ্চ
নেই হয়ে গেছে
আলোতে
পরিপুর্ণ ।

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০০

বিজন রয় বলেছেন: ভালইতো।

তাহলে সেই আলোতে আসেন সবাই মিলে ভিজি।
ভিজে ভিজে সোনা হই।

শুভসকাল।

৪৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৫

পেন আর্নার বলেছেন: আশা করি ভালো আছেন বিজন 'দা। অদৃশ্য 'দা এর লেখায় আপনার 'কবি কি এত অজস্র প্রশ্নের আবহে শৃংখলাবদ্ধ, নাকি আত্মবিলীন শূণ্যতা?' এই মন্তব্য দেখে এ নিয়ে তক্ক করতে মন করলো। :-)


কবিতাটি সহজ সুন্দর।
শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: কবি কি এত অজস্র প্রশ্নের আবহে শৃংখলাবদ্ধ, নাকি আত্মবিলীন শূণ্যতা?'

হা হা হা ........... অামার কাছে এই ব্যাপারটি সবচেয়ে ভাল লাগল যে, অদৃশ্যর ওখানে করা আমার মন্তব্য নিয়ে কথা বলতে চেয়েছেন। এর চেয়ে আর খুশির বিষয় কি হতে পারে আমার জন্য!

ওই কথা নিয়ে তো আলোচনা অনেক হয়েছে ওখানে। অদৃশ্য অনেক কথা বলেছেন।

এখানে যদি আবার আলোচনা শুরু করি তো অনেক কথা বলা যায়, কিন্তু আসুন আমরা নতুন কিছুর দিকে দৃষ্টিপাত করি।

আপনাকে কে বলে ধন্যবাদ জানাই তা ভাবছি।

৪৮| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

অন্য পুরুষ বলেছেন: "কিছু দুঃখ
কিছু তাপ
কিছু শােক
কিছু কবিতার নির্যাস
এসব নিয়েই হৃদয়ের শুদ্ধতম দহন।"

দহনে দহনে শুদ্ধ হবার জন্যই আমাদের বেঁচে থাকা :)

সুন্দরতম কবিতা। :)

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আশাকরি কবিতার বক্তব্য ধরতে পেরেছেন।
আন্ধকারে পড়লে মানুষের মনে কি হয়।

শুভকামনা।

৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

লেখোয়াড়. বলেছেন:
আপনার কবিতা লেখার স্টাইলটা ভাল লাগে। আমি যদিও একসময় ব্লগে কবিতা পোস্ট দিতাম, এখন আর সময় পাই না।
যদি ব্লগে আসতে পারতাম তো আপনার সাথে জমতো ভাল।

যাই হোক লিখুন নিয়মিত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

বিজন রয় বলেছেন: আপনাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কি আর লিখতে পারি। যা মনে আসে তাই।

তবুও আপনার কথা মনে থাকবে।

ধন্যবাদ।

৫০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

লেখোয়াড়. বলেছেন:
আর ব্লগে আপনার তৎপরতা চোখে পড়ার মতো।
চালিয়ে যাবেন বলে আশারাখি।

শুভকামনা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: কি আর করবো। পুরানোরা আর তেমন কেউ আসেননা।

তাই নিজেই নিজেকে উৎসাহ দিই।

আপনিও নিয়মিত হোন না!!

আবারো ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

৫১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

মহা সমন্বয় বলেছেন: প্রথম কমেন্টারকে যদি চা দেন তাহলে শেষ কমেন্টারকে কি দিবেন? আমি বিরিয়ানী দাবি করছি। B-)
কবিতায় ভাল লাগা রইল। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: হা হা হা ....

আপনার পরে আরো একজনকে দেখতে পাচ্ছি। তাই চা বা বিরিয়ানী কোনটাই দেওয়া যাবে না।

হা হা হা .........

অনেক ধন্যবাদ।

৫২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

পলাশ রহমান বলেছেন: কিছু দুঃখ
কিছু তাপ
কিছু শােক
কিছু কবিতার নির্যাস

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

বিজন রয় বলেছেন: পলাশ ভাই আপনি!!! আমি অবাক হলাম আপনাকে আমার এখানে পেয়ে!!

অনেক অনেক ভাল লাগল।

আপনি অনেক পুরানো ব্লগার। আপনাকে অনেক শ্রদ্ধা করি।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৫৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

মুহাম্মাদ শাথিল বলেছেন: তবু জীবনের ভারে ক্লান্ত পথিকের ছুটে চলা সেই আঁধারের পানেই।

দারুণ লেখনী বিজন'দা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

বিজন রয় বলেছেন: এতদিন পর! কোথায় ছিলেন?

অনেক ধন্যবাদ দেখা দেওয়ার জন্য।
ভাল থাকুন।

৫৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

ভ্রমরের ডানা বলেছেন: দারুন লেখেছেন, আসলেই তাই, মানুষে মানুষে ভাল লাগা মরতে বসেছে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

বিজন রয় বলেছেন: আমি চাই মানুষ ভালবাসার জন্য মরুক। মানুষ মানুষের জন্য মরুক।

ধন্যবাদ ডানা।

৫৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

জনৈক অচম ভুত বলেছেন: তবু ঐ কৃষ্ণগহ্বরেই বন্দী জীবন। :|
কবিতা বরাবরের মতোই অনবদ্য।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

বিজন রয় বলেছেন: এই কবিতাটির একটি আলাদা টেস্ট হয়েছে, সেটা আপনার কথায় প্রমাণিত।

আপনাকে একগাল হাসি।
শুভেচ্ছা।

৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯

বিজন রয় বলেছেন: তাই হোক। সবার মাঝে শান্তি, মানবতিা বর্ষিত হোক।

অনেক অনেক শুভকামনা।

৫৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

ডঃ এম এ আলী বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ডঃ।
আপনার আন্তরিকতা সবসময় আনন্দ দেয়।
সে জন্যই তো আপনাকে প্রায়ই স্মরণ করি।

৫৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ দাদা এই ঈদের দিনে স্মরণ করার জন্য ।
দাদার স্নেহমাখা সান্নিধ্যে মন ভরে যায় সর্বত্র ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।

ভবিষ্যতে আপনার সাথে সম্পর্কের আরো গভীরে যেতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
দেশে আসলে জানাবেন অবশ্যই।

ভাল থাকুন, সুখে থাকুন।

৫৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল শুনে হৃদয়ের বারতা , অবশ্য হবে দেখা এখানে সেখানে সবখানেতেই
এই অন্তর্জালের যোগে সবাই যে আছি অতি নিকটেই । কাছের মানুষটি যায় চলে
দুরে মনের মিল না হলে আর দুরের মানুষটি আসে চলে শুধু কথার মিল হলে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: এই অন্তর্জালটি আমার কাছে যন্ত্রনার মনে হয়। কারণ এটি অদৃশ্য।


অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।

৬০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



ভিডিউ কনফারেনসে দৃশ্যমান করা যায় সহজে
তবে তা সম্ভব হয়ে উঠেনা বিবিধ কারণে
তখন সত্যিই এটা যন্ত্রনাদায়ক মনে হয় ।
ধন্যবাদ সত্য অনুধাবনের জন্য ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা , ধরতে পেরেছেন তাহলে।
এই জন্যই তো অাপনাকে অনেক দূরদর্শী বলি।
অভিজ্ঞ বলি।

৬১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

ডঃ এম এ আলী বলেছেন: :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

হা হা হা

৬২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: দাদা ব্যপক হাসা হাসলাম এই আনন্দের ঈদের দিনে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: হাসতে নাকি জানেনা কেউ।
তাই একটু হাসি দেখালাম।

হা হা হা হা ....

৬৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

একলা ফড়িং বলেছেন: বাহ! কবিতাময় ব্লগবাড়ি!

ঈদের ব্যস্ততায় আছি। সময় করে পড়তে আসব সব। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: আসুন, আসুন।

আপনি নিয়মিত হন। আসুন আমরা সবাই লেখার মাধ্যমে ব্লগটাকে আবার মুখর করে তুলি।

অনেক অনেক শুভকামনা।

৬৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না....
কৃষ্ণগহ্বরের মতো শুন্যতা নিয়ে লেখা এমন ভাবের একজন কবিকে ফেরাই কি করে !!!! তাঁকে বলতেই হয় ---

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শুন্য হাতে -----
আমি তাইতে কি ভয় মানি !
জানি জানি, বন্ধু, জানি ---
তোমার আছে তো হাতখানি ।।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা .............

অনেকদিন পর পেলাম!! ধন্য হলাম।

এমন মনকাড়া মন্তব্যে কি বলেতে পারি............!!

ভয় নেই বন্ধু, ভয় নেই...
যা দিয়েছে দুহাত ভরে অঞ্জলি
ক্ষয় নেই তার ক্ষয় নেই।
ধরে রাখো হাত, সম্মুখে তাকাও
শূন্যতায় ভোর আসবেই।

ভাল থাকুন।

৬৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালো...লিখেছো...্

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: হা হা হা ............

৬৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: কৃষ্ণ গহ্বর,
নামটাই তো ভয়ঙ্কর!
ওখানে যাবেন কোন দুঃখে?
তার চেয়ে জীবন, স্পর্শ আর স্পন্দন নিয়ে
নীড় বাঁধুন ভালবাসা দিয়ে।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: আপনার এই মন্তব্য পড়ে সেই গানটির কথা মনে পড়ে গেল।

"নীড় ছোট ক্ষতি কি আকাশ তো অনেক বড়"

আমি বলি অন্ধকার আছে তাই বলে কি আলোর কাছে যাবো না!!!

অবশ্যই যাবো।

৬৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: ১ নং প্রতিমন্তব্যে বলেছেন, মাঝের সময়টা খুব ভাল ছিল না- আশাকরি খারাপ সময়টাকে পেছনে ফেলে এসেছেন। এখন আমাদের সাথে আরো সময় দিতে পারবেন। আর দিন দিন শুন্যতার দিকে ধাবিত হচ্ছি (২ নং)- এ কথাতো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সুতরাং সামনে তাকান, যা কিছু করতে ভাল লাগে, করুন।
৩২ নম্বরে অদৃশ্য এর মন্তব্যটা ভাল লেগেছে।
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: এমন কথা পেলে বেঁচে থাকতে ইচ্ছে করে।

এই জন্য আপনাকে এত শ্রদ্ধা করি।

আপনাদের সাথে অবশ্যই থাকবো।

আপনি ভাল থাকুন।

৬৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেকবার পড়ে কমেন্ট করে গেলাম অসাধারণ এই কবিতাটায়। এমন লেখা আর আসছে না কেন?

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: ভাল লাগল।

এভাবেই পাশে থাকুন। আমার সব কষ্ট দুর হয়ে যাক।

৬৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

মাহমুদ০০৭ বলেছেন: জেন রসির মন্তব্য চমতকার লাগল । তার কথাই আমার কথা । শুভকামনা রইল ।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

কবিতা পড়ার জন্য কৃতজ্ঞ।

৭০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: দারুন কোবিতা।। বিজন রায়ের লেখা সেরা কোবিতার একটি।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: আমার সৌভাগ্য আপনি আমার ব্লগে এসেছেন!! আমার পরম সৌভাগ্য আপনি আমার কবিতা পড়েছেন!!

আপনি অনেক গুনী ব্লগার।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৭১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: কৃষ্ণগহ্বরে কিছু হলেও অতীতের রিকালেকশন থাকবে বোধকরি। যদিও শিওর না!

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: অতীত সব জায়গাতেই থাকে, তবে বর্তমান হয়ে।
অাপনি কি বিজ্ঞানী?

৭২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০

আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: পিছনের লেখায় এসে কথা বললেন দেখে ভাল লাগল।

আরো কথা হবে।
শুভকামনা।

৭৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মুগ্ধ হলাম । সত্যি ভাল লেগেছে ।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১০

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.