নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

!!!.......... কেমন আছেন............??

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮


কেমন আছেন??
কেমন আছেন!!
কেমন আছেন।

মন্তব্য ১০৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কই ছিলেন? রাগ করে চলে গেছিলেন নাকি?

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: অাপনি কেমন অাছেন তা কিন্তু বলেনি!

কবিদের রাগ থাকতে নেই।
সেটা অাপনি নিশ্চয়ই জানেন।

অামার দুখে অামার সাথে থাকুন।
ভাল থাকুন।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: ভাল আছি।
ভাল আছি।
ভাল আছি।
(সত্যিই কি ভাল আছি?!!)
ভাল থাকুন।
ভাল থাকুন।
ভাল থাকুন

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: অাপনি অামাকে কতটা ফিল করেন তা অাপনার কথাতেই বুঝতে পারি, যদি অামার ভুল না হয়।

অাপনি বলেছেন......... (সত্যিই কি ভাল আছি?!!)

অামি বলি...... ভাল থাকি অার অার নাই থাকি বেঁচে তো অাছি!! এটা বা কম কিসে!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এর আগের পোস্টটি ছিল একটি বিমূর্ত কাব্য ভাবনা!
পূর্ণতা পাক!

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, অাগের পোস্টের লেখাটা সম্পূর্ণভাবে নতুন করে অন্য একটি পোস্ট দিব।
অাপনার দেখি সেটা চোখে পড়েছে!!!

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভাবছিলাম, শেষে আপনার খোঁজে পোষ্ট দিতে হয় নাকি? একদিন কয়েকজনে মিলে হিন্দু মিন্দু বলে ছোট খাট আক্রমণ করার পর থেকে আপনি উদাও!

এখন ক্কি অবস্হা, শক্তি মক্তি আছো তো?

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: হা হা হা .......... অাপনার কেন মনে হলো যে অামি সেজন্য উধাও!!
অাসলে বিষয়টি একসাথে ঘটেছে, সেজন্য অাপনি তেমন ভাবছেন।

অন্ধকারকে কি অালো কখনো ভয় পায়??

শক্তি কার বেশি অালোর না অন্ধকারের, ন্যায়ের না অন্যােয়ের, সত্যের না মিথ্যার?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

তারেক ফাহিম বলেছেন:
সকাল সকাল সামু খুলতেই কেউ আমায় জিজ্ঞাস করল কেমন আছেন।

ভালো আছি।
ভালো আছি
ভালো আছি।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: অাপনাকে অাকর্ষণ করেত পেরে অামি ধন্য।
এই অান্তরিকতা মনে থাকবে।

ভাল অাছেন জেনে ভাল লাগল।
সবসময় ভাল থাকুন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

কামরুননাহার কলি বলেছেন: ভালো আছি
ভালো আছি
ভালো আছি

আপনি কেমন আছেন?
আপনিকি হারিয়ে ‍গিয়েছিলেন অনেকের মুখে শুনে তাই তো মনে হয়।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

বিজন রয় বলেছেন: অাপনি ভাল অাছেন জেনে ভাল লাগল।
অাগে সম্ভবত অাপনাকে অামি দেখিনি।
অামার এখানে অাসার জন্য ধন্যবাদ।

অামি অাসলে হারাইনি, প্রায় মাস খানেক ব্লগে অনিয়মিত।
তাই যাদের কাছে অামি প্রিয় তারা অামার দেখে উৎফুল্ল।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি ভাল

আপনি কেমন ?

কয়েকজনের মন্তব্যের ঘরে দেখলাম আপনি লিখেছেন-কেমন আছেন ?

ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করবো-কেমন আছেন ?

যাক বাঁচা গেল এবার আপনার পোস্টেই বলা গলে-কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: হঠাৎ মনে হলো কজনের ব্লগে যেয়ে জিজ্ঞেস করবো যে অাপনি কেমন অাছেন, তার চেয়ে একটি পোস্ট দিলে কেমন হয়।
তাই এই পোস্ট!!

ভালই হলো, সবাইকে এক ঘরে পাচ্ছি।

এখন অামি ভাল অাছি।
অাপনি ভাল থাকেন।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মনে হয় অনেকদিন পরে এলেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: হা হা হা ........... গুরুজন!

প্রায় এক মাস পর!

অাপনার জন্য শুভকামনা।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল আছি বিজন দা । আপনি কেমন আছেন?
এতদিন কোথায় ছিলেন?
আশা করি আবার নিয়মিত হবেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: কোথায় ছিলাম সেটা পরে জানতে পারবেন।

অামি অাপনাদের খুব মিস করতাম।

অবশ্যই নিয়মিত ব্লগিং চলবে।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

কানিজ রিনা বলেছেন: অনেক দিন পরে, আপনার আগমন
ভাল লাগল। অভিনন্দন।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: অাপনাদের ভাললাগায় অামি প্রাণবন্ত হয়ে উঠছি।
দূরে গেলেই অভাব বোঝা যায় এটাই চিরসত্য।

ধন্যবাদ কানিজ রিনা।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

ওমেরা বলেছেন: ওহ্ মাগো ——-ভাইয়া আপনাকে আমি কত্ত খোঁজাখুজি !! একদিন একটা পোষ্ট দেখলাম ক্লিক করেই দেখি গায়েব !!আমাদের ভুলে কেমন ছিলেন ভাইয়া ?

প্লীজ, ভাইয়া আর যাবেন না।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা .......
অামিতো যাইনি। ভুলে থাকিনি।

কাজ, শারীরিক অবস্থা ইত্যাদি..............

ব্লগটাকে তখনই ছাড়া হবে না।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

চানাচুর বলেছেন: ও আপনি এতদিন ছিলেন না এজন্যেই তো বলি ব্লগে এত শান্তি কেন B-) বাট আজ থেকে ফিরে আসবেন জেনে খুব খারাপ লাগছে আবার :( আর এসেন না ব্রাদার। চলে যান, মানুষকে শান্তিতে ব্লগাইতে দেন /:)

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: জ্বী খালাম্মা-দাদী, অাপনি যা বলবেন সেটাই হবে।
হাজার হলেও অাপনি বয়সে অামার অনেক সিনিয়ররররররর!!!!

অামার অনেক যোগ্যতা যে অাপনাদের শান্তি-অশান্তি অনেকটাই অামার উপর নির্ভর করে!!!

হুম।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: ভালা আছি!!!

ভালা আছি!!!!!

ভালা আছি!!!!!!!

ভালা...................আছি..........মেয়াবাই!!!:)


আফনে???

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: ভাল থাকার মানেই সুখ, সুখ মানেই জীবন নয়।

হা হা হা ................

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: কেমন আছি, কেমন আছি
বলার দরকার নাই
কোথায় ছিলেন কেন ছিলেন
প্রশ্ন হলো তাই?

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: .....
অামি ছিলাম কাজের চাপে পিষ্ট
এতে কি অাপনি হবেন তুষ্ট!!

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনি কেমন আছেন?


২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: অামি এখন ভাল অাছি।
অাপনাদের দেখে অারো ভাল হলাম।

ধন্যবাদ।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এসে কেমন দেখেছেন? আপনি কেমন আছেন? ভাল আছেন মনে হয়না তাইতো ব্লগে। ভাল থাকবেন, আমাদের ভুলেও ভাল থাকা যায়।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বিজন রয় বলেছেন: ভুলিনি।
কাজের চাপ।

এসে খুব বেশি পরিবর্তন চোখে পড়ছে না।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

ধ্রুবক আলো বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন..?

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বিজন রয় বলেছেন: অামি এখন ভাল।
অাপনি ভাল জেনে ভাল লাগছে।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

পার্থ তালুকদার বলেছেন: ভাল আছি। ভাল থাকবেন ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: অাপনি কোন পার্থ তালুকদার ??

অাপনার জন্য শুভকামনা।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বিজন রয় বলেছেন: ভাল অাছি।

সবসময়ের শুভকামনা রইল।

সাথে থাকুন।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০

করুণাধারা বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? এতদিন কোথায়, কেন ডুব দিয়ে ছিলেন?

যাহোক, ফিরে এসেছেন তাই আনন্দিত। আশাকরি নিয়মিত হবেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা .....

সুন্দর!!

এটাইতো ভালবাসা।

শুভেচ্ছা।
ভাল অাছি।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

জাহিদ অনিক বলেছেন: এই বেশ ভাল আছি বিজন দা।
আপনি কিবা ?

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিজন রয় বলেছেন: অাপনার কবিতা মিস করতে চাইনা।

কঠিন বাস্তবতায় জীবনের ঘানি টানতে মাঝে মাঝে হার মানতে হয়।

ভাল থাকেন জাহিদ।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল মন্দ পরে হবে
এত দিন কোথায় ছিলেন
সেটা বলেন আগে ।
অাইতে যাইতে বার অানা
উসল হইল না
বারে বারে ফিরে গেলাম
দেখা পাইলাম না ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: জীবন মানে পালিয়ে বেড়ানো নয়।
জীবন মানে দৌড় অার যুদ্ধ।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল আছি ভালো থাকি
আপনি কেমন আছেন?
দেখি নাতো অনেক দিন
ব্লগ ছাড়া কি নিয়ে বাচেন?

দাদা কেমন আছেন

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

বিজন রয় বলেছেন: অাগের মতোই অাছি।
ব্লগ থেকে দূরে থাকা কষ্টকর।
তবু কাজের চাপে হার মানতে হয়।

সুন্দর অার অান্তরিক অাপনার মন্তব্য।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

নূর-ই-হাফসা বলেছেন: যাক ফিরে এসেছেন । ব্লগ ছেড়ে কি থাকা যায় । এতো জীবনের একটা অংশ । কারো কথায় কষ্ট পেলে , মনে মনে একশত বার বোকা দিবেন । তারপর নতুন পোষ্ট দিবেন ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

বিজন রয় বলেছেন: ধন্যবাদ অনেক পুরানো ব্লগার।

অনেক বছর হলো কারো খারাপ কথা তেমন প্রভাবিত করেনা।
অামি অামার গতিতেই।

সাথে থাকুন।
ভাল থাকুন।

নতুন পোস্ট অাসবেই।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

কাবিল বলেছেন: সেই আগের মতই আছি :P
আপনি???



আশা করি এখন থেকে নিয়মিত ব্লগে থাকবেন।

ভাল থাকুন সব সময়।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

বিজন রয় বলেছেন: অামি?? অাগের মতোই।

অবশ্যই নিয়মিত থাকবো।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খারাপ না আমার অবস্থা। ব্লগে কোনকালে দেখছিলাম আপনি নাকি রাগ করে ব্লগ ছেড়ে দিছেন। এখন কবিতা দেন।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বিজন রয় বলেছেন: ব্লগে কোনকালে দেখছিলাম আপনি নাকি রাগ করে ব্লগ ছেড়ে দিছেন।[/sb

হা হা হা হা .............. কোন খবর এটা? কার খবর এটা? সূত্র কি?

কবিতা অাসবে।

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: এইতো মোটামুটি আছি।

কই ছিলেন, এতো দিন !! কেমন আছেন?

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: মানুষ মোটামুটি থাকে কিভাবে?

হয় ভাল না হয় মন্দ।

সুমনদা, ছিলাম আপনাদের সাথেই তবে লুপ্ত।


ধন্যবাদ সুমনদা।

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

জেন রসি বলেছেন: এই বেশ ভালো আছি। :)

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

বিজন রয় বলেছেন: বেঁচে থেকেও অনেকে মৃতের মতো থাকে, আপনি তাদের দলের নন, সেটাই আমার ভরসা।

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে নাই। :(

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: যেটা মনে নাই সেটা বলারও দরকার নাই।

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দীর্ঘ ২৭ দিন আমাদের ছেড়ে থাকতে পারলেন? :D

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

বিজন রয় বলেছেন: ২৭ দিন খুব অল্প সময়।
কিন্তু আমার প্রিয় ব্লগার বন্ধুদের ভালবাসা দেখে মনে হচ্ছে ২৭ দিন ২৭ বছরের সমান!!

অনেক অনেক কৃতজ্ঞ।

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

জাহিদ হাসান বলেছেন: চমৎকার গুরুত্বপূর্ন লেখা।
পোষ্ট স্টিকি করে লেখককে সহ ঝুলিয়ে দেয়া হোক X((

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: না, এটা স্টিকি হওয়ার জন্য পোস্ট নয়। আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন!!

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

নতুন নকিব বলেছেন:


অামি ছিলাম কাজের চাপে পিষ্ট
এতে কি অাপনি হবেন তুষ্ট!!


-কাজটা কি আপনার নিজের সৃষ্ট?
না কি এটাই কপাল বা অদৃষ্ট?

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: অনেক সময় চাইলেও নিজের মতো করে সবকিছু পাওয়া যায় না।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাল আছি কিউব !

আপনি কেমন আছেন ?

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: স্কয়ার না, কিউব!!!
তাহলে তো অনেক ভাল আছেন!!

এটাইতো চাই।

আমিও আগের থেকে অনেক ভাল আছি।

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

উম্মে সায়মা বলেছেন: ভাল আছি??
ভাল আছি!!
ভাল আছি।
আপনি কেমন আছেন বিজন দা?

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: আপনাদের ভাল থাকা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল।
এভাবেই যেন সবসময় ভাল থাকতে পারেন এই কামনাই করি।

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: দেখলেন তো আমরা কেমন আছি।। এবার আপনার কথা বলুন।।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: হ্যাঁ, তাই তো দেখছি।
এজন্য ব্লগে কয়েকদিন না আসতে পারার অভাব বুঝতে পারছি।

আমার কথা নাহয় বলবো আমার পরবর্তী পোস্ট গুলোতে।

ভাল থাকেন সচেতন।

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

অন্তরন্তর বলেছেন: ভাল আছি। আপনার সর্ব অঙ্গের কুশল তো ? ভাল লাগল আপনাকে দেখে। শুভ কামনা।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: আপনাকে দেখে অনেক ভাল লাগছে।
আপনি শুধু আন্তরিক তাই নয় মানুষের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে পারেন অনায়াসেই।

অনেক অনেক ধন্যবাদ।

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪১

মলাসইলমুইনা বলেছেন: ভালোইতো ছিলাম এই বিজনে ? এখনতো কনফিউজড হয়ে গেলাম ঠিক কেমন আছি জানতে চাইলেন বলে ? চুলচেরা বিচার বিশ্লেষণ করে বলতে হবে | নইলে কে জানে যদি সত্যি গোপন হয়ে যায় !

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: মলাসইলমুইনা..... ইনামুল ইসলাম।

সত্যি গোপন রেখে কোন লাভ হয় না।
একদিন যে ঠিকই বেরিয়ে পড়ে।

অনেক অনেক শুভকামনা।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: ফিরে আসায় শুভেচ্ছা রয় !!!!

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মনিরা আপা।

ব্লগে না আসতে পারলে মনে হয় কি যেন করা হয়নি।

শুভকামনা রইল।

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

মলাসইলমুইনা বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই যতই রম্য লিখার সম্রাট হোকনা কেন হিসেবে নিকেশে নিশ্চই রম্য করেন নি ? উনার হিসেবের সাতাশ দিনতো আপনার "রয়" নামের সাথে গেলো না | সাতাশ দিনতো ব্লগে রইলেন না ? রইলেন ব্লগের বাইরে | কই গেলেন তখন ? আশা করছি এর পর সব সময়ের জন্যই ব্লগে লিখতে লিখতেই রয়-এই যাবেন | শুভ পুনরাগমন !!

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা ........... ব্লগে লিখতে লিখতে 'রয়' হয়ে রয়েই যাবো।

সেটাই যেন সত্যি হয়।

আবারা ধন্যবাদ।

৪০| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

জুন বলেছেন: ভালো আছি বিজন রয় ।
আপনি কেমন আছেন বলুনতো ?
আপনাকে ব্লগে অনেক মিস করি ।
:)

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: জুন আপা। আপনার ভাল থাকা জেনে ভাল লাগল।
আমিও ভাল আছি।

ব্লগের বাইরে থাকলে আমিও আপনাদেরকে মিস করি।
ভাল থাকুন সবসময়।

৪১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




ওরে বাব্বা ................ ব্লগের সবাই তো দেখি ভালো আছেন , দু'একজন মোটামুটি আছেন !
তবে খারাপটা আছেন কে ? তবে খারাপটা আছি আমিইইইই্ইইইইইইই ........................... B-)

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: ইচ্ছা করলেই খারাপ থাকা যায় না। আর যে খারাপ থাকতে চায় তার ভিতরে নিশ্চয়ই অনেক ভাল লুকিয়ে আছে।

হা হা হা .... এবার বলুন সে ভালটা কি??

৪২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন ???

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: আপনার এই ভাল থাকাটি যেন আজীবন থাকে।

এই শুভকামনায়............ বিজন।

৪৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২১

শিখা রহমান বলেছেন: বিজন আপনি ব্লগ ছেড়ে আসলেই থাকতে পারলেন? তাও আবার এত্তোগুলো দিন!!

আপনাকে ছাড়া ব্লগের মানুষেরা যে ভালো ছিলো না তাতো দেখতেই পাচ্ছেন। আমি ভালোই আছি। আপনি কেমন আছেন?

ধার করে কবিতা দিলাম। আমিতো আর আপনার মতো কবিতা লিখতে পারি না।

"ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
আমার ভিতরে কোথায় নেমেছে ধস,
কোথায় নেমেছে ঘোর কালো!
দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল
খরা আর খাদ্যের অভাব; ভালো করে চেয়ে দেখো
আমার ভিতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন, ভগ্ন ও ব্যথিত
ঠিক যে আঁধার তাও নয় মনে হয় মধ্যাহ্নে অকালসন্ধ্যা
অস্তমিত সকল আলোর উৎস;
ভালো আছি বলি কিন্তু ভিতরে যে লেগেছে হতাশা
লেগেছে কোথাও জং আর এই মরচে-পড়া লোহার নিঃশ্বাস
গোলাপ ফুটতে গিয়ে তাই দেখো হয়েছে ক্রন্দন,
হয়েছে কুয়াশা!
আমি কি অনন্তকাল বসে আছি, কেন তাও তো জানি না
চোখে মুখে উদ্বেগের কালি, থেকে থেকে ধূলিঝড়
আতঙ্কের অন্তহীন থাবা; ভিতরে ভীষণ গোলযোগ
ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
ভিতরে কেমন কোলাহল উদ্যত মিছিল
ঘন ঘন বিক্ষুব্ধ শ্লোগান, ডাক-তার-ব্যাঙ্ক ধর্মঘট
হরতালপ্লাবিত দেখো আমার ভিতরে এই এভেন্যু ও পাড়া,
হঠাৎ থমকে আছে ব্যস্ত পথচারী যেন কারফিউতাড়িত
আমার ভিতরে এই ভাঙাচোরা, দ্বন্দ্ব ও দুর্যোগ;
দেখো অনাহারপীড়িত শিশু
দেখো দলে দলে দুর্ভিক্ষের মুখ
ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো
ভিতরে কী অস্থির উন্মাদ, ভিতরে কী নগ্ন ছেঁড়া ফাড়া!" --- মহাদেব সাহা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: বিজন আপনি ব্লগ ছেড়ে আসলেই থাকতে পারলেন?[/sb


হা হা হা ....
না পারলাম না।

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৫

অলিউর রহমান খান বলেছেন: আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। আপনাদের সাথে নতুন হিসাবে সামুতে যোগ দিয়েছি। অপূর্ব সব পোষ্ট দেখে দেখে সময় বেশ ভালো কাটছে। আশা করছি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।

আপনি কেমন আছেন?
ধন্যবাদ?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

বিজন রয় বলেছেন: শুভকামনা রইল।

৪৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

আরাফআহনাফ বলেছেন: ভালো আছি, ভালো থাকবেন।

কী হয়েছিলো, সুহৃদ???
অনেকদিন আসা হয়নি কেন???
নিয়মিত পাবো???

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: নিয়মিত পাবো??

পাবেন।

৪৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

জলপাতা বলেছেন: সব ঠিকঠাক?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: ইয়েস।

৪৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: আছি তো ভাই চমৎকার,
সেটা কি বলতে হবে বারবার?
যদি থাকে আপনার কোন দরকার!
তবে, অন্তত মুখ ফুটে বলেন একবার।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: ধন্যবাদ, শুভকামনা.

৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: নতুন পোষ্ট কই?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: অাসছে।

৪৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

আটলান্টিক বলেছেন: ২০১৮ সালের শুভেচ্ছা আপনাকে

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
ভাল থাকুন।

৫০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: এটা কবিতার লাইন?

৫১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮, নতুনের শুভেচ্ছা রই
বছরটি হয়ে উঠুক সাফল্যময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

বিজন রয় বলেছেন: ২০১৮ হবে আমার টানিং পয়েন্ট!!

সাথে থাকবেন??

৫২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
দাদা তুমি এগিয়ে চল ,
আমরা আছি তোমার সাথে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

বিজন রয় বলেছেন: দেশে কি আসবেন?

৫৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: আসার আগে জানাব ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: ওকে, অপেক্ষায় আছি।

৫৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




৪১ নম্বর প্রতিমন্তব্যে জানতে চেয়েছেন - ভালোটা কি !
ভালোটা হলো, আমি একটা বোকা মানুষ । :(

এখানেই নববর্ষের শুভেচ্ছাটি জানিয়ে যাই ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

বিজন রয় বলেছেন: হা হা হা ......

ওসব বাদ দিন।

তার চেয়ে আসুন বলি..........

"আমি তোমাদেরই একজন"

শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.