নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও বোধন

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫



বৃষ্টি বেলার শীতল ছোঁয়ায়
বৃষ্টি খেলার গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
বৃষ্টি জলে ভিজে
কে তুমি মূদ্রিত হও দ্বৈত অবয়বে
বৃষ্টিস্নাত নিষ্পাপে!

তুমি যত আকাশ দেখ, আমি তত বৃষ্টি
এটুকুতেই হবে জীবনের অনেক অজানা সৃষ্টি।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

বৃষ্টির সব নিষ্পাপ ফোটাগুলো আপনার মুখমন্ডল স্পর্শ করুক।

অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুণ ভালোলাগা রেখে গেলাম। বৃষ্টির দিনে বৃষ্টির মাঝে আবৃত চরণগুলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: যতবৃষ্টি কবিদরে তত সৃষ্টি।
আমি কবি নই তবুও বললাম কথাটি।

আসলে বোশেখে এত বৃষ্টি আগে কখনো দেখিনি, আর তাপমাত্রা যেন প্রথম ফাল্গুন।

আপনি কেমন আছেন?
অনেক দিন কথা হয়নি।

শুভকামনা রইল।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বৃষ্টি কাব্য। ভালো লাগলো।

বৃষ্টিস্নাত হয়ে নিষ্পাপ হোক প্রতিটি মানুষ অন্তর

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: শুধু মানুষ নয়, অমানুষগুলোর অন্তরও যেন নিষ্পাপ হয়।

আসলে বৃষ্টির নিকট থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

খুশি হলাম নয়ন।
সাথে থাকুন।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪

শাহ আজিজ বলেছেন: অনেকদিন বাদে তোমার লেখা পড়লাম বিজন , সব ভালো তো ??

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: একটু আগে দেয়া আপনার পোস্টি দেখে ভাবছি মন্তব্য করবো, কিন্তু তার আগেই আপনি আমার এখানে আসলেন।
দারুন।

সত্যি কথা, আমি অনেক দিন পর পোস্ট দিলাম।
কিন্তু আপনার কথা শুনে মনে হলো না বেশি দিন নয়, এটাই আসল অান্তরিকতা।

এটা আসলে কবিতার পর্যায়ে না ফেলা ভাল।
শুধুমাত্র কিছু অভিব্যক্তি।

আমি ভাল আছি, তবে সময় খুব কম। দৌড়াচ্ছি শুধু।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমি ভালো আছি ভাইয়া। একটি কথা না বললেই নয়। যদিও আমার নামের আগে কবি টাইটেল রয়েছে, সেটি কেবলই ছন্দ নামের মত। আমিও কবি নই। আজ আপনার পোষ্টটি মনে হয় সবার আগে আমিই পড়েছি। কিন্তু প্রিয় ;আবু আফিয়া" আমার আগেই মন্তব্য করেছে। আমি ২য় তম হয়ে গেলাম। বৃষ্টির উপমা দারুণ হয়েছে। শুধু আমি নয়, সামুও আপনাকে এবং আপনার লেখাকে মিস করে। আপনি কেমন আছেন জানাবেন? ভালো থাকবেন, শুভকামনা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: বৃষ্টির ভিতরে এমনিতেই আবেগে আছি, তার উপর এমন অভিভাষণ দিয়ে একবারে ভাসিয়ে দিলেন।

আপনি যে প্রথম হওয়ার চেষ্টা করেছিলেন সেটা আমি বুঝতে পেরেছিলাম। ধন্যবাদ।

আমি আসলে ব্লগে আসার জন্য ছটফট করি, কিন্তু কোন মতেই সময়ের সাথে পেরে উঠছি না।
তারপরেও চেষ্টা করছি অন্তত কিছুটা সময় বের করা যায় কিনা।

আমি বুঝতে পারি আপনার আন্তরিকতা।
আমি এটার মূল্য দেওয়ারও চেষ্টা করি।

এসব ব্যাপারগুলো অনেক সুন্দর আর মনে রাখার মতো।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা জীবনের অনেক অজানা সৃষ্টির অপেক্ষায় থাকবো।কবিতা ভালো হয়েছে, বিজনদা

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আগেই বলেছি এটাকে কবিতা না বলাই ভাল।
তবুও আপনার ভাললাগায় খুশি হলাম। আসলে, মানুষের সাথে কথা বলাটাই আসল।

আমার আগের কবিতাগুলোয় সময় পেলে চোখ বোলাবেন আশা করি।
সময়ের অভাবে ব্লগে নিয়মিত হতে পারি না।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

সৈয়দ তাজুল বলেছেন:
বিজন ভাইয়ের ঘরে বৃষ্টি এলো দেখছি
এ আনন্দে ভায়ো এখন করছে নাচানাচি


কবিতা ভাল হয়েছে।

ভাল লাগা প্লাসগুলো+++++

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

বিজন রয় বলেছেন: হা হা হা .....

ঘরেও বৃষ্টি, বাইরেও বৃষ্টি।
মনেও বৃষ্টি, সুরেও বৃষ্টি।

এজন্য তো এই পোস্টের সৃষ্টি।

আমার এই আনন্দের নাচনাচিতে আপনার অংশগ্রহণ আমাকে গর্বিত করলো।

ভাল থাকুন আনন্দে, আর সুখে।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার বৃষ্টি কথন, মুগ্ধ হলাম ভাইয়া।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: যদিও কদিন অনেক বৃষ্টি, তবুও বৃষ্টির একটি আলাদা সৌন্দর্য আছে। তাতে যদি জীবনের কিছু ছুঁয়ে যায় তো ভাললাগা অনেক বেশি বেড়ে যায়।

আপনাদের মুগ্ধতা আমার অলঙ্কার।

ভাল থাকুন তারেক।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: হুম.........

আপনার অফিসের নীচে জল দেখলাম।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন পরে এলেন! লেখায় জং ধরেছে

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: কোন কিছুর ব্যবহার না করলে তাতে জং ধরে এটাতো আমরা সবাই জানি।
শান দিতে তো দোষ নেই।

আপনার মতো ফ্রি সময় থাকলে ব্লগে নিয়মিত হতাম!!

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

সনেট কবি বলেছেন: অল্প কথায় দারুণ কবিতা।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: এটাকে কবিতা না বলে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম বলাই শ্রেয়।
আপনি ভাল আছেন তো!!

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

জুন বলেছেন: বৃষ্টিমুখর ছোট কবিতায় অনেক ভালোলাগা বিজন রয়।
+

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: জুন আপা, আপনিও আমার ব্লগ পাতাটিকে মুখর করে দিলেন।

যদি বলেন তো কবিতাটি আরো বড় করে দিতে পারি।

শুভকামনা রইল।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কাছের-মানুষ বলেছেন: অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখলাম। সব ঠিকতো ?

ছোট আকারে কবিতা ভাল হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

বিজন রয় বলেছেন: আসলেই অনেক দিন পর পোস্ট!
আমাকে মনে রেখেছেন সেটা অনেক বড় ব্যাপার!

কাছের-মানুষ আর হৃদ্যতা একই।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: নিষ্পাপ কবিতা।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

বিজন রয় বলেছেন: দুই শব্দে সবচেয়ে ভাল বলেছেন।

আপনার নিকটি সুন্দর!

শুভকামনা রইল।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: সুন্দর। !! একটি ছবিই যথেষ্ট !!
+।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: তাহলে ছবি আরো দিই!

হা হা হা .....

ধন্যবাদ সুমনদা।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

অর্ক বলেছেন: হোক সৃষ্টি। চমৎকার অনু কবিতা!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

বিজন রয় বলেছেন: সৃষ্টির মায়াজালে বৃষ্টিরও অবদান আছে।
তাই বৃষ্টির সৃষ্টিতে সবারই অংশগ্রহণ করা উচিৎ।

ধন্যবাদ অর্ক।
শুভকামনা সতত।

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

পবন সরকার বলেছেন: দারুণ লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

বিজন রয় বলেছেন: আপনার ভাললাগায় ভালবাসা দিলাম।

কবিতা মানুষের জন্য হোক।

সুখে থাকেন।

১৮| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কি দারুন।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: বৃষ্টির দৃশ্য আসলেই অনেক সুন্দর।

১৯| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪৬

এজাজ ফারিয়া বলেছেন: দারুণ কবিতা!!

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২০| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি কবিতা।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

বিজন রয় বলেছেন: কবিতা মিষ্টি হলে মন ভাল হয়ে যায়।
ভাল থাকুন।

২১| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫০

শিখা রহমান বলেছেন: ভালো আছেন আশাকরি। অনেকদিন পরে লেখা দেখলাম। ছবিগুলো খুব সুন্দর। শুভকামনা।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:১০

বিজন রয় বলেছেন: আপনাদের শুভকামনায় এখনো ভাল আছি।

অনেক অনেক ধন্যবাদ।

২২| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:২৪

আখেনাটেন বলেছেন: অনেকদিন পর আপনার দেখা।

ভালো লাগল বৃষ্টিতে সৃষ্টির রহস্য।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

বিজন রয় বলেছেন: অনেক ব্যস্ততা।
কঠিন অবস্থা আমার!

ধন্যবাদ।

২৩| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:১১

উম্মে সায়মা বলেছেন: বাহ! বৃষ্টিমুখর কাব্য!!

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি!
বৈশাখ যেন ভরা শ্রাবণ।

২৪| ০১ লা মে, ২০১৮ রাত ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতা ভাল লেগেছে । বিপরীত গন্তব্যে হেঁটে চলা একপথ ।

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: তবে গন্তব্যহীন হতে হবে এবার।

২৫| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: বৃষ্টিময় সুন্দর কবিতা

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: বৃষ্টি আর কাব্য পাশাপাশি চলে।

ধন্যবাদ।

২৬| ১৪ ই মে, ২০১৮ রাত ২:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: চটুল কবিতা ভালোই হয়েছে। প্রেম ট্রেম করছেন বুঝি!

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: আপনি এলেন তাহলে!!

একটু নিয়মিত হন।

২৭| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:২০

জোকস বলেছেন: নতুন পোস্টু কই?

২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: হা হা হা
আসছে নতুন পোস্ট।

আমি তো মাসে ১/২টি পোস্ট করি মাত্র।
সময় খুব কম।

২৮| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

এতদিন পর!!

২৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা
ব্লগে সময় দিতে পারি না আগের মতন
ব্যস্ততাতেই জীবন যায়
আপনি কেমন আছেন?

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: যাক, ভাল আছেন জেনে ভাল লাগছে।

আমিও ভাল আছি।
ব্লগে নিয়মিত হবো বলে আশা করছি।

আপনিও নিয়মিত থাকুন।

৩০| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

অচেনা হৃদি বলেছেন: কবিতাটা অনেক সুন্দর, ব্লগে এই কয়দিন যত কবিতা পড়েছি সেগুলোর মাঝে আপনার কবিতাটা অন্যরকম। ছোটকাল থেকে দেখে এসেছি কবিতা মানেই ছন্দ । কিন্তু এখনকার কবিতায় ছন্দ থাকে না, এটা তার ব্যতিক্রম । সত্যি বলতে কি, কেবল ছন্দের টানেই আপনার কবিতার প্রতিটি বর্ণ পড়তে বাধ্য হয়েছি ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: হা হা হা ...... স্বাগতম আমার ব্লগবাড়িতে।

আমার এই ব্লগবাড়িতে আমি যতগুলো কবিতা পোস্ট করেছি এটিই সবচেয়ে ছোট ও নিন্মমানের, আর এটিই আপনার কাছে এত ভাল লাগল??

পড়েছেন তো আসলে!!

আচ্ছা, আমার আগের পোস্ট করা কবিতা থেকে কয়েকটি পড়ুন তো, দেখি কেমন লাগে আপনার!

যাহোক আমার এখানে আসার জন্য আপনাকে শুভকামনা।

৩১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

অচেনা হৃদি বলেছেন: আপনি আমার মন্তব্যে রিপ্লাই দেবার আগেই কয়েকটা পড়েছি । রিপ্লাই দেখে আরো কয়েকটা পড়লাম । আপনি বলছেন সর্বশেষ কবিতাটা নিম্নমানের । আমি আসলে কবিতার ব্যপারে এক্সপার্ট নই । তবুও মনে হচ্ছে এই কবিতাটাই সবার সেরা ।আর অন্য কবিতাগুলোতে এতো দুঃখ আর বিরহ কেন ? আপনি হতাশাবাদি কবি ?

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...... কবিরা কোন বাদী নন।

আপনি আসলে আমার কোন কবিতাই পড়েননি।

আপনি খুব বুদ্ধিমান নন।

৩২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মন্দ নয়।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা

ধন্যবাদ।

ব্লগে নিয়মিত থাকুন।

৩৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৩

অচেনা হৃদি বলেছেন: :-& অন্তত দশটা কবিতা তো পড়েছি, লাইক বা মন্তব্য দিইনি বলে মনে করছেন পড়িনি । হ্যাঁ তবে একটা কথা আপনি ঠিকই বলেছেন, আমি আসলে বুদ্ধিমান নই ।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: যদি দশটা কবিতা পড়ে থাকেন তো ভাল। বিশ্বাস করলাম। ভবিষ্যতে আরো পড়বেন এই আশা রাখি।

আসলে নিয়মিত পড়া অব্যাহত রাখা জরুরি। কিন্তু ব্লগে ভাল লেখা খুব কমই আসে আজকাল। আর ভাল ব্লগাররা এখন আসেনই না বলা চলে। আমাদের সময় ব্লগে একটা অন্যরকম জেয়ার ছিল।

আপনি আমার এখানে অনেক কথা বললেন, সেজন্য ধন্যবাদ।
আপনার বুদ্ধি আছে কিনা সময়ই তা বলে দিবে।

শুভকামনা রইল।

৩৪| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর ছবি। + +
বৃষ্টি শুধু তৃষিত ভূমিকেই সিঞ্চিত করে না, তৃষিত মনকেও।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: যার হৃদয়ে ভর করেছে বৃষ্টিভেজা কাঁঠালীচাঁপার বন, সেই-তো এমনভাবে উপলব্ধি করতে পারে।

কবি ও বৃষ্টি এদের কোন অহংকার নেই।
এই জন্য এরা এত সৎ, স্বচ্ছ ও নির্মল।

এই জন্য বৃষ্টি মনকে এত ছুঁয়ে যায়, আর সৃষ্টি করে নব নব কিশলয়।

আপনার মন্তব্যের উত্তর করতে আমার দেরি হয়ে যায় আপনি কিছু মনে করেন না তো?

৩৫| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃষ্টি নিয়ে অসাধারণ কাব্য তৈরী করেছেন দাদা
আমার কাছে ছন্দের মিল না থাকলে তাকে
কবিতা বলতে ইচ্ছা হয়না।
যদিও অনেক গদ্য কবিতা বিখ্যাত
হয়ে আছে।

এত দূরত্ব কেন এক লেখা থেকে অন্য লেখায়
দিনে তিন বেলা তিনটা চাই !!

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: নূরু ভাই কবিতা তো প্রায়ই লিখি, কিন্তু পোস্ট করি কম।
কারণ পোস্ট দিলে অনেক মন্তব্য আসে কিন্তু সময়ের অভাবে সময় মতো উত্তর করতে পারি না। তাতে অনেকে নাখোশ হয়।
আর কবিতা চুরি হয়ে যায়।

তবুও সামনের দিনগুলোতে বেশি পোস্ট করার আশা রাখি।

আপনাকে অন্তরতর ধন্যবাদ।

৩৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:২৬

অর্থনীতিবিদ বলেছেন: বৃষ্টি নিয়ে ছোটো একটি কবিতা কিন্তু ঝমঝম রেশটা রয়ে গেলো দীর্ঘক্ষণ।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: আসলে কবিতাটি আংশিক পোস্ট দেওয়া। চুরি হয়ে যায় সেজন্য এরকম করা।

এবার তো অনেক বৃষ্টি, বৃষ্টি নিয়ে আরো কবিতা আসবে।

অনেক ধন্যবাদ আমার এখানে প্রথম আসার জন্য।
শুভকামনা।

৩৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: গীতল অর্থ কী ভাইয়া?

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: গীত থেকে গীতল, অর্থাৎ সংগীত বিষয়ক।

গীতল হাওয়া মানে বাতাসের গান বা গানের বাতাস।

শুভকামনা বৃষ্টি বিন্দু।

আপনার নিকটি সুন্দর।

৩৮| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অসাধারণ হয়েছে।।

আর বৃষ্টির কবিতা আমার কাছে এমনিতে স্পেশাল ।।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

বিজন রয় বলেছেন: সামনে বৃষ্টি নিয়ে আরো কবিতা আসবে।
দেখি আপনাকে কতটা দোলা দিতে পারে।

ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।
সাথে থাকুন।

৩৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কে তুমি মুদ্রিত হও দ্বৈত অবয়বে? কথাটা অসাধারণ।

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১০

বিজন রয় বলেছেন: আপনি!!
অবাক হলাম!!

অবয়ব দ্বৈত হলে আমার মনে অনেক ভাললাগা কাজ করে।
আপনার ভাল লাগাতে পারাটা গর্বের।

ভাল থাকুন।

৪০| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৩

নিয়াজ সুমন বলেছেন: শ্রুতিমধুর বৃষ্টিময় কবিতা!!

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: যদিও কবিতাটি সম্পূর্ণ পোস্ট করিনি, চুরি যাওয়ার ভয়ে, হা হা হা .....


আপনি যদি বলেন তো বৃষ্টি নিয়ে অন্য একটি বিতা পোস্ট দিব।

শুভকামনা সবসময়ের।

৪১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

নিয়াজ সুমন বলেছেন: এখন তো বৃ্ষ্টি হচ্চে দিয়ে দিন আপনার বৃষ্টিকে নিয়ে কবিতা,,, পড়ার অপেক্ষায় রইলাম।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: দিব একদিন।
বৃষ্টি আরো আসুক, আরো।

যেদিন শুধু হবে মঘে মঘে মেঘমল্লার।

আবারো ধন্যবাদ সুমন, সাথে থাকুন।

৪২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: জীবনের অনেক অজানা সৃষ্টি।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৪৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

চঞ্চল হরিণী বলেছেন: 'তুমি যত আকাশ দেখো আমি তত বৃষ্টি'

আমি যত আপনাকে খুঁজি আপনি কি তত ব্লগ দেখেন ? :|

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: আমি যত আপনাকে খুঁজি আপনি কি তত ব্লগ দেখেন ?

নিশ্চয়ই না। কারন আমি সময় পাই না।

অনেক অনেক ধন্যবাদ।

৪৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৯

উদাসী স্বপ্ন বলেছেন: একটা ব্যাক্তিগত প্রশ্ন, জীবনের অজানা সৃষ্টি কি অনেক হয়েছিলো?

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: গুড। যেকোন প্রশ্ন আপনি আামাকে করতে পারেন। সে অধিকার আপনাকে অনেক আগেই দিয়েছি।

জীবনের অজানা সৃষ্টি বলতে আপনি কি কোন একক বিষয়কে বোঝাতে চেয়েছেন?
তাহলে উত্তরটি দিতে আমার সহজ হতো।

তবুও আমার মতে প্রতিটি হাজার মূহুর্ত আমি যখনই অতিবাহিত করছি তখনইতো হাজার অজানার সৃষ্টি হচ্ছে।

এখন আপনি কোনটাকে বোঝাতে চেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.